মুম্বাইয়ে বেশ দামি এক ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে হবে তাঁর নতুন ঠিকানা। বিলাসবহুল এই আবাসনে থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও।
রণবীরের সঙ্গে এই ফ্ল্যাটটি কিনেছেন তাঁর বাবা জগজিৎ সুন্দরসিং ভবনানী। ওহ ফাইভ ওহ মিডিয়া এলএলপি নামে একটি প্রতিষ্ঠান আছে বাবা-ছেলের। ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তাঁরা। এই সম্পত্তির বিক্রেতা এনর্ম নাগপাল এস্টেট। সেটি কেনার সময় রণবীরের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন তাঁর বাবা।
ব্যান্ডস্ট্যান্ডের বিজে রোড রণবীরের নতুন ঠিকানা। এই ফ্ল্যাটে বসেই উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। রণবীরের প্রতিবেশী হবেন শাহরুখ খান। নতুন এই ঠিকানার দাম ১১৯ কোটি রুপির বেশি।
এই সম্পত্তির কার্পেট এলাকা ১১, ২৬৬ বর্গফুট। আলাদা করে টেরেস রয়েছে ১৩০০ বর্গফুটজুড়ে। এটি কিনতে মোট ১১৮. ৯৪ কোটি রুপি দিতে হয় রণবীর এবং তাঁর বাবাকে। স্ট্যাম্প ডিউটির জন্য খরচ পড়েছে ৭.১৩ কোটি রুপি।
বক্স অফিসে ভালো করেনি রণবীরের শেষ দুই সিনেমা। কিন্তু তাতে কী! আকাশচুম্বী দামে এই ফ্ল্যাট কিনে আরও একবার শিরোনামে তিনি। স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে এখানেই থাকবেন তিনি? এ বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি।
মুম্বাইয়ে বেশ দামি এক ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। বান্দ্রায় সাগর রেশম হাউজিং সোসাইটির ১৬, ১৭, ১৮ এবং ১৯ তলা জুড়ে হবে তাঁর নতুন ঠিকানা। বিলাসবহুল এই আবাসনে থাকবে ১৯টি গাড়ি পার্ক করার জায়গাও।
রণবীরের সঙ্গে এই ফ্ল্যাটটি কিনেছেন তাঁর বাবা জগজিৎ সুন্দরসিং ভবনানী। ওহ ফাইভ ওহ মিডিয়া এলএলপি নামে একটি প্রতিষ্ঠান আছে বাবা-ছেলের। ৮ জুলাই এই ফ্ল্যাটটি কেনার জন্য চুক্তিপত্রে সই করেন তাঁরা। এই সম্পত্তির বিক্রেতা এনর্ম নাগপাল এস্টেট। সেটি কেনার সময় রণবীরের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন তাঁর বাবা।
ব্যান্ডস্ট্যান্ডের বিজে রোড রণবীরের নতুন ঠিকানা। এই ফ্ল্যাটে বসেই উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। রণবীরের প্রতিবেশী হবেন শাহরুখ খান। নতুন এই ঠিকানার দাম ১১৯ কোটি রুপির বেশি।
এই সম্পত্তির কার্পেট এলাকা ১১, ২৬৬ বর্গফুট। আলাদা করে টেরেস রয়েছে ১৩০০ বর্গফুটজুড়ে। এটি কিনতে মোট ১১৮. ৯৪ কোটি রুপি দিতে হয় রণবীর এবং তাঁর বাবাকে। স্ট্যাম্প ডিউটির জন্য খরচ পড়েছে ৭.১৩ কোটি রুপি।
বক্স অফিসে ভালো করেনি রণবীরের শেষ দুই সিনেমা। কিন্তু তাতে কী! আকাশচুম্বী দামে এই ফ্ল্যাট কিনে আরও একবার শিরোনামে তিনি। স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে এখানেই থাকবেন তিনি? এ বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৬ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৮ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে