Ajker Patrika

গোলাপি গাউনে নজর কাড়লেন দিশা পাটানি

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৬: ৪০
গোলাপি গাউনে নজর কাড়লেন দিশা পাটানি

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব বলিউড অভিনেত্রী দিশা পাটানি। বিভিন্ন অবতারে হাজির হতে দেখা যায় তাঁকে। এবার মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে গোলাপি গাউনে হাজির হয়ে নজর কেড়েছেন তিনি।

গত শুক্রবার রাতের এই শোর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করেছেন দিশা। যা রীতিমতো ভাইরাল, সঙ্গে ভক্তদের প্রশংসায়ও ভাসছেন তিনি।

গতকাল অনলাইনে সে অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ্যে আসে। রেড কার্পেটের ভিডিওতে দিশা পাটানিকে গোলাপি গাউনে পোজ দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পরই হয়ে যায় ভাইরাল। আর আজ দিশা প্রকাশ্যে আনলেন সে অনুষ্ঠানের বেশ কিছু স্থির চিত্র।

বলিউড অভিনেত্রী দিশা পাটানি।ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। একজন লিখেছেন, ‘আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে।’ অন্য একজন নেটিজেন তাঁকে ‘মৎস্যকন্যা’ বলে ডেকেছেন। এ ছাড়া অনেকেই মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।

গত ৩০ জুন ওটিটিতে মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুর ও অনিল কাপুরের সঙ্গে দিশা পাটানির সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার ২’। সিরিজটির প্রিমিয়ারেও এই লুকে হাজির হয়েছিলেন তিনি।

বলিউড অভিনেত্রী দিশা পাটানিদিশা পাটানিকে পরবর্তী সময় দেখা যাবে করণ জোহরের প্রযোজনায় অ্যাকশন-থ্রিলার ফিল্ম ‘যোধা’য়। সিনেমাটিতে এই অভিনেত্রী সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্নার সঙ্গে পর্দা শেয়ার করবেন। চলতি বছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এর পাশাপাশি, দিশা পাটানিকে নাগ অশ্বিনের আলোচিত প্রকল্প ‘প্রজেক্ট কে’তেও দেখা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত