Ajker Patrika

হুমকি দিয়ে কপিল শর্মার ক্যাফেতে গুলি, পরে দায় স্বীকার

বিনোদন ডেস্ক
কপিল ও তাঁর স্ত্রী গিন্নি ছত্রথের এই ক্যাফে লক্ষ্য করে করা হয় গুলি। ছবি: সংগৃহীত
কপিল ও তাঁর স্ত্রী গিন্নি ছত্রথের এই ক্যাফে লক্ষ্য করে করা হয় গুলি। ছবি: সংগৃহীত

কানাডায় নতুন ব্যবসা শুরু করেছেন ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা। নিজের নামে একটি ক্যাফে খুলেছেন। নাম দিয়েছেন ‘ক্যাপস ক্যাফে’। কপিলের স্ত্রী গিন্নি ছত্রথ দেখাশোনা করেন ব্যবসাটি। সেখানেই এ বার চলল গুলি। উদ্বোধনের মাত্র তিন দিনের মাথায় হামলার মুখে পড়ল ক্যাপস ক্যাফে।

জানা গেছে, গত ৯ জুলাই ভোরের দিকে যখন ক্যাফে সবে খুলেছে, তখনই হামলা হয়। কয়েকজন দুষ্কৃতি গাড়িতে এসে ক্যাফে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গাড়ির জানালা দিয়ে গুলি করার দৃশ্যটি ভিডিও করা হয়েছে গাড়ির ভেতর থেকে। বোঝাই যাচ্ছে, হামলাকারীরাই ভিডিওটি করেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর পরই পুলিশ ও ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

হামলার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন হরজিৎ সিং লাড্ডি। খালিস্তানি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য তিনি। বিবৃতিতে হরজিৎ জানিয়েছেন, কপিল শর্মার বেশ কিছু আপত্তিকর মন্তব্যের জেরে তাকে সতর্ক করতেই এই হামলা।

ভারতের বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গাকে হত্যার অভিযোগও রয়েছে হরজিৎ সিং লাড্ডির বিরুদ্ধে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে লাড্ডির নাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং: বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত