Ajker Patrika

অ্যানিমেলের মতো সিনেমা সুপারহিট হওয়াটা বিপজ্জনক: জাভেদ আখতার 

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১৩: ৪৭
অ্যানিমেলের মতো সিনেমা সুপারহিট হওয়াটা বিপজ্জনক: জাভেদ আখতার 

গত বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে চর্চার শেষ নেই। বেশ কিছু বিতর্কিত দৃশ্য নিয়ে দর্শকদের একাংশের ক্ষোভের মধ্যেও বক্স অফিস থেকে ৯০০ কোটি রুপির বেশি আয় করে ঝড় তুলেছে সিনেমাটি। এবার ‘অ্যানিমেল’-এর সাফল্যকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার।

সিনেমার নাম উল্লেখ না করে জাভেদ আখতার বলেন, ‘এ রকম কোনো সিনেমায় যেখানে মহিলাদের জুতা চাটতে বলা হয় কিংবা তাঁদের থাপ্পড় মারার বিষয়টাকে মহিমান্বিত করে দেখানো হয়, আর সেই সিনেমা যখন সুপারহিট হয়, এটা বিপজ্জনক ছাড়া আর কিছুই নয়।’ নাম না নিলেও জাভেদ আখতারের এই মন্তব্য যে ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুর এবং তৃপ্তি দিমরির এক দৃশ্যের উদ্দেশে বলা, তা আর বলার অপেক্ষা রাখে না।

অ্যানিমেল সিনেমার দৃশ্যে রণবীর কাপুর। ছবি: সংগৃহীতজাভেদ আখতার আরও বলেন, ‘আজকাল, আমি মনে করি নির্মাতাদের চেয়ে দর্শকদের দায়িত্ব বেশি। দর্শকদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন সিনেমা পছন্দ করবেন আর কোনটি করবে না। কী প্রত্যাখ্যান করবেন, তা সম্পূর্ণরূপে দর্শকদের ওপর নির্ভর করে। বল এখন দর্শকদের কোর্টে। আজও ভালো সিনেমা বানানোর মতো চলচ্চিত্র নির্মাতা আছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন। সিনেমার ভাগ্য নির্ভর করে আপনি কতক্ষণ তাঁদের পাশে থাকবেন।’

জাভেদ আখতার। ছবি: সংগৃহীতউল্লেখ্য, সম্প্রতি ঔরঙ্গাবাদে অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই আধুনিক সিনেমা এবং গান প্রসঙ্গে আলোচনা চলছিল। সেই পরিপ্রেক্ষিতেই নাম না করে অ্যানিমেল সিনেমার বিতর্কিত দৃশ্যের কথা উল্লেখ করেন বলিউডের এই প্রখ্যাত গীতিকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত