বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। দ্য টোয়াইলাইট তারকা এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী, অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউস তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। সম্প্রতি এক কনসার্টে নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা শ্রোতাদের জানান সুকি নিজেই।
সুকি মেক্সিকোতে করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে পারফর্ম করার সময় ভক্তদের খুশির খবরটি দেন। বলেন, ‘আমি একটা অত্যন্ত ঝলমলে পোশাক পরেছি যাতে একটা বিশেষ বিষয় থেকে সবার নজর ঘোরাতে পারি, তবে আমার মনে হচ্ছে না তাতে কাজ হবে!’ এ কথা বলেই নিজের স্ফীতোদরে হাত বুলিয়ে গায়িকা ইঙ্গিত দেন যে তিনি সন্তানসম্ভবা। যদিও বাবা হওয়া নিয়ে এখনো মুখ খোলেননি প্যাটিনসন।
২০১৮ সালে অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউসের সঙ্গে প্রেমের সূত্রপাত রবার্ট প্যাটিনসনের। গত পাঁচ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও তা নিয়ে জনসমক্ষে তেমনভাবে কিছু বলেননি প্যাটিনসন বা সুকির কেউই।
প্রসঙ্গত, ‘টোয়াইলাইট’ ছবিতে অভিনয়ের সময় সহ-অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে প্রেম করেছেন প্যাটিনসন। দীর্ঘদিনের সেই সম্পর্ক ভেঙে যায় ক্রিস্টেনের প্রতারণার কারণেই। তারপর গায়িকা এফকেএ টুইগ্সের সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করলেও সেই সম্পর্কও টেকেনি। পরে সুকির প্রেমে পড়েন তিনি।
উল্লেখ্য, ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। তারপর ‘টোয়াইলাইট’ সিরিজের চারটি সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা তকমা অর্জন করেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজির সিনেমার এডওয়ার্ড চরিত্রটি তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেয়। কয়েক বছর আগে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ ছবিতেও ব্যাটম্যানের চরিত্রে তাক লাগিয়ে দেন তিনি।
বাবা হতে চলেছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। দ্য টোয়াইলাইট তারকা এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী, অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউস তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। সম্প্রতি এক কনসার্টে নিজের সন্তানসম্ভবা হওয়ার কথা শ্রোতাদের জানান সুকি নিজেই।
সুকি মেক্সিকোতে করোনা ক্যাপিটাল ফেস্টিভ্যালে পারফর্ম করার সময় ভক্তদের খুশির খবরটি দেন। বলেন, ‘আমি একটা অত্যন্ত ঝলমলে পোশাক পরেছি যাতে একটা বিশেষ বিষয় থেকে সবার নজর ঘোরাতে পারি, তবে আমার মনে হচ্ছে না তাতে কাজ হবে!’ এ কথা বলেই নিজের স্ফীতোদরে হাত বুলিয়ে গায়িকা ইঙ্গিত দেন যে তিনি সন্তানসম্ভবা। যদিও বাবা হওয়া নিয়ে এখনো মুখ খোলেননি প্যাটিনসন।
২০১৮ সালে অভিনেত্রী ও গায়িকা সুকি ওয়াটারহাউসের সঙ্গে প্রেমের সূত্রপাত রবার্ট প্যাটিনসনের। গত পাঁচ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও তা নিয়ে জনসমক্ষে তেমনভাবে কিছু বলেননি প্যাটিনসন বা সুকির কেউই।
প্রসঙ্গত, ‘টোয়াইলাইট’ ছবিতে অভিনয়ের সময় সহ-অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে প্রেম করেছেন প্যাটিনসন। দীর্ঘদিনের সেই সম্পর্ক ভেঙে যায় ক্রিস্টেনের প্রতারণার কারণেই। তারপর গায়িকা এফকেএ টুইগ্সের সঙ্গে বেশ কয়েক বছর প্রেম করলেও সেই সম্পর্কও টেকেনি। পরে সুকির প্রেমে পড়েন তিনি।
উল্লেখ্য, ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। তারপর ‘টোয়াইলাইট’ সিরিজের চারটি সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা তকমা অর্জন করেন তিনি। এই ফ্র্যাঞ্চাইজির সিনেমার এডওয়ার্ড চরিত্রটি তাঁকে দর্শকপ্রিয়তা এনে দেয়। কয়েক বছর আগে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ ছবিতেও ব্যাটম্যানের চরিত্রে তাক লাগিয়ে দেন তিনি।
কলেজের প্রথম দিনে সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে দেখা হয় হৃদির। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ।
১১ ঘণ্টা আগেবিদেশে ব্যস্ত সময় পার করছে দেশের ব্যান্ডগুলো। এরই ধারাবাহিকতায় ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে ‘সামারফেস্ট ২০২৫’-এ অংশ নেয় চিরকুট। পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এই আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।
১১ ঘণ্টা আগেনয়া মানুষ মূলত নদীর চরে বসবাসরত মানুষের গল্প। নতুন মানুষ চরে এলে তাদের কী রকম সংকট বা সমস্যার মুখে পড়তে হয়, তা নিয়েই সিনেমার গল্প।
১৫ ঘণ্টা আগেপাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমায় ফিরতে পারেন জনি ডেপ। প্রযোজক জেরি ব্রুকহেইমার জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তাঁর। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।
১৬ ঘণ্টা আগে