Ajker Patrika

ফের কি ঘনিষ্ঠ হচ্ছেন টাইগার-দিশা

আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৮: ৩১
ফের কি ঘনিষ্ঠ হচ্ছেন টাইগার-দিশা

একটা সময় বলিউডের আলোচিত জুটি ছিল টাইগার-দিশা। অন স্ক্রিন থেকে অফ স্ক্রিন দুজনের রসায়ন বেশ ভালোভাবেই নিয়েছিল ভক্তরা। এই জুটিকে সবাই বলত, ‘মেড অব ইচ আদার।’ কিন্তু বছরখানেক আগে হঠাৎই দুজনের প্রেম ভাঙার খবর ছড়িয়ে পড়ে। তারপর থেকে আর পরস্পরকে দেখা যায়নি একসঙ্গে। কিন্তু হঠাৎ বদলে গেল সমীকরণ। দীর্ঘ এক বছর পর একসঙ্গে দিল্লি উড়ে গেলেন টাইগার-দিশা। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন দুজনে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুধু এক প্লেনে যাওয়াই নয়, অনুষ্ঠানে একসঙ্গেই হাজির হন তাঁরা। পাশে বসে পুরো অনুষ্ঠানে গল্পও সেরেছেন তাঁরা।

তবে অনুষ্ঠানে একসঙ্গে হাজির হলেও পাপারাজ্জিদের ক্যামেরা প্রেমে একসঙ্গে ধরা দেননি টাইগার-দিশা। টাইগারের ছবি তোলার পালা শেষ হলেই ক্যামেরার সামনে দাঁড়ান দিশা। বেগুনি রঙা ক্রপ টপ এবং সাদা প্য়ান্টে হাজির হয়েছিলেন দিশা। আর টাইগারের দেখা মিলল ব্ল্যাক টি-শার্ট আর ম্যাচিং প্যান্টে। অনুষ্ঠানে পাশাপাশি বসে গল্প করেন তাঁরা। এ ছাড়া ওই ইভেন্টে হাজির ছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ এবং তাঁর বোন কৃষ্ণা শ্রফও। সংবাদমাধ্যমে ফাঁস হওয়া ছবিতে টাইগারের পুরো পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে দিশাকে।

টাইগার-দিশার ফ্য়ান পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায় প্লেনের ভেতর মুখোমুখি বসে আছেন টাইগার-দিশা। এ ছাড়া ভিডিওতে আরও ধরা দিয়েছেন ড্যানি ডেনজংপা পুত্র রিংজিংও। দিশার হাতেই ছিল মোবাইল ক্যামেরা। হাসিমুখে শুরুতে রিংজিংকে ক্যামেরাবন্দী করেন এই অভিনেত্রী। এরপর টাইগারের দিকে ক্যামেরা তাক করতেই খানিক অপ্রস্তুত দেখায় জ্যাকিপুত্রকে। এই ভিডিও দেখেই অনুরাগীদের প্রশ্ন, ‘তবে কি আবারও একসঙ্গে টাইগার-দিশা?’ আবার কারুর মতে, ‘টাইগার তো দিশার দিকে সরাসরি তাকাচ্ছেও না।’ কেউ আবার লিখেছেন, ‘এত দিন পর ওদের একসঙ্গে দেখে ভালো লাগল।’

ডেটিংয়ে টাইগার-দিশা। ছবি: সংগৃহীতপ্রকাশ্যে কোনো দিন প্রেমের কথা স্বীকার করেননি এই জুটি, কিন্তু তাঁদের প্রেম ছিল ওপেন সিক্রেট। কখনো ডিনারে, আবার কখনো মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে টাইগার-দিশাকে। কিন্তু অজানা কারণেই গত বছরের মাঝামাঝি সম্পর্ক ভেঙে যায় দুজনের। এরপর একসঙ্গে ফ্রেমবন্দী না হলেও পরস্পরের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে উষ্ণ শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন তাঁরা। গত মাসেই দিশার জন্মদিনে টাইগার লেখেন, ‘সেরা সময় কাটুক। ডানা মেলে এভাবেই উড়তে থাকো, ভালো থেকো, হাসতে থেকো। শুভ জন্মদিন।’ জানা যায়, প্রেম ভাঙলেও এখনো বন্ধুত্ব টিকে রয়েছে টাইগার-দিশার।

একসঙ্গে ‘বাগি ২’ ও ‘বাগি ৩’ সিনেমায় কাজ করেছেন টাইগার-দিশা। দিশা পাটানিকে পরবর্তী সময় দেখা যাবে করণ জোহরের প্রযোজনায় অ্যাকশন থ্রিলার ফিল্ম ‘যোধা’য়। সিনেমাটিতে এই অভিনেত্রী সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্নার সঙ্গে পর্দা শেয়ার করবেন। চলতি বছরের সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর পাশাপাশি, দিশা পাটানিকে নাগ অশ্বিনের আলোচিত প্রকল্প ‘প্রজেক্ট কে’তেও দেখা যাবে।

এদিকে টাইগারকে দেখা যাবে অক্ষয় কুমারের সঙ্গে আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড় মিয়া ছোট মিয়া’ সিনেমায়। এ ছাড়া তাঁকে কৃতি শ্যাননের বিপরীতে বিকাশ বাহলের আসন্ন অ্যাকশন থ্রিলার ‘গণপথ পার্ট’ সিনেমায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত