বিনোদন ডেস্ক
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি ‘কেজিএফ’-এর সাফল্যের পর দক্ষিণী তারকা যশ পৌঁছেছেন খ্যাতির চূড়ায়। সাফল্যের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর পারিশ্রমিকের পরিমাণও। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ। এ খবর অবশ্য পুরোনো। তবে সিনেমার পারিশ্রমিক নিয়ে এখন যা শোনা যাচ্ছে, তা শুনলে আপনিও চোখ কপালে তুলবেন।
ভারতীয় সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি রুপি নিচ্ছেন। সত্যিই চমকে যাওয়ার মতোই খবর বটে! বলিউডের জোর গুঞ্জন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই ছবির জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর (২০২৪) শুরু হবে রামায়ণের শুটিং।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ‘কেজিএফে যশের লুকের তুলনায় রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসেবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন, যে কারণে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।’
এদিকে আবার কয়েক দিন আগেই খবর বেরিয়েছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর ছেড়ে দিচ্ছেন সিগারেট, অ্যালকোহল ও মাংস।
প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পরিচালক নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, ‘দেখুন, আমি যে কনটেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।’
ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি ‘কেজিএফ’-এর সাফল্যের পর দক্ষিণী তারকা যশ পৌঁছেছেন খ্যাতির চূড়ায়। সাফল্যের সঙ্গে সঙ্গে বেড়েছে তাঁর পারিশ্রমিকের পরিমাণও। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ। এ খবর অবশ্য পুরোনো। তবে সিনেমার পারিশ্রমিক নিয়ে এখন যা শোনা যাচ্ছে, তা শুনলে আপনিও চোখ কপালে তুলবেন।
ভারতীয় সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, ‘রামায়ণ’-এ রাবণ সাজতে যশ নাকি ১৫০ কোটি রুপি নিচ্ছেন। সত্যিই চমকে যাওয়ার মতোই খবর বটে! বলিউডের জোর গুঞ্জন নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ রাম হচ্ছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় থাকবেন দক্ষিণের সাই পল্লবী। এই ছবির জন্য নাকি চুক্তিতে সইও করে ফেলেছেন তারকারা। আগামী বছর (২০২৪) শুরু হবে রামায়ণের শুটিং।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ‘কেজিএফে যশের লুকের তুলনায় রামায়ণে এক্কেবারেই বদলে যাবে যশের চেহারা। রামায়ণে রাবণ হিসেবে যশকে ঠিক কেমন দেখতে হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এদিকে রাবণ সাজতে যশও তাঁর শরীরের ভোল পাল্টে ফেলার প্রস্তুতি শুরু করেছেন, যে কারণে অনেক পরিশ্রম করতে হচ্ছে তাঁকে।’
এদিকে আবার কয়েক দিন আগেই খবর বেরিয়েছে, ‘রামায়ণ’-এর রাম হতে রণবীর কাপুর ছেড়ে দিচ্ছেন সিগারেট, অ্যালকোহল ও মাংস।
প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পরিচালক নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, ‘দেখুন, আমি যে কনটেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।’
ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
১ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৩ ঘণ্টা আগেগোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম ও মূল আকর্ষণ হিসেবে হাজির হয় অস্কার। বাংলাদেশ সময় ৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকালে দেওয়া হবে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে...
৩ ঘণ্টা আগেরোমান্টিক-কমেডি ঘরানার ‘ব্যাচেলর ইন ট্রিপ’ নামের সিনেমা বানিয়েছেন নাসিম সাহনিক। এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী শান্তা পলের। নিজের প্রথম সিনেমা নিয়ে আশাবাদী এই অভিনেত্রী। ইতিমধ্যে সেন্সর বোর্ড থেকে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। জানা গেছে, শিগগির ঘোষণা করা...
৩ ঘণ্টা আগে