Ajker Patrika

কেমন চলছে ক্যাটরিনা-বিজয়ের ‘মেরি ক্রিসমাস’ 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৫: ৩৫
কেমন চলছে ক্যাটরিনা-বিজয়ের ‘মেরি ক্রিসমাস’ 

অভিনয় খ্যাতির পাশাপাশি শ্রীরাম রাঘবন নির্মাতা হিসেবেও নিজের অবস্থান পোক্ত করছেন। তাঁর পরিচালিত সিনেমা ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। নতুন বছরে মুক্তি পাওয়া প্রথম বলিউড সিনেমা হিসেবে বেশ ভালোই ব্যবসা করছে এটি। থ্রিলার-ধর্মী এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি।

বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, গত ১২ জানুয়ারি মুক্তির দিনে এটি আয় করে মাত্র ২ কোটি ৫৫ লাখ রুপি। তবে গতকাল শনিবার দ্বিতীয় দিনে ব্যবসা বেড়েছে অনেকখানিই। প্রথম শনিবারে সিনেমাটি ঘরে তুলেছে ৩ কোটি ৫০ লাখ রুপি।

দর্শক ও সমালোচকদের ইতিবাচক রিভিউকে সঙ্গী করে আয় বেড়েছে ৩৭ শতাংশ। সব মিলিয়ে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির দুই দিনের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ কোটি ৫ লাখ রুপিতে। আজ রোববার ছুটির দিনে আয় আরও বাড়তে পারে বলে সম্ভাবনার কথা জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষকেরা।

‘মেরি ক্রিসমাস’ সিনেমার দৃশ্যে ক্যাটরিনা-বিজয়। ছবি: সংগৃহীত

উল্লেখ্য, ‘মেরি ক্রিসমাস’ বিজয় সেতুপতির তৃতীয় বলিউড সিনেমা। সর্বশেষ তাঁকে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমায় দেখা গেছে, যা বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ১০০ কোটির রুপির ওপর। অন্যদিকে, ক্যাটরিনাকে শেষবার দেখা গেছে সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমায়, যা বিশ্বব্যাপী আয় করেছে ৪৫০ কোটি রুপির বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত