চেক প্রতারণার মামলায় বড় সাজা পেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী। তাকে দুই বছরের কারাদন্ডের সঙ্গে দুই কোটি রুপি জরিমানা করেছে গুজরাটের আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি রুপি ঋণ দিয়েছিলেন শিল্পপতি অশোক লাল। সেই ঋণ পরিশোধের জন্য রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লাখ রুপির ১০টি চেক দেন। কিন্তু ওই চেক ভাঙাতে গিয়ে দেখেন সন্তোষীর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ নেই।
এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরই তিনি পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতেই গুজরাটের নিম্ন আদালত পরিচালককে এই সাজা দিয়েছে।
তিনবার জাতীয় পুরস্কার এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজকুমার সন্তোষী। আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭ ’, এতে আবারও সানি দেওলের সঙ্গে পর্দা ভাগ করবেন প্রীতি জিনতা। গত ১১ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
‘ঘায়েল’, ‘দামিনী’, এবং ‘ঘটক’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজ কুমার সন্তোষী। তবে শুটিং শুরুর সাথে সাথেই জোর ধাক্কা খেল ‘লাহোর ১৯৪৭ টিম’। পরিচালকের সাজা কার্যকর হলে লাহোর ১৯৪৭-এর ভবিষ্যৎ কী? সন্দিহান অনেকেই।
প্রসঙ্গত, সন্তোষীর কালজয়ী সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র নায়ক ছিলেন আমির। এ ছাড়া রণবীর-ক্যাটরিনার ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র নির্মাতা তিনি।
চেক প্রতারণার মামলায় বড় সাজা পেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী। তাকে দুই বছরের কারাদন্ডের সঙ্গে দুই কোটি রুপি জরিমানা করেছে গুজরাটের আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি রুপি ঋণ দিয়েছিলেন শিল্পপতি অশোক লাল। সেই ঋণ পরিশোধের জন্য রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লাখ রুপির ১০টি চেক দেন। কিন্তু ওই চেক ভাঙাতে গিয়ে দেখেন সন্তোষীর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ নেই।
এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরই তিনি পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতেই গুজরাটের নিম্ন আদালত পরিচালককে এই সাজা দিয়েছে।
তিনবার জাতীয় পুরস্কার এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজকুমার সন্তোষী। আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭ ’, এতে আবারও সানি দেওলের সঙ্গে পর্দা ভাগ করবেন প্রীতি জিনতা। গত ১১ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
‘ঘায়েল’, ‘দামিনী’, এবং ‘ঘটক’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজ কুমার সন্তোষী। তবে শুটিং শুরুর সাথে সাথেই জোর ধাক্কা খেল ‘লাহোর ১৯৪৭ টিম’। পরিচালকের সাজা কার্যকর হলে লাহোর ১৯৪৭-এর ভবিষ্যৎ কী? সন্দিহান অনেকেই।
প্রসঙ্গত, সন্তোষীর কালজয়ী সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র নায়ক ছিলেন আমির। এ ছাড়া রণবীর-ক্যাটরিনার ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র নির্মাতা তিনি।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে