একটা সময় দুই সত্ বোন জাহ্নবী, খুশির সঙ্গে একদমই সম্পর্ক ছিল না অর্জুন কাপুরের। এমনকি বাবা বনি কাপুরের সঙ্গে মুখ দেখাদেখি পর্যন্ত ছিল না এই বলিউড অভিনেতার। তবে ২০১৮ সালের এক ঘটনা বদলে দেয় সবকিছু। শ্রীদেবীর মৃত্যুর পর বাবা ও দুই সত্ বোনের সঙ্গে অর্জুনের সম্পর্ক পাল্টে যায়। অংশুলার পাশাপাশি জাহ্নবী-খুশির সার্বক্ষণিক খোঁজ খবর নেন অর্জুন কাপুর। এখন তিনি তিন বোনের দায়িত্বশীল বড় ভাই।
আজ রবিবার (৬ মার্চ) ২৫-এ পা দিলেন জাহ্নবী। আর এদিন অর্জুন বোন জাহ্নবীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল সেই শুভেচ্ছায় অতীতকে এড়িয়ে গেলেন না অর্জুন। অর্জুন লেখেন, ‘আমি জানি আগের অনেকগুলো জন্মদিনে আমি তোর পাশে ছিলাম না, কিন্তু এখন আজীবন তুই আমার সঙ্গে জুড়ে থাকবি’। এই পোস্টের কমেন্ট বক্সে জাহ্নবী লেখেন, ‘লাভ ইউ’।
প্রযোজক বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরির দুই সন্তান অর্জুন ও অংশুলা। অন্যদিকে মোনার সঙ্গে সম্পর্ক ভেঙে শ্রীদেবীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বনি। ছোট থেকেই বাবার প্রতি রাগ ছিল অর্জুনের মনে। বাবা ও তাঁর অন্য পরিবারের সঙ্গে স্বাভাবিক ছিলো না অর্জুনের সম্পর্ক।
মাস কয়েক আগের এক সাক্ষাত্কারে অর্জুন জানিয়েছিলেন, দুই বোনের জন্য বাবাকে নতুন করে চিনতে পারে সে। ‘আমি বাবার সঙ্গে থাকাটা ততটা পছন্দ করতাম না, তাই থাকতামও না। সবাই বলত, আমার সঙ্গে বাবার প্রচুর মিল। কিন্তু সেটা আমি কোনও দিন বুঝতেই পারিনি। জাহ্নবী এবং খুশির জন্য সেই বাধা ভেঙে এখন আমি খাঁটি সম্পর্ক গড়ে তুলতে পেরেছি। আমরা সবাই খারাপ সময়ের সম্মুখীন হয়েছি। এখন সেগুলো ছেড়ে বেরিয়ে আসার সময়… বাবার সঙ্গে সে ভাবে সময় কাটাতে পারিনি কখনও’ জানান অর্জুন।
একটা সময় দুই সত্ বোন জাহ্নবী, খুশির সঙ্গে একদমই সম্পর্ক ছিল না অর্জুন কাপুরের। এমনকি বাবা বনি কাপুরের সঙ্গে মুখ দেখাদেখি পর্যন্ত ছিল না এই বলিউড অভিনেতার। তবে ২০১৮ সালের এক ঘটনা বদলে দেয় সবকিছু। শ্রীদেবীর মৃত্যুর পর বাবা ও দুই সত্ বোনের সঙ্গে অর্জুনের সম্পর্ক পাল্টে যায়। অংশুলার পাশাপাশি জাহ্নবী-খুশির সার্বক্ষণিক খোঁজ খবর নেন অর্জুন কাপুর। এখন তিনি তিন বোনের দায়িত্বশীল বড় ভাই।
আজ রবিবার (৬ মার্চ) ২৫-এ পা দিলেন জাহ্নবী। আর এদিন অর্জুন বোন জাহ্নবীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল সেই শুভেচ্ছায় অতীতকে এড়িয়ে গেলেন না অর্জুন। অর্জুন লেখেন, ‘আমি জানি আগের অনেকগুলো জন্মদিনে আমি তোর পাশে ছিলাম না, কিন্তু এখন আজীবন তুই আমার সঙ্গে জুড়ে থাকবি’। এই পোস্টের কমেন্ট বক্সে জাহ্নবী লেখেন, ‘লাভ ইউ’।
প্রযোজক বনি কাপুর ও তাঁর প্রথম স্ত্রী মোনা শৌরির দুই সন্তান অর্জুন ও অংশুলা। অন্যদিকে মোনার সঙ্গে সম্পর্ক ভেঙে শ্রীদেবীর সঙ্গে ঘর বেঁধেছিলেন বনি। ছোট থেকেই বাবার প্রতি রাগ ছিল অর্জুনের মনে। বাবা ও তাঁর অন্য পরিবারের সঙ্গে স্বাভাবিক ছিলো না অর্জুনের সম্পর্ক।
মাস কয়েক আগের এক সাক্ষাত্কারে অর্জুন জানিয়েছিলেন, দুই বোনের জন্য বাবাকে নতুন করে চিনতে পারে সে। ‘আমি বাবার সঙ্গে থাকাটা ততটা পছন্দ করতাম না, তাই থাকতামও না। সবাই বলত, আমার সঙ্গে বাবার প্রচুর মিল। কিন্তু সেটা আমি কোনও দিন বুঝতেই পারিনি। জাহ্নবী এবং খুশির জন্য সেই বাধা ভেঙে এখন আমি খাঁটি সম্পর্ক গড়ে তুলতে পেরেছি। আমরা সবাই খারাপ সময়ের সম্মুখীন হয়েছি। এখন সেগুলো ছেড়ে বেরিয়ে আসার সময়… বাবার সঙ্গে সে ভাবে সময় কাটাতে পারিনি কখনও’ জানান অর্জুন।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৯ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৮ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৯ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৯ ঘণ্টা আগে