বিনোদন ডেস্ক
চেক প্রতারণার মামলায় বড় সাজা পেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী। তাকে দুই বছরের কারাদন্ডের সঙ্গে দুই কোটি রুপি জরিমানা করেছে গুজরাটের আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি রুপি ঋণ দিয়েছিলেন শিল্পপতি অশোক লাল। সেই ঋণ পরিশোধের জন্য রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লাখ রুপির ১০টি চেক দেন। কিন্তু ওই চেক ভাঙাতে গিয়ে দেখেন সন্তোষীর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ নেই।
এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরই তিনি পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতেই গুজরাটের নিম্ন আদালত পরিচালককে এই সাজা দিয়েছে।
তিনবার জাতীয় পুরস্কার এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজকুমার সন্তোষী। আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭ ’, এতে আবারও সানি দেওলের সঙ্গে পর্দা ভাগ করবেন প্রীতি জিনতা। গত ১১ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
‘ঘায়েল’, ‘দামিনী’, এবং ‘ঘটক’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজ কুমার সন্তোষী। তবে শুটিং শুরুর সাথে সাথেই জোর ধাক্কা খেল ‘লাহোর ১৯৪৭ টিম’। পরিচালকের সাজা কার্যকর হলে লাহোর ১৯৪৭-এর ভবিষ্যৎ কী? সন্দিহান অনেকেই।
প্রসঙ্গত, সন্তোষীর কালজয়ী সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র নায়ক ছিলেন আমির। এ ছাড়া রণবীর-ক্যাটরিনার ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র নির্মাতা তিনি।
চেক প্রতারণার মামলায় বড় সাজা পেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী। তাকে দুই বছরের কারাদন্ডের সঙ্গে দুই কোটি রুপি জরিমানা করেছে গুজরাটের আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি রুপি ঋণ দিয়েছিলেন শিল্পপতি অশোক লাল। সেই ঋণ পরিশোধের জন্য রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লাখ রুপির ১০টি চেক দেন। কিন্তু ওই চেক ভাঙাতে গিয়ে দেখেন সন্তোষীর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ নেই।
এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরই তিনি পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতেই গুজরাটের নিম্ন আদালত পরিচালককে এই সাজা দিয়েছে।
তিনবার জাতীয় পুরস্কার এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজকুমার সন্তোষী। আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭ ’, এতে আবারও সানি দেওলের সঙ্গে পর্দা ভাগ করবেন প্রীতি জিনতা। গত ১১ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
‘ঘায়েল’, ‘দামিনী’, এবং ‘ঘটক’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজ কুমার সন্তোষী। তবে শুটিং শুরুর সাথে সাথেই জোর ধাক্কা খেল ‘লাহোর ১৯৪৭ টিম’। পরিচালকের সাজা কার্যকর হলে লাহোর ১৯৪৭-এর ভবিষ্যৎ কী? সন্দিহান অনেকেই।
প্রসঙ্গত, সন্তোষীর কালজয়ী সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র নায়ক ছিলেন আমির। এ ছাড়া রণবীর-ক্যাটরিনার ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র নির্মাতা তিনি।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে