চার মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে অভিনয় থেকে দূরে নেই দীপিকা। চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকা এখন ব্যস্ত অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে!
এই মুহূর্তে রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এতে থাকছেন রণবীর সিংও। সম্প্রতি সিনেমাটির সেট থেকে দীপিকার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে হয় ভাইরাল। সিনেমাটিতে পুলিশের পোশাকে দেখা মিলল ‘লেডি সিংহাম’ দীপিকার।
তবে চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে এ প্রশ্নও তুলেছেন, দীপিকা কি সত্য়িই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবিবাম্প বোঝা যাচ্ছে না।
এর আগে বিমানবন্দরে দীপিকা ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর সিংয়ের সঙ্গে। সেখানেও তাঁর বেবিবাম্প দেখা যাচ্ছিল না। এসব থেকেই অনেকের সন্দেহ, হয়তো নিজের ফিটনেস নষ্ট করতে চান না দীপিকা। তাই সন্তানের জন্ম দিতে সারোগেসির সাহায্য নিয়েছেন। এ বিষয়ে অবশ্য দীপিকা কিংবা রণবীর—কেউ এখনো কোনো মন্তব্য করেননি।
ওদিকে প্রেগন্যান্সিতে নতুন কাজে মন দিয়েছেন দীপিকা। অভিনেত্রী শিখছেন সেলাই। চটের ওপর লাল-সবুজ সুতোর কাজ করছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আশা করছি পুরোটা তৈরি হলে সবার সঙ্গে ভাগ করে নিতে পারব।’
উল্লেখ্য, রোহিত শেঠির কপ ইউনিভার্স সিংহাম অ্যাগেইনে রণবীর ফিরছেন সিম্বার ভূমিকায়। সিনেমাটিতে রণবীর-দীপিকার পাশাপাশি থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুর।
চার মাসের অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ফেব্রুয়ারি মাসেই জানিয়েছিলেন সুখবর। বিয়ের ছয় বছরের মাথায় বাবা-মা হচ্ছেন রণবীর-দীপিকা। ৩৭ বছরে বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে অভিনয় থেকে দূরে নেই দীপিকা। চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকা এখন ব্যস্ত অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে!
এই মুহূর্তে রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন কিস্তি ‘সিংহাম অ্যাগেইন’-এর শুটিংয়ে ব্যস্ত দীপিকা। এতে থাকছেন রণবীর সিংও। সম্প্রতি সিনেমাটির সেট থেকে দীপিকার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে হয় ভাইরাল। সিনেমাটিতে পুলিশের পোশাকে দেখা মিলল ‘লেডি সিংহাম’ দীপিকার।
তবে চার মাসের অন্তঃসত্ত্বা নায়িকাকে দেখে দ্বিধাবিভক্ত নেটপাড়া। অনেকে আবার আগ বাড়িয়ে এ প্রশ্নও তুলেছেন, দীপিকা কি সত্য়িই অন্তঃসত্ত্বা? নাকি সারোগেসির সাহায্য নিয়েছেন? এ প্রশ্ন ওঠার কারণ, চার মাসেও দীপিকার কোনো শারীরিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। সিংহামের সেট থেকে ফাঁস হওয়া ছবিতে তাঁর বেবিবাম্প বোঝা যাচ্ছে না।
এর আগে বিমানবন্দরে দীপিকা ক্যামেরাবন্দী হয়েছিলেন রণবীর সিংয়ের সঙ্গে। সেখানেও তাঁর বেবিবাম্প দেখা যাচ্ছিল না। এসব থেকেই অনেকের সন্দেহ, হয়তো নিজের ফিটনেস নষ্ট করতে চান না দীপিকা। তাই সন্তানের জন্ম দিতে সারোগেসির সাহায্য নিয়েছেন। এ বিষয়ে অবশ্য দীপিকা কিংবা রণবীর—কেউ এখনো কোনো মন্তব্য করেননি।
ওদিকে প্রেগন্যান্সিতে নতুন কাজে মন দিয়েছেন দীপিকা। অভিনেত্রী শিখছেন সেলাই। চটের ওপর লাল-সবুজ সুতোর কাজ করছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আশা করছি পুরোটা তৈরি হলে সবার সঙ্গে ভাগ করে নিতে পারব।’
উল্লেখ্য, রোহিত শেঠির কপ ইউনিভার্স সিংহাম অ্যাগেইনে রণবীর ফিরছেন সিম্বার ভূমিকায়। সিনেমাটিতে রণবীর-দীপিকার পাশাপাশি থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও কারিনা কাপুর।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে