বিচ্ছেদের পর কাজে মন দিয়েছেন নাগা চৈতন্য। ভারতের দক্ষিণে-পশ্চিমে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘থ্যাঙ্ক ইউ’। ভালো ব্যবসাও করেছে। এখন ব্যস্ত বলিউডে। ‘লাল সিং চাড্ডা’র প্রচার চলছে জোরকদমে। এই ছবিতে নাগাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এর মাঝেই সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে দেখা করলেন নাগা। পরিচালকের অফিস থেকে নাগাকে বের হতে দেখা যায়। পরিচালকের পরের ছবিতে নাগাকে দেখা যাবে বলে গুঞ্জন, কেউ আবার মনে করছেন, সঞ্জয়ের নতুন ‘দেবদাস’ হচ্ছেন অভিনেতা।
এর আগে পরিচালকের দেবদাস ছিলেন বলিউডের ‘কিং খান’। পার্বতীর চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
১৯৫৩ সালে তেলুগু ভাষায় চৈতন্যর দাদা আক্কিনেনি নাগেশ্বর রাও অভিনীত ‘দেবাদাসু’ ব্যাপক সাড়া ফেলেছিল দক্ষিণে। এবার কি নাতির পালা? অনেকে বলেছেন, নাগাকে নিয়ে বানশালী সেই সিনেমার রিমেক করবেন।
কিছু দিনের মধ্যেই চৈতন্য নতুন এক প্যান ইন্ডিয়ান সিনেমার কাজ শুরু করবেন। এর আগে একাধিক বলিউডের ছবিতে অভিনয় করার অফার পেয়েও ফিরিয়েছিলেন নাগা। এর কারণও অবশ্য জানিয়েছেন নাগা চৈতন্য। কারণ হল ভাষা। নাগা বড় হয়েছেন চেন্নাইয়ে। পরবর্তী সময় হায়দরাবাদে থাকতে শুরু করেন। তাঁর ভাষায় দক্ষিণ ভারতীয় টান রয়েছে। যে কারণে হিন্দি তিনি বলতে পারেন না সেই অর্থে। বর্তমানে বেশ কিছু সিনেমা বলিউড ও দক্ষিণ ভারত মিলে তৈরি হয়েছে। দক্ষিণের তারকারা এখন চুটিয়ে কাজ করছেন বলিউডে। ফলে হিন্দি জানাটাও বাঞ্ছনীয় বলে মনে করছেন তারকারা। আর নাগাও নাকি ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করে বেশ ভালো হিন্দি শিখে ফেলেছেন।
বিচ্ছেদের পর কাজে মন দিয়েছেন নাগা চৈতন্য। ভারতের দক্ষিণে-পশ্চিমে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তেলুগু ছবি ‘থ্যাঙ্ক ইউ’। ভালো ব্যবসাও করেছে। এখন ব্যস্ত বলিউডে। ‘লাল সিং চাড্ডা’র প্রচার চলছে জোরকদমে। এই ছবিতে নাগাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এর মাঝেই সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে দেখা করলেন নাগা। পরিচালকের অফিস থেকে নাগাকে বের হতে দেখা যায়। পরিচালকের পরের ছবিতে নাগাকে দেখা যাবে বলে গুঞ্জন, কেউ আবার মনে করছেন, সঞ্জয়ের নতুন ‘দেবদাস’ হচ্ছেন অভিনেতা।
এর আগে পরিচালকের দেবদাস ছিলেন বলিউডের ‘কিং খান’। পার্বতীর চরিত্রে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।
১৯৫৩ সালে তেলুগু ভাষায় চৈতন্যর দাদা আক্কিনেনি নাগেশ্বর রাও অভিনীত ‘দেবাদাসু’ ব্যাপক সাড়া ফেলেছিল দক্ষিণে। এবার কি নাতির পালা? অনেকে বলেছেন, নাগাকে নিয়ে বানশালী সেই সিনেমার রিমেক করবেন।
কিছু দিনের মধ্যেই চৈতন্য নতুন এক প্যান ইন্ডিয়ান সিনেমার কাজ শুরু করবেন। এর আগে একাধিক বলিউডের ছবিতে অভিনয় করার অফার পেয়েও ফিরিয়েছিলেন নাগা। এর কারণও অবশ্য জানিয়েছেন নাগা চৈতন্য। কারণ হল ভাষা। নাগা বড় হয়েছেন চেন্নাইয়ে। পরবর্তী সময় হায়দরাবাদে থাকতে শুরু করেন। তাঁর ভাষায় দক্ষিণ ভারতীয় টান রয়েছে। যে কারণে হিন্দি তিনি বলতে পারেন না সেই অর্থে। বর্তমানে বেশ কিছু সিনেমা বলিউড ও দক্ষিণ ভারত মিলে তৈরি হয়েছে। দক্ষিণের তারকারা এখন চুটিয়ে কাজ করছেন বলিউডে। ফলে হিন্দি জানাটাও বাঞ্ছনীয় বলে মনে করছেন তারকারা। আর নাগাও নাকি ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করে বেশ ভালো হিন্দি শিখে ফেলেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। সেখান থেকে গত বুধবার সোশ্যাল মিডিয়ায় সংগীত ইন্ডাস্ট্রি নিয়ে নিজের আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি। জানালেন, এখন গান গাওয়া অনেক সহজ, কোনো সাধনার প্রয়োজন হয় না। চাইলেই হওয়া যায় সংগীতশিল্পী। আরও জানালেন গান এখন হয়ে গেছে দেখার...
১০ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগেদর্শক চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
১ দিন আগেদুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথমদিকে সিনেপ্লেক্সে কমসংখ্যক শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে জংলির সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহ আরও বাড়ছে শোয়ের সংখ্যা।
১ দিন আগে