গতকাল শনিবার রাতে কারিনা কাপুরের এক ভিডিও রীতিমতো ভাইরাল। ভিডিওটিতে দেখা গেছে রাস্তায় এক গরিব বৃদ্ধার কাতর আর্জি কারিনার দিকে, ‘একবার ছুঁতে দাও’। বৃদ্ধার বারবার অনুরোধের বিনিময়ে শুধু হাত নাড়েন অভিনেত্রী। এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনাকে শুনতে হচ্ছে ভক্তদের সমালোচনা।
কারিনা কাপুরকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। নেটিজেনদের বড় একটা অংশ বরাবরই মনে করেন কাপুর পরিবারের কন্যা ও নবাব পরিবারের বউমা হওয়াতে তিনি বেশ ‘অহংকারী’।
ভিডিওর ঘটনাটি শনিবার রাতের, মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় কারিনা আর সাইফ আলী খানকে। গাড়ি থেকে নেমেই সাইফ আগে ঢোকেন রেস্টুরেন্টটিতে। কারিনা গাড়ি থেকে নামতেই এগিয়ে আসেন এক বৃদ্ধা। তাঁর মুখে শুধু একটাই কথা ‘একবার ছুঁতে দাও’। তবে কারিনা কোনরকমে সেই মহিলার স্পর্শ বাঁচিয়ে ঢুকে যান রেস্টুরেন্টের ভিতরে। সেই সময় তাদের সঙ্গে কোনও বাউন্সার দেখা যায়নি। তাঁকে সেই রেস্টুরেন্টের দুই কর্মীকে নিরাপত্তা দিতে দেখা যায় তখন। সেই সময় করিনাকে নিরাপত্তা দিতে গিয়ে ধাক্কাও লাগে ওই বৃদ্ধার গায়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পরেছেন কারিনা।
ভিডিও মন্তব্যে একজন লিখেছেন, ‘একটু হাত মেলাতে কী হত। ভিতরে গিয়ে না হয় হাত ধুয়ে নিতেন।’ আরেকজন লিখলেন, ‘বেবো ইজ বেবো। কোনো দিন বদলাবে না। অহংকার এদের রক্তে। বারবার ভুলে যায় মানুষই আজ এদের ওই জায়গায় পৌঁছে দিয়েছে।’ তৃতীয়জন লিখলেন, ‘কদিন আগেই দেখলাম শাহরুখ খান একজনকে ধাক্কা দিয়েছেন। আজ দেখলাম কারিনা এমন করলেন। কী আশ্চর্য। এরাই সিনেমা বেরোনোর আগে হাত জোর করে জনগণকে বলেন সিনেমা দেখতে।’
করিনাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে আমিরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি।
গতকাল শনিবার রাতে কারিনা কাপুরের এক ভিডিও রীতিমতো ভাইরাল। ভিডিওটিতে দেখা গেছে রাস্তায় এক গরিব বৃদ্ধার কাতর আর্জি কারিনার দিকে, ‘একবার ছুঁতে দাও’। বৃদ্ধার বারবার অনুরোধের বিনিময়ে শুধু হাত নাড়েন অভিনেত্রী। এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারিনাকে শুনতে হচ্ছে ভক্তদের সমালোচনা।
কারিনা কাপুরকে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। নেটিজেনদের বড় একটা অংশ বরাবরই মনে করেন কাপুর পরিবারের কন্যা ও নবাব পরিবারের বউমা হওয়াতে তিনি বেশ ‘অহংকারী’।
ভিডিওর ঘটনাটি শনিবার রাতের, মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায় কারিনা আর সাইফ আলী খানকে। গাড়ি থেকে নেমেই সাইফ আগে ঢোকেন রেস্টুরেন্টটিতে। কারিনা গাড়ি থেকে নামতেই এগিয়ে আসেন এক বৃদ্ধা। তাঁর মুখে শুধু একটাই কথা ‘একবার ছুঁতে দাও’। তবে কারিনা কোনরকমে সেই মহিলার স্পর্শ বাঁচিয়ে ঢুকে যান রেস্টুরেন্টের ভিতরে। সেই সময় তাদের সঙ্গে কোনও বাউন্সার দেখা যায়নি। তাঁকে সেই রেস্টুরেন্টের দুই কর্মীকে নিরাপত্তা দিতে দেখা যায় তখন। সেই সময় করিনাকে নিরাপত্তা দিতে গিয়ে ধাক্কাও লাগে ওই বৃদ্ধার গায়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পরেছেন কারিনা।
ভিডিও মন্তব্যে একজন লিখেছেন, ‘একটু হাত মেলাতে কী হত। ভিতরে গিয়ে না হয় হাত ধুয়ে নিতেন।’ আরেকজন লিখলেন, ‘বেবো ইজ বেবো। কোনো দিন বদলাবে না। অহংকার এদের রক্তে। বারবার ভুলে যায় মানুষই আজ এদের ওই জায়গায় পৌঁছে দিয়েছে।’ তৃতীয়জন লিখলেন, ‘কদিন আগেই দেখলাম শাহরুখ খান একজনকে ধাক্কা দিয়েছেন। আজ দেখলাম কারিনা এমন করলেন। কী আশ্চর্য। এরাই সিনেমা বেরোনোর আগে হাত জোর করে জনগণকে বলেন সিনেমা দেখতে।’
করিনাকে সর্বশেষ পর্দায় দেখা গেছে আমিরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
৪ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৮ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৯ ঘণ্টা আগে