বিনোদন ডেস্ক
‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন সিনেমাটির গল্পকার ও চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা হয়েছে সালমানের। বজরঙ্গির সিকুয়েল নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। বিজয়েন্দ্র প্রসাদ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তা স্বীকারও করেছেন। তিনি বলেন, ‘গত ঈদে সালমানের সঙ্গে দেখা করেছিলাম। তাঁকে আমি গল্পের কয়েকটা লাইন শুনিয়েছি। তিনি পছন্দও করেছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’
প্রখ্যাত পরিচালক এস এস রাজামৌলির বাবা ভি বিজয়েন্দ্র প্রসাদ তেলুগু ও কন্নড় সিনেমার জনপ্রিয় চিত্রনাট্যকার। তাঁর চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘মাগাধিরা’, ‘বাহুবলী’, বজরঙ্গি ভাইজান, ‘মনিকর্নিকা’, ‘থালাইভি’, ‘আরআরআর’সহ ২৫টির বেশি সিনেমা। হিন্দিতে যে কটি সিনেমার চিত্রনাট্য লিখেছেন, বজরঙ্গি ভাইজান সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত। বিজয়েন্দ্র প্রসাদ নিজেও চাইছিলেন, সিনেমাটির সিকুয়েল আসুক। তবে ভালো গল্প ও উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন সালমান। এত দিনে সেটা পাওয়া গেছে। এবার শুধু বজরঙ্গি ভাইজান ২-এর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বজরঙ্গির প্রথম পর্ব পরিচালনা করেছিলেন কবির খান। দ্বিতীয় পর্বও তাঁর হাতে তৈরি হতে পারে। সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও হর্ষালি মালহোত্রা। বজরঙ্গির গল্পে দেখা গিয়েছিল, ছয় বছর বয়সী পাকিস্তানি মেয়ে মুন্নি হঠাৎ হারিয়ে যায়। তার দেখা পায় সালমান অভিনীত চরিত্র পবন কুমার। উদ্ধার করে নিয়ে আসে। মুন্নি কথা বলতে পারে না। ইশারায় বোঝা যায়, তার বাড়ি পাকিস্তানে। তাকে বাড়ি ফেরানোর দায়িত্ব নেয় পবন।
দ্বিতীয় পর্বে কী গল্প হবে, সেটা এখনো জানা যায়নি। তবে গল্পে যে চমক থাকবে, তা আন্দাজ করা যায়।
‘বজরঙ্গি ভাইজান’ দেখে চোখ ভিজেছিল দর্শকদের। ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রায় ৯৬৯ কোটি রুপি ব্যবসা করেছিল। শুধু টাকার অঙ্ক নয়, সালমানের ক্যারিয়ারও সমৃদ্ধ করেছিল হনুমানভক্ত পবন কল্যাণ আর এক বোবা শিশুর ঘরে ফেরার এই গল্প। অনেক দিন ধরে গুঞ্জন, আসতে পারে বজরঙ্গি ভাইজান-এর সিকুয়েল। এবার সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন সিনেমাটির গল্পকার ও চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা হয়েছে সালমানের। বজরঙ্গির সিকুয়েল নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে। বিজয়েন্দ্র প্রসাদ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তা স্বীকারও করেছেন। তিনি বলেন, ‘গত ঈদে সালমানের সঙ্গে দেখা করেছিলাম। তাঁকে আমি গল্পের কয়েকটা লাইন শুনিয়েছি। তিনি পছন্দও করেছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’
প্রখ্যাত পরিচালক এস এস রাজামৌলির বাবা ভি বিজয়েন্দ্র প্রসাদ তেলুগু ও কন্নড় সিনেমার জনপ্রিয় চিত্রনাট্যকার। তাঁর চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘মাগাধিরা’, ‘বাহুবলী’, বজরঙ্গি ভাইজান, ‘মনিকর্নিকা’, ‘থালাইভি’, ‘আরআরআর’সহ ২৫টির বেশি সিনেমা। হিন্দিতে যে কটি সিনেমার চিত্রনাট্য লিখেছেন, বজরঙ্গি ভাইজান সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত। বিজয়েন্দ্র প্রসাদ নিজেও চাইছিলেন, সিনেমাটির সিকুয়েল আসুক। তবে ভালো গল্প ও উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলেন সালমান। এত দিনে সেটা পাওয়া গেছে। এবার শুধু বজরঙ্গি ভাইজান ২-এর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বজরঙ্গির প্রথম পর্ব পরিচালনা করেছিলেন কবির খান। দ্বিতীয় পর্বও তাঁর হাতে তৈরি হতে পারে। সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও হর্ষালি মালহোত্রা। বজরঙ্গির গল্পে দেখা গিয়েছিল, ছয় বছর বয়সী পাকিস্তানি মেয়ে মুন্নি হঠাৎ হারিয়ে যায়। তার দেখা পায় সালমান অভিনীত চরিত্র পবন কুমার। উদ্ধার করে নিয়ে আসে। মুন্নি কথা বলতে পারে না। ইশারায় বোঝা যায়, তার বাড়ি পাকিস্তানে। তাকে বাড়ি ফেরানোর দায়িত্ব নেয় পবন।
দ্বিতীয় পর্বে কী গল্প হবে, সেটা এখনো জানা যায়নি। তবে গল্পে যে চমক থাকবে, তা আন্দাজ করা যায়।
গত নভেম্বরে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে আদর আজাদ ও বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, রোজার ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। শেষ পর্যন্ত ঈদে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। রোজার ঈদে না এলেও কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসবে পিনিক। আজকের পত্রিকাকে বিষয়টি
৭ ঘণ্টা আগেআজ ২৯ এপ্রিল, আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন’। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটি। সেটি আজ প্রচার করা হবে দর্শকদের জন্য।
৭ ঘণ্টা আগেজনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেন্ডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় আগামী ১ মে থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে সিরিজটির বাংলা সংস্করণ।
৭ ঘণ্টা আগেকান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে বাংলাদেশের ‘আলী’। উৎসবে জায়গা পাওয়ায় আলী টিমের সদস্যদের শুভকামনা জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। পাশাপাশি উৎসবে আলী টিমের সদস্যদের আসা-যাওয়ার খরচ বহনের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।
১৯ ঘণ্টা আগে