Ajker Patrika

লতা মঙ্গেশকরের অন্তিম যাত্রায় ভক্তের ঢল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৪১
লতা মঙ্গেশকরের অন্তিম যাত্রায় ভক্তের ঢল

শেষ যাত্রায় ভক্তের ঢল, কাছের মানুষ, বলিউড তারকা থেকে রাজনৈতিক নেতা—সকলে ছিলেন লতা মঙ্গেশকরের অন্তিম যাত্রায়। আজ রোববার সকালেই সকলকে কাঁদিয়ে চলে যান লতা মঙ্গেশকর। দিনভর সকলের শোকবার্তায় ভরে উঠেছে অনলাইন দুনিয়া, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য। মরদেহ নেওয়া হয়েছে শিবাজি পার্কে।

অন্তিম যাত্রায় ভক্তের ঢলরোববার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত এই কিংবদন্তির বাসভবন প্রভূকুঞ্জে শেষ শ্রদ্ধা জানানো হয়। হাতজোড় করে প্রণাম করে বিদায় জানিয়েছেন বোন আশা ভোঁসলেও। এর পর অন্তিম যাত্রা শুরু হয়। সন্ধ্যা ৬টায় লতা মঙ্গেশকরকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অন্তিম যাত্রায় ভক্তের ঢলবাড়িতে তাঁকে পতাকায় জড়িয়ে সম্মান দেওয়া হয়। পাশাপাশি তাঁর শ্রদ্ধায় সাজানো ছিল পুরো মুম্বাই শহরের রাজপথ। ফুল দিয়ে সাজানো বাড়ি, সকলে মিলে লতা মঙ্গেশকরের সঙ্গে ছিলেন শেষযাত্রায়, গাড়ির পিছু পিছু বহু মানুষ হাঁটতে শুরু করেন। একবার শেষ দর্শনের আশায় রাস্তার দুধারে ভিড় চোখে পড়ে এদিন। চোখের জলে ভেসেছে সকলেই।

অন্তিম যাত্রায় ভক্তের ঢলশুধু ভারতে নয়, সারা বিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত। কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের মৃত্যুর পর শিল্প, সাহিত্য, সিনেমা, খেলাধুলা জগতসহ সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। ভারতে দুদিনের জাতীয় শোক পালন করা হবে এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাহ করা হবে।

লতা মঙ্গেশকর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রায় ২৫০ কারখানার পণ্য পুড়ে যাওয়ার আশঙ্কা করছি: বিজিএমইএ সভাপতি

বিমানবন্দরের মতো কৌশলগত স্থাপনায় আগুন নিরাপত্তা ঘাটতির স্পষ্ট প্রমাণ: জামায়াত আমির

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন যেসব প্রশ্ন তুলল, সর্বশেষ যা জানা গেল

রোববার শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে শিক্ষকদের ‘ভুখা মিছিল’

হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরলেন জেলেনস্কি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত