Ajker Patrika

দুঃসময় কাটিয়ে উঠছেন কপিল শর্মা

দুঃসময় কাটিয়ে উঠছেন কপিল শর্মা

ফিরেছেন কপিল শর্মা। দর্শকদের আগের মতোই আনন্দ দিচ্ছেন। ‘দ্য কপিল শর্মা শো’- নতুন সিজনও দর্শকদের মাঝে আলোচনা তৈরী করেছেন। তবে মাঝে কয়েক মাস বন্ধ ছিল এই শো। যে শো কপিলকে বিখ্যাত করেছে। আগে জানা গিয়েছিল, পরিবারকে সময় দেওয়ার জন্য ব্যক্তিগত কারণে এই শো বন্ধ রেখেছিলেন বলে জানিয়েছিলেন এতদিন। এ বার আরেক কারণ জানালেন এই কমেডিয়ান।

কপিল জানিয়েছেন, অসহ্য পিঠের ব্যথায় কাবু হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থতা এতটাই বেড়েছিল যে বিছানা থেকে উঠতে পারতেন না। সেই পরিস্থিতিতে শো বন্ধ করে দেওয়া ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না।

কপিল শর্মা।কপিল বলেন, ‘২০১৫ সালে আমি তখন আমেরিকায় ছিলাম। আমি পিঠের ব্যথার জন্য চিকিৎসকের কাছে যাই। সাময়িক আরাম পেয়েছিলাম। কিন্তু ব্যথা পুরোপুরি শেষ হয়নি। এ বছর জানুয়ারিতে আবার ওই একই ব্যথায় অসুস্থ হয়ে পড়ি। শিরদাঁড়ার আঘাত এমনই ছিল যে বহু পরিকল্পনা বাতিল করে শো বন্ধ করে দিতে বাধ্য হই।”

কপিল জানিয়েছেন, ব্যথার কারণে তাঁর ব্যবহার বদলে গিয়েছিল। সব কিছুতেই খুব বিরক্ত হয়ে যেতেন। কারণ ব্যথার কোনও সমাধান জানা ছিল না। ‘আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আবার এটাও লোকে বলত, খালি শুয়ে থাকছ, ওজন বেড়ে যাচ্ছে। শুধু সালাদ বা তরল জাতীয় খাবার খাওয়া ছিল আরও বিরক্তিকর। এ সব কিছুই সামলাতে হয়েছে আমাকে’ বলেন কপিল।

কপিল শর্মাকয়েক মাস আগে পারিবারিক কারণকেই এই শো বন্ধ হয়ে যাওয়ার একমাত্র কারণ বলে জানিয়েছিলেন কপিল। কপিল এবং গিন্নি বিয়ে করেন ২০১৮ সালে। ২০১৯-এর ডিসেম্বরে তাঁদের প্রথম সন্তান আনায়রার জন্ম হয়। কিছুদিন আগেই এই দম্পতি পুত্র সন্তানের বাবা-মা হন। সে কারণেই নাকি কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়েছেন কপিল। ফের ফিরছেন কাজে। এখন আগের থেকে অনেকটা ভাল আছেন বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত