অনেক প্রথম নিয়ে আসছে কৃতি শ্যাননের নতুন সিনেমা ‘দো পাত্তি’। এতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। এটি দিয়ে প্রযোজনাতেও নাম লিখেছেন কৃতি। টিভি সিরিয়ালের অভিনেতা সাহির শেখ আছেন তাঁর বিপরীতে, সাহিরের প্রথম সিনেমা হতে যাচ্ছে দো পাত্তি। আছেন কাজলও। প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে কাজলকে।
দো পাত্তি নেটফ্লিক্সে আসবে ২৫ অক্টোবর। যদিও এটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিনেমা, তবুও প্রচার-প্রচারণার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই নির্মাতারা। সিনেমার ট্রেলার ও গান বেশ সাড়া ফেলেছে। তবে প্রশংসার পিছু পিছু ধেয়ে এসেছে সমালোচনাও।
দো পাত্তির গান ‘আখিয়া দে কোল’কে ঘিরেই যত সমালোচনা। পাকিস্তানি শিল্পী রেশমার গাওয়া একই শিরোনামের গানে নতুন সংগীতায়োজন করে ব্যবহার করা হয়েছে দো পাত্তিতে। তবে জনপ্রিয় গানটির নতুন ভার্সন পছন্দ হয়নি পাকিস্তানি অভিনেতা ও প্রযোজক আদনান সিদ্দিকির। গানটির প্রতি সুবিচার করা হয়নি বলেই দাবি তাঁর।
এক্সে আদনান সিদ্দিকি লিখেছেন, ‘কোনো কোনো গানের নতুন ভার্সন অনেক সময় ভালো লাগে। কিন্তু যখন কোনো বিখ্যাত শিল্পীর ক্ল্যাসিক্যাল কোনো গানের এমন অবস্থা করা হয়, তখন তা সহ্য করা যায় না। দয়া করে রেশমাজি ও তাঁর গানের প্রতি শ্রদ্ধাশীল হন। তাঁর সৃষ্টির উপযুক্ত মর্যাদা দিতে শিখুন।’ আদনানের এ বক্তব্যের সঙ্গে সহমত জানিয়েছেন অনেকেই।
তবে শুধু গান নয়, সমালোচনা আছে এ গানে কৃতির পারফরম্যান্স নিয়েও। এ গানে লাল পোশাকে কৃতির নাচ প্রশংসিত হয়েছে। তবে অনেকে আবার তাঁর নাচের স্টেপের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়া রাইয়ের একটি গানের।
বলা হচ্ছে, ‘ধুম টু’ সিনেমায় ঐশ্বরিয়ার হিট ট্র্যাক ‘ক্রেজি কিয়া রে’ থেকে টুকে কৃতির এ গানের কোরিওগ্রাফি করা হয়েছে। নাচের মিল বোঝাতে দুই গানের উল্লেখযোগ্য অংশের ভিডিও পাশাপাশি জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নেটিজেনরা।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘গান কপি করা হলো পাকিস্তান থেকে, আর নাচ নেওয়া হলো ঐশ্বরিয়ার থেকে; তাহলে আপনি কী করলেন?’ আরেকজন তো আরেক ধাপ সরস, লিখেছেন, ‘ক্রেজি নয়, কপি কিয়া রে’। বেশিরভাগের মতামত, ঐশ্বরিয়াকে কপি করে কৃতি নিজেই নিজের ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলেছেন।
অনেক প্রথম নিয়ে আসছে কৃতি শ্যাননের নতুন সিনেমা ‘দো পাত্তি’। এতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। এটি দিয়ে প্রযোজনাতেও নাম লিখেছেন কৃতি। টিভি সিরিয়ালের অভিনেতা সাহির শেখ আছেন তাঁর বিপরীতে, সাহিরের প্রথম সিনেমা হতে যাচ্ছে দো পাত্তি। আছেন কাজলও। প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে কাজলকে।
দো পাত্তি নেটফ্লিক্সে আসবে ২৫ অক্টোবর। যদিও এটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিনেমা, তবুও প্রচার-প্রচারণার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই নির্মাতারা। সিনেমার ট্রেলার ও গান বেশ সাড়া ফেলেছে। তবে প্রশংসার পিছু পিছু ধেয়ে এসেছে সমালোচনাও।
দো পাত্তির গান ‘আখিয়া দে কোল’কে ঘিরেই যত সমালোচনা। পাকিস্তানি শিল্পী রেশমার গাওয়া একই শিরোনামের গানে নতুন সংগীতায়োজন করে ব্যবহার করা হয়েছে দো পাত্তিতে। তবে জনপ্রিয় গানটির নতুন ভার্সন পছন্দ হয়নি পাকিস্তানি অভিনেতা ও প্রযোজক আদনান সিদ্দিকির। গানটির প্রতি সুবিচার করা হয়নি বলেই দাবি তাঁর।
এক্সে আদনান সিদ্দিকি লিখেছেন, ‘কোনো কোনো গানের নতুন ভার্সন অনেক সময় ভালো লাগে। কিন্তু যখন কোনো বিখ্যাত শিল্পীর ক্ল্যাসিক্যাল কোনো গানের এমন অবস্থা করা হয়, তখন তা সহ্য করা যায় না। দয়া করে রেশমাজি ও তাঁর গানের প্রতি শ্রদ্ধাশীল হন। তাঁর সৃষ্টির উপযুক্ত মর্যাদা দিতে শিখুন।’ আদনানের এ বক্তব্যের সঙ্গে সহমত জানিয়েছেন অনেকেই।
তবে শুধু গান নয়, সমালোচনা আছে এ গানে কৃতির পারফরম্যান্স নিয়েও। এ গানে লাল পোশাকে কৃতির নাচ প্রশংসিত হয়েছে। তবে অনেকে আবার তাঁর নাচের স্টেপের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়া রাইয়ের একটি গানের।
বলা হচ্ছে, ‘ধুম টু’ সিনেমায় ঐশ্বরিয়ার হিট ট্র্যাক ‘ক্রেজি কিয়া রে’ থেকে টুকে কৃতির এ গানের কোরিওগ্রাফি করা হয়েছে। নাচের মিল বোঝাতে দুই গানের উল্লেখযোগ্য অংশের ভিডিও পাশাপাশি জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নেটিজেনরা।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘গান কপি করা হলো পাকিস্তান থেকে, আর নাচ নেওয়া হলো ঐশ্বরিয়ার থেকে; তাহলে আপনি কী করলেন?’ আরেকজন তো আরেক ধাপ সরস, লিখেছেন, ‘ক্রেজি নয়, কপি কিয়া রে’। বেশিরভাগের মতামত, ঐশ্বরিয়াকে কপি করে কৃতি নিজেই নিজের ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলেছেন।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে