বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অফিসের তালা ভেঙে চোরেরা টাকাভর্তি সিন্দুক নিয়ে গেছে। সঙ্গে চুরি হয়েছে সিনেমার নেগেটিভ। গত বুধবার (১৯ জুন) রাতে অভিনেতার অফিসে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানালেন অভিনেতা নিজেই।
এক্স হ্যান্ডেলে অনুপম খের লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে চুরি হয়েছে। দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের কোম্পানির নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপমের অফিসের দরজার তালা ও লক—সবই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুই চোরকে সিন্দুকসহ অন্যান্য চুরির মালামাল নিয়ে অটোতে উঠতে দেখা গেছে।
উল্লেখ্য, অনুপম খেরকে কঙ্গনা রনৌত অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘তন্বী দ্য গ্রেট’র হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন অভিনেতা।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের অফিসে চুরির ঘটনা ঘটেছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অফিসের তালা ভেঙে চোরেরা টাকাভর্তি সিন্দুক নিয়ে গেছে। সঙ্গে চুরি হয়েছে সিনেমার নেগেটিভ। গত বুধবার (১৯ জুন) রাতে অভিনেতার অফিসে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি জানালেন অভিনেতা নিজেই।
এক্স হ্যান্ডেলে অনুপম খের লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে চুরি হয়েছে। দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের কোম্পানির নির্মিত একটা সিনেমার নেগেটিভও নিয়ে গেছে। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’
ভিডিওতে দেখা যাচ্ছে, অনুপমের অফিসের দরজার তালা ও লক—সবই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুই চোরকে সিন্দুকসহ অন্যান্য চুরির মালামাল নিয়ে অটোতে উঠতে দেখা গেছে।
উল্লেখ্য, অনুপম খেরকে কঙ্গনা রনৌত অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে। এ ছাড়া ‘তন্বী দ্য গ্রেট’র হাত ধরে আবারও পরিচালনায় ফিরছেন অভিনেতা।
২০০২ সালে ‘ওম জয় জগদীশ’ নামে একটি ফিচার ফিল্ম নির্মাণ করেছিলেন অনুপম খের। যাতে অভিনয় করেছিলেন ওয়াহিদা রহমান, অনিল কাপুর, অভিষেক বচ্চন, ফারদিন খান, উর্মিলা মাতন্ডকর, মহিমা চৌধুরী এবং তারা শর্মা। পরে ২০১২ সালে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও বানিয়েছিলেন তিনি। এরপর আর তাঁকে পরিচালনায় দেখা যায়নি।
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৪ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৪ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৪ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৪ ঘণ্টা আগে