সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করেছেন কিয়ারা আদভানি। এ উপলক্ষে ভক্তদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সঙ্গে মজা করেন কিয়ারা।
‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মঞ্চে বেসুরে গান গেয়ে সমালোচিত হয়েছিলেন কিয়ারা। গেট টুগেদার অনুষ্ঠানে সেই এক গানের ভিডিও চালানো হয়। গান বেজে ওঠার পর ভক্তদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে মজা করে কিয়ারা বলেন, ‘এত খারাপ গেয়েছিলাম যে তারপর আর গান গাওয়ার সাহস পাইনি। আর কোনো দিন গান গাইব না।’
তাঁর এমন বক্তব্যের পর এক ভক্ত বলেন, ‘খারাপ না, বেশ ভালোই লেগেছিল গানটা।’ এর জবাবে কিয়ারা বলেন, ‘ধন্যবাদ। আপনারা সত্যিকারের ফ্যান। কিন্তু গানটা সেদিন আমি খারাপই গেয়েছিলাম।’
কিয়ারা আরও বলেন, ‘গান গাওয়ার পর ট্রল করতে শুরু করেন সবাই। তখন আমাকে সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, “তুমি সাহস করে গেয়েছ, এটাই অনেক। গ্র্যান্ড ফিনালেতে গাওয়ার সাহস কজনের থাকে?” আমার সুর চলে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম। কিন্তু খুব মন দিয়ে গাইছিলাম বলে থামিনি। তবে গানটা খুব খারাপ গেয়েছিলাম। মানতেই হবে।’
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ‘ফাগলি’। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার। দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। মুক্তির অপেক্ষায় আছে কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা দুটি।
সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করেছেন কিয়ারা আদভানি। এ উপলক্ষে ভক্তদের নিয়ে গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে নিজের পারফরম্যান্স নিয়ে ভক্তদের সঙ্গে মজা করেন কিয়ারা।
‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতার মঞ্চে বেসুরে গান গেয়ে সমালোচিত হয়েছিলেন কিয়ারা। গেট টুগেদার অনুষ্ঠানে সেই এক গানের ভিডিও চালানো হয়। গান বেজে ওঠার পর ভক্তদের সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে মজা করে কিয়ারা বলেন, ‘এত খারাপ গেয়েছিলাম যে তারপর আর গান গাওয়ার সাহস পাইনি। আর কোনো দিন গান গাইব না।’
তাঁর এমন বক্তব্যের পর এক ভক্ত বলেন, ‘খারাপ না, বেশ ভালোই লেগেছিল গানটা।’ এর জবাবে কিয়ারা বলেন, ‘ধন্যবাদ। আপনারা সত্যিকারের ফ্যান। কিন্তু গানটা সেদিন আমি খারাপই গেয়েছিলাম।’
কিয়ারা আরও বলেন, ‘গান গাওয়ার পর ট্রল করতে শুরু করেন সবাই। তখন আমাকে সিদ্ধার্থ মালহোত্রা বলেছিলেন, “তুমি সাহস করে গেয়েছ, এটাই অনেক। গ্র্যান্ড ফিনালেতে গাওয়ার সাহস কজনের থাকে?” আমার সুর চলে গিয়েছিল, বুঝতে পেরেছিলাম। কিন্তু খুব মন দিয়ে গাইছিলাম বলে থামিনি। তবে গানটা খুব খারাপ গেয়েছিলাম। মানতেই হবে।’
২০১৪ সালে ‘ফাগলি’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তাঁর। শুরুতেই হোঁচট খেয়েছিলেন। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ‘ফাগলি’। স্বাভাবিকভাবেই অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছিল কিয়ারার ক্যারিয়ার। দুই বছর বিরতি দিয়ে তিনি ফেরেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ নিয়ে। ক্রিকেটার এম এস ধোনির বায়োপিকে অভিনয় করে জানান দেন অভিনয়টা তিনি ভালোই পারেন। ২০১৮ সালে নেটফ্লিক্সে ‘লাস্ট স্টোরিজ’ মুক্তির পর বলিউডে তাঁর আসনটা পাকাপাকি হয়ে যায়। মুক্তির অপেক্ষায় আছে কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ সিনেমা দুটি।
বাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
৩ ঘণ্টা আগেবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শেকড়’। দুই গ্রামের বয়স্ক নারী-পুরুষের চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে সিনেমার গল্প। বৃদ্ধের চরিত্রে আছেন অভিনেতা লোকনাথ দে। লোকনাথের ছেলের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
৪ ঘণ্টা আগেসংগীত, চলচ্চিত্র এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড-এ বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, পূর্ণিমা ও কাজী জেসিন।
৬ ঘণ্টা আগে১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
১৯ ঘণ্টা আগে