বিনোদন ডেস্ক
অনেক চাকরিতে উচ্চতার শর্ত জুড়ে দেওয়া থাকে। সামরিক বাহিনী থেকে এয়ার হোস্টেসে উচ্চতার শর্তে কোনো ছাড় নেই। তবে জানেন কি, বেশি লম্বা হওয়ার কারণে চাকরি পাননি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তখনো তরুণ অমিতাভ অভিনয় জগতে পা রাখেননি। ‘লম্বা পা’য়ের কারণে স্বপ্ন ভেঙে গিয়েছিল তাঁর।
‘কৌন বানেগা ক্রোড়পতি’ খেলতে আসা এক প্রতিযোগী জিতেন্দ্র কুমারের সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ জানান, বিমানবাহিনীতে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। সে অনুযায়ী পরীক্ষাও দেন তিনি। কিন্তু লম্বা পায়ের কারণে বাদ পড়েন।
অমিতাভের কথায়, ‘স্কুল শেষ হওয়ার পর আমার ধারণাও ছিল না এরপর কী করব। আমি তখন পরিবারের সঙ্গে দিল্লিতে থাকতাম। আমাদের পাশেই থাকতেন একজন মেজর জেনারেল। তিনি একদিন আমার বাবাকে এসে বললেন আমাকে সেনাবাহিনীতে পাঠাতে।’
স্বপ্নভঙ্গের কথা বলে এরপর অমিতাভ আরও বলেন, ‘আমারও বিমানবাহিনীতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু তা পূরণ হয়নি। যখন সাক্ষাৎকার দিতে গেলাম, ওরা আমাকে এই বলে বাতিল করল যে, আমার পা লম্বা। বিমানবাহিনীতে অন্তত আমার কোনো জায়গা নেই।’
তবে এই ‘পা লম্বা’ মানুষটাকেই নিঃস্বার্থভাবে ভালোবাসেন কুড়ি থেকে আশি। তাঁর নাচের তালে কয়েক যুগ ধরে নেচে এসেছে কয়েক প্রজন্ম। তাঁর অ্যাকশনে উত্তেজিত হয়েছে, তাঁর রোমান্সে বুঁদ হয়েছে তারা।
কয়েক দিন আগেই ৮১ বছরে পা রেখেছেন অমিতাভ বচ্চন। আগের দিন রাত থেকেই অমিতাভের বাংলো জলসার সামনে তিল ধারণের জায়গা ছিল না। মাঝরাতেই একবার বেরিয়ে আসেন অমিতাভ বচ্চন। এরপর জন্মদিনের সকালেও দেখা দেন ভক্তদের। সেই সময় কারও হাতে ছিল ফুলের মালা, যা পরিয়ে দেওয়া হয় বলিউড শহেনশাহকে।
অনেক চাকরিতে উচ্চতার শর্ত জুড়ে দেওয়া থাকে। সামরিক বাহিনী থেকে এয়ার হোস্টেসে উচ্চতার শর্তে কোনো ছাড় নেই। তবে জানেন কি, বেশি লম্বা হওয়ার কারণে চাকরি পাননি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তখনো তরুণ অমিতাভ অভিনয় জগতে পা রাখেননি। ‘লম্বা পা’য়ের কারণে স্বপ্ন ভেঙে গিয়েছিল তাঁর।
‘কৌন বানেগা ক্রোড়পতি’ খেলতে আসা এক প্রতিযোগী জিতেন্দ্র কুমারের সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ জানান, বিমানবাহিনীতে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। সে অনুযায়ী পরীক্ষাও দেন তিনি। কিন্তু লম্বা পায়ের কারণে বাদ পড়েন।
অমিতাভের কথায়, ‘স্কুল শেষ হওয়ার পর আমার ধারণাও ছিল না এরপর কী করব। আমি তখন পরিবারের সঙ্গে দিল্লিতে থাকতাম। আমাদের পাশেই থাকতেন একজন মেজর জেনারেল। তিনি একদিন আমার বাবাকে এসে বললেন আমাকে সেনাবাহিনীতে পাঠাতে।’
স্বপ্নভঙ্গের কথা বলে এরপর অমিতাভ আরও বলেন, ‘আমারও বিমানবাহিনীতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু তা পূরণ হয়নি। যখন সাক্ষাৎকার দিতে গেলাম, ওরা আমাকে এই বলে বাতিল করল যে, আমার পা লম্বা। বিমানবাহিনীতে অন্তত আমার কোনো জায়গা নেই।’
তবে এই ‘পা লম্বা’ মানুষটাকেই নিঃস্বার্থভাবে ভালোবাসেন কুড়ি থেকে আশি। তাঁর নাচের তালে কয়েক যুগ ধরে নেচে এসেছে কয়েক প্রজন্ম। তাঁর অ্যাকশনে উত্তেজিত হয়েছে, তাঁর রোমান্সে বুঁদ হয়েছে তারা।
কয়েক দিন আগেই ৮১ বছরে পা রেখেছেন অমিতাভ বচ্চন। আগের দিন রাত থেকেই অমিতাভের বাংলো জলসার সামনে তিল ধারণের জায়গা ছিল না। মাঝরাতেই একবার বেরিয়ে আসেন অমিতাভ বচ্চন। এরপর জন্মদিনের সকালেও দেখা দেন ভক্তদের। সেই সময় কারও হাতে ছিল ফুলের মালা, যা পরিয়ে দেওয়া হয় বলিউড শহেনশাহকে।
কনসার্টে নারী ভক্তদের চুমু দিয়ে সমালোচনার মুখে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রলের শিকার। প্রবীণ এই গায়কের এমন কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।
৩ ঘণ্টা আগেমানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিন
৭ ঘণ্টা আগেবছর দুয়েক আগে সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের ৮০তম জন্মদিন উপলক্ষে গত রোববার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত হয় একক বংশীবাদন অনুষ্ঠান। বাংলাদেশ বাঁশরী ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করে একটি মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর আলোচনা পর্বের সভাপতিত্
৭ ঘণ্টা আগে