বিনোদন ডেস্ক
২০০৭ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া সিনেমায় মঞ্জুলিকা নামের প্রেত্মাতার চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন বিদ্যা বালান। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় না থাকলেও ১৭ বছর পর আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। গতকাল ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ট্রেলারে সবাইকে চমকে দিয়ে বিদ্যার পাশাপাশি নিজেকে মঞ্জুলিকা দাবি করলেন মাধুরী দীক্ষিত। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে দুজনকে লড়তেও দেখা গেল।
গত মাসে প্রকাশিত টিজারে বিদ্যা বলেছিলেন, তাঁর সিংহাসন দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। সেটাই স্পষ্ট হলো প্রায় চার মিনিটের ট্রেলারে। দেখা গেল সিংহাসন দখলের যুদ্ধে কীভাবে অভিশপ্ত হয়ে রয়েছে রক্তঘাটের রাজপরিবার। এর মাঝেই বিদ্যা বালান চিৎকার করে বলেন, ‘আমি মঞ্জুলিকা’। ভূত তাড়াতে হাজির হয় রুহ বাবা। এরপর আসে টুইস্ট। বলা হয়, রুহ বাবা এই রাজ্যের রাজকুমার। আর রাজপরিবারের অভিশপ্ত দরজা খুলতেই ফিরে আসে মঞ্জুলিকা। তবে বিদ্যা নয়, মঞ্জুলিকারূপে হাজির হন মাধুরী দীক্ষিত। বিদ্যাও আসেন নিজের সিংহাসন ফিরে পেতে। ফ্ল্য়াশব্যাকে আসে পুরোনো রাজদরবার। সেখানে মাধুরী-বিদ্যার নাচের যুগলবন্দী। পরে আবার দুজনে চুলের মুঠি ধরে মারামারিও করছেন। ট্রেলারের শেষ দিকে হাসতে হাসতে দুজনে একসঙ্গে রুহ বাবাকে বলছেন, ‘আমাদের মধ্যে কে মঞ্জুলিকা, এটাই চিন্তা করছ তো?’ মঞ্জুলিকা আসলে কে? সিনেমা দেখার সময় এই প্রশ্ন দর্শকের মনেও উঁকি দেবে।
এবারও রুহ বাবার চরিত্রে আছেন কার্তিক আরিয়ান। সঙ্গে আছেন তৃপ্তি দিমরি। দুজনের রোমান্টিক দৃশ্যও আছে ট্রেলারে। পাশাপাশি দারুণ কমেডিরও ইঙ্গিত পাওয়া গেল আনিস বাজমি পরিচালিত এ সিনেমায়। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, কাঞ্চন মল্লিক, মনীশ ভাদওয়ার প্রমুখ। ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর।
২০০৭ সালে মুক্তি পাওয়া ভুল ভুলাইয়া সিনেমায় মঞ্জুলিকা নামের প্রেত্মাতার চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন বিদ্যা বালান। ২০২২ সালে ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় না থাকলেও ১৭ বছর পর আবারও মঞ্জুলিকা হয়ে ফিরছেন বিদ্যা। গতকাল ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ট্রেলারে সবাইকে চমকে দিয়ে বিদ্যার পাশাপাশি নিজেকে মঞ্জুলিকা দাবি করলেন মাধুরী দীক্ষিত। নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে দুজনকে লড়তেও দেখা গেল।
গত মাসে প্রকাশিত টিজারে বিদ্যা বলেছিলেন, তাঁর সিংহাসন দিয়ে দেওয়া হয়েছে অন্যজনকে। সেটাই স্পষ্ট হলো প্রায় চার মিনিটের ট্রেলারে। দেখা গেল সিংহাসন দখলের যুদ্ধে কীভাবে অভিশপ্ত হয়ে রয়েছে রক্তঘাটের রাজপরিবার। এর মাঝেই বিদ্যা বালান চিৎকার করে বলেন, ‘আমি মঞ্জুলিকা’। ভূত তাড়াতে হাজির হয় রুহ বাবা। এরপর আসে টুইস্ট। বলা হয়, রুহ বাবা এই রাজ্যের রাজকুমার। আর রাজপরিবারের অভিশপ্ত দরজা খুলতেই ফিরে আসে মঞ্জুলিকা। তবে বিদ্যা নয়, মঞ্জুলিকারূপে হাজির হন মাধুরী দীক্ষিত। বিদ্যাও আসেন নিজের সিংহাসন ফিরে পেতে। ফ্ল্য়াশব্যাকে আসে পুরোনো রাজদরবার। সেখানে মাধুরী-বিদ্যার নাচের যুগলবন্দী। পরে আবার দুজনে চুলের মুঠি ধরে মারামারিও করছেন। ট্রেলারের শেষ দিকে হাসতে হাসতে দুজনে একসঙ্গে রুহ বাবাকে বলছেন, ‘আমাদের মধ্যে কে মঞ্জুলিকা, এটাই চিন্তা করছ তো?’ মঞ্জুলিকা আসলে কে? সিনেমা দেখার সময় এই প্রশ্ন দর্শকের মনেও উঁকি দেবে।
এবারও রুহ বাবার চরিত্রে আছেন কার্তিক আরিয়ান। সঙ্গে আছেন তৃপ্তি দিমরি। দুজনের রোমান্টিক দৃশ্যও আছে ট্রেলারে। পাশাপাশি দারুণ কমেডিরও ইঙ্গিত পাওয়া গেল আনিস বাজমি পরিচালিত এ সিনেমায়। আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র, কাঞ্চন মল্লিক, মনীশ ভাদওয়ার প্রমুখ। ভুল ভুলাইয়া ৩ মুক্তি পাবে আগামী ১ নভেম্বর।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৪ মিনিট আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৩৩ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৪৩ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
১ ঘণ্টা আগে