গত বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে চর্চার শেষ নেই। বেশ কিছু বিতর্কিত দৃশ্য নিয়ে দর্শকদের একাংশের ক্ষোভের মধ্যেও বক্স অফিস থেকে ৯০০ কোটি রুপির বেশি আয় করে ঝড় তুলেছে সিনেমাটি। এবার ‘অ্যানিমেল’-এর সাফল্যকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার।
সিনেমার নাম উল্লেখ না করে জাভেদ আখতার বলেন, ‘এ রকম কোনো সিনেমায় যেখানে মহিলাদের জুতা চাটতে বলা হয় কিংবা তাঁদের থাপ্পড় মারার বিষয়টাকে মহিমান্বিত করে দেখানো হয়, আর সেই সিনেমা যখন সুপারহিট হয়, এটা বিপজ্জনক ছাড়া আর কিছুই নয়।’ নাম না নিলেও জাভেদ আখতারের এই মন্তব্য যে ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুর এবং তৃপ্তি দিমরির এক দৃশ্যের উদ্দেশে বলা, তা আর বলার অপেক্ষা রাখে না।
জাভেদ আখতার আরও বলেন, ‘আজকাল, আমি মনে করি নির্মাতাদের চেয়ে দর্শকদের দায়িত্ব বেশি। দর্শকদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন সিনেমা পছন্দ করবেন আর কোনটি করবে না। কী প্রত্যাখ্যান করবেন, তা সম্পূর্ণরূপে দর্শকদের ওপর নির্ভর করে। বল এখন দর্শকদের কোর্টে। আজও ভালো সিনেমা বানানোর মতো চলচ্চিত্র নির্মাতা আছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন। সিনেমার ভাগ্য নির্ভর করে আপনি কতক্ষণ তাঁদের পাশে থাকবেন।’
উল্লেখ্য, সম্প্রতি ঔরঙ্গাবাদে অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই আধুনিক সিনেমা এবং গান প্রসঙ্গে আলোচনা চলছিল। সেই পরিপ্রেক্ষিতেই নাম না করে অ্যানিমেল সিনেমার বিতর্কিত দৃশ্যের কথা উল্লেখ করেন বলিউডের এই প্রখ্যাত গীতিকার।
গত বছরের ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে চর্চার শেষ নেই। বেশ কিছু বিতর্কিত দৃশ্য নিয়ে দর্শকদের একাংশের ক্ষোভের মধ্যেও বক্স অফিস থেকে ৯০০ কোটি রুপির বেশি আয় করে ঝড় তুলেছে সিনেমাটি। এবার ‘অ্যানিমেল’-এর সাফল্যকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার।
সিনেমার নাম উল্লেখ না করে জাভেদ আখতার বলেন, ‘এ রকম কোনো সিনেমায় যেখানে মহিলাদের জুতা চাটতে বলা হয় কিংবা তাঁদের থাপ্পড় মারার বিষয়টাকে মহিমান্বিত করে দেখানো হয়, আর সেই সিনেমা যখন সুপারহিট হয়, এটা বিপজ্জনক ছাড়া আর কিছুই নয়।’ নাম না নিলেও জাভেদ আখতারের এই মন্তব্য যে ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুর এবং তৃপ্তি দিমরির এক দৃশ্যের উদ্দেশে বলা, তা আর বলার অপেক্ষা রাখে না।
জাভেদ আখতার আরও বলেন, ‘আজকাল, আমি মনে করি নির্মাতাদের চেয়ে দর্শকদের দায়িত্ব বেশি। দর্শকদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কোন সিনেমা পছন্দ করবেন আর কোনটি করবে না। কী প্রত্যাখ্যান করবেন, তা সম্পূর্ণরূপে দর্শকদের ওপর নির্ভর করে। বল এখন দর্শকদের কোর্টে। আজও ভালো সিনেমা বানানোর মতো চলচ্চিত্র নির্মাতা আছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন। সিনেমার ভাগ্য নির্ভর করে আপনি কতক্ষণ তাঁদের পাশে থাকবেন।’
উল্লেখ্য, সম্প্রতি ঔরঙ্গাবাদে অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন জাভেদ আখতার। সেখানেই আধুনিক সিনেমা এবং গান প্রসঙ্গে আলোচনা চলছিল। সেই পরিপ্রেক্ষিতেই নাম না করে অ্যানিমেল সিনেমার বিতর্কিত দৃশ্যের কথা উল্লেখ করেন বলিউডের এই প্রখ্যাত গীতিকার।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
২১ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
২১ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
২১ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১ দিন আগে