ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ২৩ তম বিবাহ বার্ষিকী আজ। দিনটি উদ্যাপনের পাশাপাশি আরও একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। কিছুদিন আগে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথসে ফিকশন রাইটিংয়ে মাস্টার্স শেষ করেছেন টুইঙ্কেল। এবার তারই সমাবর্তন অনুষ্ঠানে টুইঙ্কেলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয়। সেখান থেকে একটি ছবি পোস্ট করে টুইঙ্কেলকে শুভেচ্ছা জানিয়ে ‘সুপারওম্যান’ আখ্যা দিয়েছেন অক্ষয়।
ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে তুমি আবার পড়াশোনা করতে চাও, তখন আমি ভেবেছিলাম হয়তো তুমি এটা এমনিই বলছ। কিন্তু, যেদিন আমি দেখলাম তুমি এত কঠোর পরিশ্রম করছ এবং নিখুঁতভাবে বাড়ি, ক্যারিয়ার, আমাকে এবং বাচ্চাদের পাশাপাশি পড়াশোনাও করছ, তখন আমি বুঝলাম সত্যিই তুমি একজন সুপারওম্যান।’
উত্তরে টুইঙ্কেল লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে আমার জীবনে তোমার মতো একজন সঙ্গী আছে। যে আমাকে সব সময় উৎসাহিত করে। আমি পড়ে গেলে আমাকে ধরে তুলতে সব সময় সে প্রস্তুত।’
প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না গাঁটছড়া বাঁধেন। ছেলে আরভ এবং মেয়ে নিতারা নামে তাঁদের দুজন সন্তানও রয়েছে।
উল্লেখ্য, অক্ষয়ের হাউসফুল ৫ এর শুটিং চলছে। যা ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে—‘স্কাই ফোর্স’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, তামিল ড্রামা ফিল্ম ‘সোরারাই পোত্রুর’ অফিশিয়াল হিন্দি রিমেক।
ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্নার ২৩ তম বিবাহ বার্ষিকী আজ। দিনটি উদ্যাপনের পাশাপাশি আরও একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় এই জুটি। কিছুদিন আগে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গোল্ডস্মিথসে ফিকশন রাইটিংয়ে মাস্টার্স শেষ করেছেন টুইঙ্কেল। এবার তারই সমাবর্তন অনুষ্ঠানে টুইঙ্কেলের সঙ্গে যোগ দিয়েছেন অক্ষয়। সেখান থেকে একটি ছবি পোস্ট করে টুইঙ্কেলকে শুভেচ্ছা জানিয়ে ‘সুপারওম্যান’ আখ্যা দিয়েছেন অক্ষয়।
ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে তুমি আবার পড়াশোনা করতে চাও, তখন আমি ভেবেছিলাম হয়তো তুমি এটা এমনিই বলছ। কিন্তু, যেদিন আমি দেখলাম তুমি এত কঠোর পরিশ্রম করছ এবং নিখুঁতভাবে বাড়ি, ক্যারিয়ার, আমাকে এবং বাচ্চাদের পাশাপাশি পড়াশোনাও করছ, তখন আমি বুঝলাম সত্যিই তুমি একজন সুপারওম্যান।’
উত্তরে টুইঙ্কেল লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে আমার জীবনে তোমার মতো একজন সঙ্গী আছে। যে আমাকে সব সময় উৎসাহিত করে। আমি পড়ে গেলে আমাকে ধরে তুলতে সব সময় সে প্রস্তুত।’
প্রসঙ্গত, ২০০১ সালের ১৭ জানুয়ারি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না গাঁটছড়া বাঁধেন। ছেলে আরভ এবং মেয়ে নিতারা নামে তাঁদের দুজন সন্তানও রয়েছে।
উল্লেখ্য, অক্ষয়ের হাউসফুল ৫ এর শুটিং চলছে। যা ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে—‘স্কাই ফোর্স’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’, তামিল ড্রামা ফিল্ম ‘সোরারাই পোত্রুর’ অফিশিয়াল হিন্দি রিমেক।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
২৫ মিনিট আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১০ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১০ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১১ ঘণ্টা আগে