অনেক চাকরিতে উচ্চতার শর্ত জুড়ে দেওয়া থাকে। সামরিক বাহিনী থেকে এয়ার হোস্টেসে উচ্চতার শর্তে কোনো ছাড় নেই। তবে জানেন কি, বেশি লম্বা হওয়ার কারণে চাকরি পাননি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তখনো তরুণ অমিতাভ অভিনয় জগতে পা রাখেননি। ‘লম্বা পা’য়ের কারণে স্বপ্ন ভেঙে গিয়েছিল তাঁর।
‘কৌন বানেগা ক্রোড়পতি’ খেলতে আসা এক প্রতিযোগী জিতেন্দ্র কুমারের সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ জানান, বিমানবাহিনীতে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। সে অনুযায়ী পরীক্ষাও দেন তিনি। কিন্তু লম্বা পায়ের কারণে বাদ পড়েন।
অমিতাভের কথায়, ‘স্কুল শেষ হওয়ার পর আমার ধারণাও ছিল না এরপর কী করব। আমি তখন পরিবারের সঙ্গে দিল্লিতে থাকতাম। আমাদের পাশেই থাকতেন একজন মেজর জেনারেল। তিনি একদিন আমার বাবাকে এসে বললেন আমাকে সেনাবাহিনীতে পাঠাতে।’
স্বপ্নভঙ্গের কথা বলে এরপর অমিতাভ আরও বলেন, ‘আমারও বিমানবাহিনীতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু তা পূরণ হয়নি। যখন সাক্ষাৎকার দিতে গেলাম, ওরা আমাকে এই বলে বাতিল করল যে, আমার পা লম্বা। বিমানবাহিনীতে অন্তত আমার কোনো জায়গা নেই।’
তবে এই ‘পা লম্বা’ মানুষটাকেই নিঃস্বার্থভাবে ভালোবাসেন কুড়ি থেকে আশি। তাঁর নাচের তালে কয়েক যুগ ধরে নেচে এসেছে কয়েক প্রজন্ম। তাঁর অ্যাকশনে উত্তেজিত হয়েছে, তাঁর রোমান্সে বুঁদ হয়েছে তারা।
কয়েক দিন আগেই ৮১ বছরে পা রেখেছেন অমিতাভ বচ্চন। আগের দিন রাত থেকেই অমিতাভের বাংলো জলসার সামনে তিল ধারণের জায়গা ছিল না। মাঝরাতেই একবার বেরিয়ে আসেন অমিতাভ বচ্চন। এরপর জন্মদিনের সকালেও দেখা দেন ভক্তদের। সেই সময় কারও হাতে ছিল ফুলের মালা, যা পরিয়ে দেওয়া হয় বলিউড শহেনশাহকে।
অনেক চাকরিতে উচ্চতার শর্ত জুড়ে দেওয়া থাকে। সামরিক বাহিনী থেকে এয়ার হোস্টেসে উচ্চতার শর্তে কোনো ছাড় নেই। তবে জানেন কি, বেশি লম্বা হওয়ার কারণে চাকরি পাননি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তখনো তরুণ অমিতাভ অভিনয় জগতে পা রাখেননি। ‘লম্বা পা’য়ের কারণে স্বপ্ন ভেঙে গিয়েছিল তাঁর।
‘কৌন বানেগা ক্রোড়পতি’ খেলতে আসা এক প্রতিযোগী জিতেন্দ্র কুমারের সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ জানান, বিমানবাহিনীতে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর। সে অনুযায়ী পরীক্ষাও দেন তিনি। কিন্তু লম্বা পায়ের কারণে বাদ পড়েন।
অমিতাভের কথায়, ‘স্কুল শেষ হওয়ার পর আমার ধারণাও ছিল না এরপর কী করব। আমি তখন পরিবারের সঙ্গে দিল্লিতে থাকতাম। আমাদের পাশেই থাকতেন একজন মেজর জেনারেল। তিনি একদিন আমার বাবাকে এসে বললেন আমাকে সেনাবাহিনীতে পাঠাতে।’
স্বপ্নভঙ্গের কথা বলে এরপর অমিতাভ আরও বলেন, ‘আমারও বিমানবাহিনীতে যাওয়ার খুব শখ ছিল, কিন্তু তা পূরণ হয়নি। যখন সাক্ষাৎকার দিতে গেলাম, ওরা আমাকে এই বলে বাতিল করল যে, আমার পা লম্বা। বিমানবাহিনীতে অন্তত আমার কোনো জায়গা নেই।’
তবে এই ‘পা লম্বা’ মানুষটাকেই নিঃস্বার্থভাবে ভালোবাসেন কুড়ি থেকে আশি। তাঁর নাচের তালে কয়েক যুগ ধরে নেচে এসেছে কয়েক প্রজন্ম। তাঁর অ্যাকশনে উত্তেজিত হয়েছে, তাঁর রোমান্সে বুঁদ হয়েছে তারা।
কয়েক দিন আগেই ৮১ বছরে পা রেখেছেন অমিতাভ বচ্চন। আগের দিন রাত থেকেই অমিতাভের বাংলো জলসার সামনে তিল ধারণের জায়গা ছিল না। মাঝরাতেই একবার বেরিয়ে আসেন অমিতাভ বচ্চন। এরপর জন্মদিনের সকালেও দেখা দেন ভক্তদের। সেই সময় কারও হাতে ছিল ফুলের মালা, যা পরিয়ে দেওয়া হয় বলিউড শহেনশাহকে।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
২ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১১ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১৩ ঘণ্টা আগে