Ajker Patrika

পরিচালক রাজকুমার সন্তোষীর দুই বছরের জেল, সঙ্গে দুই কোটি রুপি জরিমানা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ৩৮
পরিচালক রাজকুমার সন্তোষীর দুই বছরের জেল, সঙ্গে দুই কোটি রুপি জরিমানা

চেক প্রতারণার মামলায় বড় সাজা পেলেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার সন্তোষী। তাকে দুই বছরের কারাদন্ডের সঙ্গে দুই কোটি রুপি জরিমানা করেছে গুজরাটের আদালত। রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, একটি সিনেমার প্রজেক্টের জন্য রাজকুমার সন্তোষীকে ১ কোটি রুপি ঋণ দিয়েছিলেন শিল্পপতি অশোক লাল। সেই ঋণ পরিশোধের জন্য রাজকুমার সন্তোষী তাঁকে ১০ লাখ রুপির ১০টি চেক দেন। কিন্তু ওই চেক ভাঙাতে গিয়ে দেখেন সন্তোষীর ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ নেই।

এরপরই রাজকুমার সন্তোষীর সঙ্গে দেখা করা ও যোগাযোগ করার চেষ্টা করেন অশোক লাল। কিন্তু কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপরই তিনি পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানিতেই গুজরাটের নিম্ন আদালত পরিচালককে এই সাজা দিয়েছে।

রাজকুমার সন্তোষী। ছবি: সংগৃহীততিনবার জাতীয় পুরস্কার এবং ছয়বার ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত পরিচালক রাজকুমার সন্তোষী। আমির খানের প্রযোজনায় নির্মিত হচ্ছে তাঁর পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭ ’, এতে আবারও সানি দেওলের সঙ্গে পর্দা ভাগ করবেন প্রীতি জিনতা। গত ১১ই ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

‘ঘায়েল’, ‘দামিনী’, এবং ‘ঘটক’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সানি দেওল ও রাজ কুমার সন্তোষী। তবে শুটিং শুরুর সাথে সাথেই জোর ধাক্কা খেল ‘লাহোর ১৯৪৭ টিম’। পরিচালকের সাজা কার্যকর হলে লাহোর ১৯৪৭-এর ভবিষ্যৎ কী? সন্দিহান অনেকেই।

প্রসঙ্গত, সন্তোষীর কালজয়ী সিনেমা ‘আন্দাজ আপনা আপনা’র নায়ক ছিলেন আমির। এ ছাড়া রণবীর-ক্যাটরিনার ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’র নির্মাতা তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত