বিনোদন ডেস্ক
মুক্তির মাত্র ২৮ দিনে এক হাজার কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলল শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
২৮ দিন শেষে ভারতে পাঠানের মোট আয় ৬২৩ কোটি রুপি এবং ভারতের বাইরে এর আয় ৩৭৭ কোটি রুপি। মুক্তির প্রায় এক মাস পার করেছে শাহরুখ খানের পাঠান। এরপরও সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা একবিন্দুও কমেনি। এখনো বক্স অফিস নিয়ন্ত্রণ এরই প্রমাণ দেয়।
ভারতের পঞ্চম ও বলিউডের দ্বিতীয় সিনেমা হিসেবে এই ম্যাজিক ফিগার ছুঁয়েছে পাঠান। এই আয়ের মাধ্যমে হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’-এর রেকর্ডে ভাগ বসাল পাঠান। এত দিন এক হাজার কোটি রুপি আয় করা একমাত্র বলিউড সিনেমা ছিল আমির খানের ‘দঙ্গল’। এ ছাড়া দক্ষিণই ছবি হিসেবে প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ এক হাজার কোটির মাইলফলক ছুঁয়েছিল।
বিতর্ক ও বর্জন—কোনো কিছুই পাঠানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারেনি। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে এখনো অনেক শো হাউসফুল যাচ্ছে। সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় যেন বাড়ছেই।
প্রসঙ্গত, চার বছর পর পাঠানোর মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে করছেন একের পর এক রেকর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। বিশ্বজুড়ে প্রায় আট হাজার স্ক্রিনে একযোগে গত ২৫ জানুয়ারি মুক্তি পায় বলিউড বাদশার সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
মুক্তির মাত্র ২৮ দিনে এক হাজার কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলল শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
২৮ দিন শেষে ভারতে পাঠানের মোট আয় ৬২৩ কোটি রুপি এবং ভারতের বাইরে এর আয় ৩৭৭ কোটি রুপি। মুক্তির প্রায় এক মাস পার করেছে শাহরুখ খানের পাঠান। এরপরও সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা একবিন্দুও কমেনি। এখনো বক্স অফিস নিয়ন্ত্রণ এরই প্রমাণ দেয়।
ভারতের পঞ্চম ও বলিউডের দ্বিতীয় সিনেমা হিসেবে এই ম্যাজিক ফিগার ছুঁয়েছে পাঠান। এই আয়ের মাধ্যমে হিন্দি ছবির ইতিহাসে ‘দঙ্গল’-এর রেকর্ডে ভাগ বসাল পাঠান। এত দিন এক হাজার কোটি রুপি আয় করা একমাত্র বলিউড সিনেমা ছিল আমির খানের ‘দঙ্গল’। এ ছাড়া দক্ষিণই ছবি হিসেবে প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ এক হাজার কোটির মাইলফলক ছুঁয়েছিল।
বিতর্ক ও বর্জন—কোনো কিছুই পাঠানের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারেনি। মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকে এখনো অনেক শো হাউসফুল যাচ্ছে। সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় যেন বাড়ছেই।
প্রসঙ্গত, চার বছর পর পাঠানোর মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে করছেন একের পর এক রেকর্ড। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। বিশ্বজুড়ে প্রায় আট হাজার স্ক্রিনে একযোগে গত ২৫ জানুয়ারি মুক্তি পায় বলিউড বাদশার সিনেমাটি। পাঠানে শাহরুখ ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৩০ মিনিট আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
৮ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১২ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১২ ঘণ্টা আগে