ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের সাবেক প্রেমিকা নাতালিয়া বারুলিসের কথা মনে আছে? ফুটবলার নেইমারের সঙ্গে প্রেমের কারণে নিয়মিতই সংবাদ শিরোনামে ছিলেন মার্কিন এই নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নাতালিয়া। এবার বলিউড মিশন নিয়ে ভারতে এসেছেন তিনি। হিন্দি ভাষা রপ্ত করা থেকে শুরু করে নিচ্ছেন কত্থক নাচের প্রশিক্ষণও। আপাতত তাঁর সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করায়। বম্বে টাইমসের বরাত দিয়ে এমনই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
বম্বে টাইমসে দেওয়া সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, ‘আমি বরাবরই ভারতে আসতে চেয়েছি, ভারতীয় সংস্কৃতি আমার ভালো লাগে। এ দেশের মানুষ থেকে শুরু করে বলিউড সবকিছুই আমার ভালো লাগে। প্রথম লাতিন অভিনেত্রী হিসেবে আমি হয়তো বলিউডে যুক্ত হব।’
হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। নাতালিয়া বলেন, ‘বলিউড সিনেমা আমি খুব উপভোগ করি। ক্যাটরিনা কাইফের বড় ভক্ত আমি, তিনি আমার আদর্শও বটে। আশা করি, তাঁর সঙ্গে আমার দেখা হবে। এ ছাড়া আমি সালমান খানকেও ভীষণ পছন্দ করি। বলতে পারেন হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই বেশি পছন্দ আমার।’
নাতালিয়া আরও জানান, সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’ দেখেছেন তিনি। শাহরুখ খান ছবিটিতে যেভাবে অ্যাকশন করেছেন, সেটা তাঁর মন ভরিয়ে দিয়েছে। এ ছাড়া ছবিতে দীপিকা পাড়ুকোনকেও ভালো লেগেছে তাঁর।
নাতালিয়া বারুলিসের সাক্ষাৎকারে উঠে আসে নেইমারের সঙ্গে তাঁর প্রেমের প্রসঙ্গ। নেইমারের সঙ্গে প্রেম নিয়ে তখন নাতালিয়া বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো কারও প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। সে এতটাই বিখ্যাত যে আমার প্রতিভা ঢাকা পড়ে যায়। আমি কারও সাবেক প্রেমিকার চেয়ে বেশি কিছু, কিন্তু আমাকে সেভাবেই তকমা দেওয়া হয়। চেষ্টা করছি এটা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার। সেই সময়টা এখনো আসেনি, শিগগিরই আসবে। আমার সঙ্গে নেইমারের প্রেম মাত্র কয়েক মাস স্থায়ী ছিল।’
তবে কি ক্যাটরিনা কাইফ বা নোরা ফাতেহির মতো আরেকজনকে পেতে যাচ্ছে বলিউড? তবে সময়ই বলে দেবে নাতালিয়া শেষ পর্যন্ত কত দূর যাবেন।
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের সাবেক প্রেমিকা নাতালিয়া বারুলিসের কথা মনে আছে? ফুটবলার নেইমারের সঙ্গে প্রেমের কারণে নিয়মিতই সংবাদ শিরোনামে ছিলেন মার্কিন এই নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী নাতালিয়া। এবার বলিউড মিশন নিয়ে ভারতে এসেছেন তিনি। হিন্দি ভাষা রপ্ত করা থেকে শুরু করে নিচ্ছেন কত্থক নাচের প্রশিক্ষণও। আপাতত তাঁর সব মনোযোগ বলিউডে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করায়। বম্বে টাইমসের বরাত দিয়ে এমনই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
বম্বে টাইমসে দেওয়া সাক্ষাৎকারে নাতালিয়া বলেন, ‘আমি বরাবরই ভারতে আসতে চেয়েছি, ভারতীয় সংস্কৃতি আমার ভালো লাগে। এ দেশের মানুষ থেকে শুরু করে বলিউড সবকিছুই আমার ভালো লাগে। প্রথম লাতিন অভিনেত্রী হিসেবে আমি হয়তো বলিউডে যুক্ত হব।’
হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। নাতালিয়া বলেন, ‘বলিউড সিনেমা আমি খুব উপভোগ করি। ক্যাটরিনা কাইফের বড় ভক্ত আমি, তিনি আমার আদর্শও বটে। আশা করি, তাঁর সঙ্গে আমার দেখা হবে। এ ছাড়া আমি সালমান খানকেও ভীষণ পছন্দ করি। বলতে পারেন হলিউড তারকাদের চেয়ে বলিউড তারকাদেরই বেশি পছন্দ আমার।’
নাতালিয়া আরও জানান, সম্প্রতি শাহরুখ খানের ‘পাঠান’ দেখেছেন তিনি। শাহরুখ খান ছবিটিতে যেভাবে অ্যাকশন করেছেন, সেটা তাঁর মন ভরিয়ে দিয়েছে। এ ছাড়া ছবিতে দীপিকা পাড়ুকোনকেও ভালো লেগেছে তাঁর।
নাতালিয়া বারুলিসের সাক্ষাৎকারে উঠে আসে নেইমারের সঙ্গে তাঁর প্রেমের প্রসঙ্গ। নেইমারের সঙ্গে প্রেম নিয়ে তখন নাতালিয়া বলেন, ‘আমার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম হলো কারও প্রেমিকা হিসেবে পরিচিতি পাওয়া। সে এতটাই বিখ্যাত যে আমার প্রতিভা ঢাকা পড়ে যায়। আমি কারও সাবেক প্রেমিকার চেয়ে বেশি কিছু, কিন্তু আমাকে সেভাবেই তকমা দেওয়া হয়। চেষ্টা করছি এটা ভেঙে সামনে এগিয়ে যাওয়ার। সেই সময়টা এখনো আসেনি, শিগগিরই আসবে। আমার সঙ্গে নেইমারের প্রেম মাত্র কয়েক মাস স্থায়ী ছিল।’
তবে কি ক্যাটরিনা কাইফ বা নোরা ফাতেহির মতো আরেকজনকে পেতে যাচ্ছে বলিউড? তবে সময়ই বলে দেবে নাতালিয়া শেষ পর্যন্ত কত দূর যাবেন।
অভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৫ মিনিট আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
২৭ মিনিট আগেফাহাদ ফাসিল জানিয়েছেন, এক বছর ধরে স্মার্টফোন ব্যবহার করেন না তিনি। ফিচার ফোনই এখন সঙ্গী তাঁর। তবে ভবিষ্যতে সেটাও ছেড়ে দিতে চান। যোগাযোগের জন্য শুধু ই-মেইলে থাকার সিদ্ধান্ত অভিনেতার।
৪২ মিনিট আগেদীর্ঘদিনের অভিজ্ঞ অভিনেত্রী রওশন আরা বেগম ওরফে মৌ শিখা সম্প্রতি এক আবেগঘন ফেসবুক পোস্টে নিজের কাজ কমে যাওয়া এবং এর ফলে সৃষ্ট মানসিক ও অর্থনৈতিক সংকটের কথা তুলে ধরেছেন। তাঁর এই আর্তি মিডিয়াপাড়ায় অনেককেই নাড়া দিয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন, যেখানে একসময় মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতেন, সেখানে গত আড়াই...
৭ ঘণ্টা আগে