বিনোদন ডেস্ক
সর্বকালের সেরা মার্শাল আর্ট তারকাদের মধ্য অন্যতম ব্রুস লি। মৃত্যুর পাঁচ দশক পরও ব্রুস লি’কে নিয়ে ভক্তদের আগ্রহ একটুও কমেনি। এবার জনপ্রিয় এই মার্শাল আর্ট তারকা ও অভিনেতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী নির্মাতা অ্যাং লি।
‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘লাইফ অব পাই’ খ্যাত নির্মাতা অ্যাং লি জানান, তাঁর অনেক দিনের পরিকল্পনা ব্রুস লির বায়োপিক নির্মাণ। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। ব্রুস লির বায়োপিকে প্রয়াত এই তারকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিচালক অ্যাং লির সন্তান অভিনেতা ম্যাসন লিকে।
ছবিটি নিয়ে পরিচালক অ্যাং লি বলেন, ‘আমি আমার সিনেমায় এমন একজন মেধাবী ও অনন্য মানুষের গল্প বলতে যাচ্ছি, যিনি অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অসম্ভব স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন।’
সত্তর দশকের শুরুর দিকে ব্রুস লির অভিনয়ের জগতে পথচলার সূচনা। এর মাত্র দুই বছরের মধ্যে অসাধারণ কলাকৌশল আর অভিনয় দক্ষতায় বিশ্বের স্বনামধন্য তারকাদের সারিতে নিজের নামটি অন্তর্ভুক্ত করতে সক্ষম হন ব্রুস লি। তিনিই এশিয়ার প্রথম অ্যাকশন হিরো, যিনি পারিশ্রমিক পেতেন মিলিয়ন ডলারেরও বেশি।
মার্শাল আর্টে দক্ষতা বাড়ানোর সঙ্গে সঙ্গে কুংফুতে নিজস্ব কিছু স্টাইল আনেন লি। সেই কৌশলের তিনি নাম দেন ‘জিত কুনে দো’ অর্থাৎ ঘুষির সাহায্যে শত্রুকে পরাজিত করা। ব্রুসের এই নতুন কৌশল ব্যাপক জনপ্রিয়তা পায়। হলিউডের তারকা অভিনেতা স্টিভ ম্যাককুইন এবং জেমস কোবার্ন ছিলেন তাঁর ছাত্র। এক ঘণ্টা ফাইট শেখানোর পারিশ্রমিক হিসেবে তিনি নিতেন ২৫০ ডলার।
‘দ্য বিগ বস’-এর মুক্তির পর ব্রুস লি’র ‘দ্য চাইনিজ কানেকশান’ মুক্তি পায় ১৯৭২ সালে এবং ‘রিটার্ন অফ দ্য ড্রাগন’ ১৯৭৩ সালে। এসব ছবি বক্স অফিসে এতটাই হিট হয় যে ব্রুস লি’র জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে। লি সে সময় শুধু অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন না, তিনি চিত্রনাট্য লেখা শিখেছিলেন এবং ছবি পরিচালনাও করছিলেন।
সর্বকালের সেরা মার্শাল আর্ট তারকাদের মধ্য অন্যতম ব্রুস লি। মৃত্যুর পাঁচ দশক পরও ব্রুস লি’কে নিয়ে ভক্তদের আগ্রহ একটুও কমেনি। এবার জনপ্রিয় এই মার্শাল আর্ট তারকা ও অভিনেতাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী নির্মাতা অ্যাং লি।
‘ব্রোকব্যাক মাউন্টেন’, ‘লাইফ অব পাই’ খ্যাত নির্মাতা অ্যাং লি জানান, তাঁর অনেক দিনের পরিকল্পনা ব্রুস লির বায়োপিক নির্মাণ। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। ব্রুস লির বায়োপিকে প্রয়াত এই তারকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরিচালক অ্যাং লির সন্তান অভিনেতা ম্যাসন লিকে।
ছবিটি নিয়ে পরিচালক অ্যাং লি বলেন, ‘আমি আমার সিনেমায় এমন একজন মেধাবী ও অনন্য মানুষের গল্প বলতে যাচ্ছি, যিনি অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অসম্ভব স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিলেন।’
সত্তর দশকের শুরুর দিকে ব্রুস লির অভিনয়ের জগতে পথচলার সূচনা। এর মাত্র দুই বছরের মধ্যে অসাধারণ কলাকৌশল আর অভিনয় দক্ষতায় বিশ্বের স্বনামধন্য তারকাদের সারিতে নিজের নামটি অন্তর্ভুক্ত করতে সক্ষম হন ব্রুস লি। তিনিই এশিয়ার প্রথম অ্যাকশন হিরো, যিনি পারিশ্রমিক পেতেন মিলিয়ন ডলারেরও বেশি।
মার্শাল আর্টে দক্ষতা বাড়ানোর সঙ্গে সঙ্গে কুংফুতে নিজস্ব কিছু স্টাইল আনেন লি। সেই কৌশলের তিনি নাম দেন ‘জিত কুনে দো’ অর্থাৎ ঘুষির সাহায্যে শত্রুকে পরাজিত করা। ব্রুসের এই নতুন কৌশল ব্যাপক জনপ্রিয়তা পায়। হলিউডের তারকা অভিনেতা স্টিভ ম্যাককুইন এবং জেমস কোবার্ন ছিলেন তাঁর ছাত্র। এক ঘণ্টা ফাইট শেখানোর পারিশ্রমিক হিসেবে তিনি নিতেন ২৫০ ডলার।
‘দ্য বিগ বস’-এর মুক্তির পর ব্রুস লি’র ‘দ্য চাইনিজ কানেকশান’ মুক্তি পায় ১৯৭২ সালে এবং ‘রিটার্ন অফ দ্য ড্রাগন’ ১৯৭৩ সালে। এসব ছবি বক্স অফিসে এতটাই হিট হয় যে ব্রুস লি’র জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকে। লি সে সময় শুধু অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন না, তিনি চিত্রনাট্য লেখা শিখেছিলেন এবং ছবি পরিচালনাও করছিলেন।
গত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
৫ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
৫ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৬ ঘণ্টা আগে