‘প্রিয়াংকার বোন হয়ে ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সুবিধা পাইনি। আমাকে স্ট্রাগল করতে হয়েছে’, বলেছেন মীরা চোপড়া। তাঁর বোন বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কিন্তু অভিনয় ক্যারিয়ারে তাঁর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ চাচাতো বোন মীরার। ২০০৫ সালে তামিল সিনেমা ‘আনবে আরুএইরু’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। পরের বছর ‘বাঙ্গারাম’ দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় মীরার।
কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা। ছিলেন ‘১৯২০ লন্ডন’ সিনেমাতেও। সম্প্রতি জুম টিভির এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, বলিউডে তিনি প্রিয়াংকার কোনো ধরনের সাহায্য ছাড়াই এগিয়েছেন।
ওই সাক্ষাৎকারে মীরা অভিযোগ করেন, প্রিয়াংকার বোন হওয়ায় তিনি নাকি বলিউডে কোনো কাজই পাচ্ছিলেন না! যখনই কোনো নির্মাতা বা প্রযোজকের সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা হতো, প্রিয়াঙ্কার বোন হওয়ায় কেউই তাঁকে সিনেমায় নিতে চাইতেন না। মীরার দাবি, ইন্ডাস্ট্রিতে তিনি নিজের চেষ্টাতেই এসেছিলেন।
এ পর্যন্ত প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া। তবে এর মধ্যে হিন্দি সিনেমার সংখ্যা হাতেগোনা। বেশিরভাগই তামিল ও তেলুগু। আছে একটি কন্নড় সিনেমাও।
৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে ওর বোন হওয়ায় অতিরিক্ত কোনো সুবিধা পাইনি। এমনকি লোকে আমাকে সিরিয়াসলিও নিত না। যেহেতু আমার পরিবারে অনেকেই সিনেমার সঙ্গে যুক্ত ছিল, তাই লোকে আমাকে হেলাফেলাও ভাবত না। শুধু এই সুবিধাটাই আমি পেয়েছিলাম। এছাড়া অন্যদের মতো আমাকেও স্ট্রাগল করতে হয়েছে।’
বলিউডে ‘সেকশন ৩৭৫’ সিনেমায় শেষবার মীরাকে দেখা গিয়েছিল। ২০১৯ সালে। এতে তাঁর সহশিল্পী ছিলেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা। অর্জুন রামপালের সঙ্গে ‘নাস্তিক’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন মীরা। এ বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া ‘কামাথিপুরা’ (দ্য ট্যাটু মার্ডার্স) নামে ডিজনির একটি ওয়েব সিরিজেও দেখা যাবে মীরা চোপড়াকে।
‘প্রিয়াংকার বোন হয়ে ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সুবিধা পাইনি। আমাকে স্ট্রাগল করতে হয়েছে’, বলেছেন মীরা চোপড়া। তাঁর বোন বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। কিন্তু অভিনয় ক্যারিয়ারে তাঁর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ চাচাতো বোন মীরার। ২০০৫ সালে তামিল সিনেমা ‘আনবে আরুএইরু’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। পরের বছর ‘বাঙ্গারাম’ দিয়ে তেলুগু ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় মীরার।
কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন মীরা। ছিলেন ‘১৯২০ লন্ডন’ সিনেমাতেও। সম্প্রতি জুম টিভির এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন, বলিউডে তিনি প্রিয়াংকার কোনো ধরনের সাহায্য ছাড়াই এগিয়েছেন।
ওই সাক্ষাৎকারে মীরা অভিযোগ করেন, প্রিয়াংকার বোন হওয়ায় তিনি নাকি বলিউডে কোনো কাজই পাচ্ছিলেন না! যখনই কোনো নির্মাতা বা প্রযোজকের সঙ্গে অভিনয়ের ব্যাপারে কথা হতো, প্রিয়াঙ্কার বোন হওয়ায় কেউই তাঁকে সিনেমায় নিতে চাইতেন না। মীরার দাবি, ইন্ডাস্ট্রিতে তিনি নিজের চেষ্টাতেই এসেছিলেন।
এ পর্যন্ত প্রায় ২০টি সিনেমায় অভিনয় করেছেন মীরা চোপড়া। তবে এর মধ্যে হিন্দি সিনেমার সংখ্যা হাতেগোনা। বেশিরভাগই তামিল ও তেলুগু। আছে একটি কন্নড় সিনেমাও।
৩৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে ওর বোন হওয়ায় অতিরিক্ত কোনো সুবিধা পাইনি। এমনকি লোকে আমাকে সিরিয়াসলিও নিত না। যেহেতু আমার পরিবারে অনেকেই সিনেমার সঙ্গে যুক্ত ছিল, তাই লোকে আমাকে হেলাফেলাও ভাবত না। শুধু এই সুবিধাটাই আমি পেয়েছিলাম। এছাড়া অন্যদের মতো আমাকেও স্ট্রাগল করতে হয়েছে।’
বলিউডে ‘সেকশন ৩৭৫’ সিনেমায় শেষবার মীরাকে দেখা গিয়েছিল। ২০১৯ সালে। এতে তাঁর সহশিল্পী ছিলেন অক্ষয় খান্না ও রিচা চাড্ডা। অর্জুন রামপালের সঙ্গে ‘নাস্তিক’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করেছেন মীরা। এ বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। এছাড়া ‘কামাথিপুরা’ (দ্য ট্যাটু মার্ডার্স) নামে ডিজনির একটি ওয়েব সিরিজেও দেখা যাবে মীরা চোপড়াকে।
১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা।
৬ ঘণ্টা আগেনাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্দেশক আবুল হায়াত। ভালো গল্প ও চরিত্র পেলে কাজ করতে চান তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন আগের মতো টানা কাজ করার আগ্রহ পাই না। বয়স বেড়েছে; শরীরটাকে বিশ্রাম দেওয়া দরকার।
৬ ঘণ্টা আগেশুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। সমাজের নীতিমান ও নীতিহীন মানুষের গল্পে ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। আগামী ৭ আগস্ট থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার করা হবে ধারাবাহিকটি। প্রচারিত হবে সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায়।
৬ ঘণ্টা আগেএক যুগের বেশি সময় ধরে বলিউডে কাজ করছেন আলিয়া ভাট। শুরুটা হয়েছিল ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমা দিয়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রাজি’র মতো সিনেমা।
৬ ঘণ্টা আগে