অনেক প্রথম নিয়ে আসছে কৃতি শ্যাননের নতুন সিনেমা ‘দো পাত্তি’। এতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। এটি দিয়ে প্রযোজনাতেও নাম লিখেছেন কৃতি। টিভি সিরিয়ালের অভিনেতা সাহির শেখ আছেন তাঁর বিপরীতে, সাহিরের প্রথম সিনেমা হতে যাচ্ছে দো পাত্তি। আছেন কাজলও। প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে কাজলকে।
দো পাত্তি নেটফ্লিক্সে আসবে ২৫ অক্টোবর। যদিও এটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিনেমা, তবুও প্রচার-প্রচারণার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই নির্মাতারা। সিনেমার ট্রেলার ও গান বেশ সাড়া ফেলেছে। তবে প্রশংসার পিছু পিছু ধেয়ে এসেছে সমালোচনাও।
দো পাত্তির গান ‘আখিয়া দে কোল’কে ঘিরেই যত সমালোচনা। পাকিস্তানি শিল্পী রেশমার গাওয়া একই শিরোনামের গানে নতুন সংগীতায়োজন করে ব্যবহার করা হয়েছে দো পাত্তিতে। তবে জনপ্রিয় গানটির নতুন ভার্সন পছন্দ হয়নি পাকিস্তানি অভিনেতা ও প্রযোজক আদনান সিদ্দিকির। গানটির প্রতি সুবিচার করা হয়নি বলেই দাবি তাঁর।
এক্সে আদনান সিদ্দিকি লিখেছেন, ‘কোনো কোনো গানের নতুন ভার্সন অনেক সময় ভালো লাগে। কিন্তু যখন কোনো বিখ্যাত শিল্পীর ক্ল্যাসিক্যাল কোনো গানের এমন অবস্থা করা হয়, তখন তা সহ্য করা যায় না। দয়া করে রেশমাজি ও তাঁর গানের প্রতি শ্রদ্ধাশীল হন। তাঁর সৃষ্টির উপযুক্ত মর্যাদা দিতে শিখুন।’ আদনানের এ বক্তব্যের সঙ্গে সহমত জানিয়েছেন অনেকেই।
তবে শুধু গান নয়, সমালোচনা আছে এ গানে কৃতির পারফরম্যান্স নিয়েও। এ গানে লাল পোশাকে কৃতির নাচ প্রশংসিত হয়েছে। তবে অনেকে আবার তাঁর নাচের স্টেপের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়া রাইয়ের একটি গানের।
বলা হচ্ছে, ‘ধুম টু’ সিনেমায় ঐশ্বরিয়ার হিট ট্র্যাক ‘ক্রেজি কিয়া রে’ থেকে টুকে কৃতির এ গানের কোরিওগ্রাফি করা হয়েছে। নাচের মিল বোঝাতে দুই গানের উল্লেখযোগ্য অংশের ভিডিও পাশাপাশি জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নেটিজেনরা।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘গান কপি করা হলো পাকিস্তান থেকে, আর নাচ নেওয়া হলো ঐশ্বরিয়ার থেকে; তাহলে আপনি কী করলেন?’ আরেকজন তো আরেক ধাপ সরস, লিখেছেন, ‘ক্রেজি নয়, কপি কিয়া রে’। বেশিরভাগের মতামত, ঐশ্বরিয়াকে কপি করে কৃতি নিজেই নিজের ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলেছেন।
অনেক প্রথম নিয়ে আসছে কৃতি শ্যাননের নতুন সিনেমা ‘দো পাত্তি’। এতে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। এটি দিয়ে প্রযোজনাতেও নাম লিখেছেন কৃতি। টিভি সিরিয়ালের অভিনেতা সাহির শেখ আছেন তাঁর বিপরীতে, সাহিরের প্রথম সিনেমা হতে যাচ্ছে দো পাত্তি। আছেন কাজলও। প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে কাজলকে।
দো পাত্তি নেটফ্লিক্সে আসবে ২৫ অক্টোবর। যদিও এটি ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত সিনেমা, তবুও প্রচার-প্রচারণার দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই নির্মাতারা। সিনেমার ট্রেলার ও গান বেশ সাড়া ফেলেছে। তবে প্রশংসার পিছু পিছু ধেয়ে এসেছে সমালোচনাও।
দো পাত্তির গান ‘আখিয়া দে কোল’কে ঘিরেই যত সমালোচনা। পাকিস্তানি শিল্পী রেশমার গাওয়া একই শিরোনামের গানে নতুন সংগীতায়োজন করে ব্যবহার করা হয়েছে দো পাত্তিতে। তবে জনপ্রিয় গানটির নতুন ভার্সন পছন্দ হয়নি পাকিস্তানি অভিনেতা ও প্রযোজক আদনান সিদ্দিকির। গানটির প্রতি সুবিচার করা হয়নি বলেই দাবি তাঁর।
এক্সে আদনান সিদ্দিকি লিখেছেন, ‘কোনো কোনো গানের নতুন ভার্সন অনেক সময় ভালো লাগে। কিন্তু যখন কোনো বিখ্যাত শিল্পীর ক্ল্যাসিক্যাল কোনো গানের এমন অবস্থা করা হয়, তখন তা সহ্য করা যায় না। দয়া করে রেশমাজি ও তাঁর গানের প্রতি শ্রদ্ধাশীল হন। তাঁর সৃষ্টির উপযুক্ত মর্যাদা দিতে শিখুন।’ আদনানের এ বক্তব্যের সঙ্গে সহমত জানিয়েছেন অনেকেই।
তবে শুধু গান নয়, সমালোচনা আছে এ গানে কৃতির পারফরম্যান্স নিয়েও। এ গানে লাল পোশাকে কৃতির নাচ প্রশংসিত হয়েছে। তবে অনেকে আবার তাঁর নাচের স্টেপের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়া রাইয়ের একটি গানের।
বলা হচ্ছে, ‘ধুম টু’ সিনেমায় ঐশ্বরিয়ার হিট ট্র্যাক ‘ক্রেজি কিয়া রে’ থেকে টুকে কৃতির এ গানের কোরিওগ্রাফি করা হয়েছে। নাচের মিল বোঝাতে দুই গানের উল্লেখযোগ্য অংশের ভিডিও পাশাপাশি জুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নেটিজেনরা।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ‘গান কপি করা হলো পাকিস্তান থেকে, আর নাচ নেওয়া হলো ঐশ্বরিয়ার থেকে; তাহলে আপনি কী করলেন?’ আরেকজন তো আরেক ধাপ সরস, লিখেছেন, ‘ক্রেজি নয়, কপি কিয়া রে’। বেশিরভাগের মতামত, ঐশ্বরিয়াকে কপি করে কৃতি নিজেই নিজের ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলেছেন।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৭ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৭ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৯ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৯ ঘণ্টা আগে