Ajker Patrika

রণবীরের সঙ্গে বাচ্চা নেওয়ার পরিকল্পনায় যা বললেন দীপিকা 

বিনোদন ডেস্ক
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১৪: ৫৮
Thumbnail image

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের পর্দা ও পর্দার বাইরের রসায়ন নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। ছয় বছর চুটিয়ে প্রেমের পর গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। বলিউডের একের পর এক তারকারা বিয়ের পর সন্তান নেওয়ার সুখবর দিলেও, বিষয়টি নিয়ে দীপিকাকে বারবার বলতে শোনা গেছে, ‘যখন সময় হবে, তখন নিশ্চয়ই জানাব। এই খবর চেপে রাখা যায় না।’

যদিও তাতে জল্পনা থেমে থাকেনি। কারণ একাধিকবার তাঁর মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। একটা সময়ের পর অনেকেই মনে করেছিলেন যে তিনি হয়তো সন্তান নেবেন না। তবে না, এবার সন্তান নেওয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করে নিলেন দীপিকা, দিলেন সুখবর।

দীপিকা-রণবীর।ভোগ সিঙ্গাপুরকে দেওয়া সাক্ষাৎকারের দীপিকা জানিয়েছেন, তিনি ও রণবীর সিং সন্তান চান। তাঁরা পরিবার তৈরি করতে চান। দীপিকার কথায়, ‘আমার কাছে পরিবার খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আমাদের বাচ্চাদেরও একই রকম শিক্ষা দেওয়া উচিত।’ সাক্ষাৎকারের একপর্যায়ে দীপিকা পাড়ুকোনের কাছে প্রশ্ন রাখা হয়, মা হওয়ার কোনো পরিকল্পনা তিনি করছেন কি না? এ প্রশ্নের জবাবে হেসে দীপিকা বলেন, ‘অবশ্যই পরিকল্পনা রয়েছে। রণবীর ও আমি বাচ্চা খুব ভালোবাসি। ফলে আমরাও সেই সময়ের দিকে তাকিয়ে রয়েছি।’

দীপিকা-রণবীর।উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কেমোয় দীপিকা-রণবীরের রাজকীয় বিয়ে অনুষ্ঠিত হয়। ‘রামলীলা’ সিনেমার সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। বিয়ের পর ‘এইটিথ্রি’-তে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। এ বছর রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংহাম এগেইন’-এ দুজনকে আবার একসঙ্গে দেখা যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত