বলিউড অভিনেতা শহীদ কাপুর ও মীরা রাজপুতের ছেলে জায়ান কাপুর পাঁচ বছরে পা দিল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষে শহীদ পত্নী মীরা সন্তানের প্রিয় একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। ছবিটির সঙ্গে সন্তানের জন্য একটি মিষ্টি বার্তা জুড়ে দিয়েছেন তিনি।
মীরা লিখেছেন, ‘চিনি, পিৎজা স্লাইস এবং সবকিছুই চমৎকার! কে জানত আমি এই ছোট্ট আঙুলটায় আনন্দে জড়িয়ে যাব। তীক্ষ্ণ ধী এবং আদুরে হৃদয়, চুটিয়ে জীবন উপভোগ করো আমার সোনার ছেলে! চিরকাল গান বাজুক উচ্চশব্দে! হ্যাপি ৫, আমার জাইনু।’
মীরা রাজপুতের পোস্টটি হৃদয় ছুঁয়েছে অনেকের। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
শহীদ–মীরার প্রেমের গল্প কোনো বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়। পারিবারিক এক বন্ধুর পার্টিতে শহীদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরার। তখন মীরার বয়স মাত্র ১৬। এরপর দুই পরিবারই শহীদ–মীরার দেখা করার ব্যবস্থা করে দেয়, সেটি ছিল ২০১৪ সাল।
এক সাক্ষাৎকারে শহীদ জানিয়েছিলেন, মাত্র ১৫ মিনিট সময় নিয়ে তিনি মীরার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, কী কথা বলবেন, কিছুতেই ঠিক করতে পারছিলেন না। শেষপর্যন্ত অবশ্য ৭ ঘণ্টা গল্প করেছিলেন শহীদ–মীরা।
২০১৫–এর ৭ জুলাই ১৩ বছরের ছোট মীরার সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন শহীদ। দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান।
বিয়ের দেড় বছর পর শহীদ–মীরার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান মিশা। ২০১৮ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান জায়ান। তবে এখন এই দম্পতি মিডিয়ার ক্যামেরা থেকে পরিবারকে দূরে রাখার চেষ্টা করেন।
বলিউড অভিনেতা শহীদ কাপুর ও মীরা রাজপুতের ছেলে জায়ান কাপুর পাঁচ বছরে পা দিল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। দিনটি উপলক্ষে শহীদ পত্নী মীরা সন্তানের প্রিয় একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন। ছবিটির সঙ্গে সন্তানের জন্য একটি মিষ্টি বার্তা জুড়ে দিয়েছেন তিনি।
মীরা লিখেছেন, ‘চিনি, পিৎজা স্লাইস এবং সবকিছুই চমৎকার! কে জানত আমি এই ছোট্ট আঙুলটায় আনন্দে জড়িয়ে যাব। তীক্ষ্ণ ধী এবং আদুরে হৃদয়, চুটিয়ে জীবন উপভোগ করো আমার সোনার ছেলে! চিরকাল গান বাজুক উচ্চশব্দে! হ্যাপি ৫, আমার জাইনু।’
মীরা রাজপুতের পোস্টটি হৃদয় ছুঁয়েছে অনেকের। শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
শহীদ–মীরার প্রেমের গল্প কোনো বলিউড সিনেমার চেয়ে কম কিছু নয়। পারিবারিক এক বন্ধুর পার্টিতে শহীদের সঙ্গে প্রথম আলাপ হয় মীরার। তখন মীরার বয়স মাত্র ১৬। এরপর দুই পরিবারই শহীদ–মীরার দেখা করার ব্যবস্থা করে দেয়, সেটি ছিল ২০১৪ সাল।
এক সাক্ষাৎকারে শহীদ জানিয়েছিলেন, মাত্র ১৫ মিনিট সময় নিয়ে তিনি মীরার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন, কী কথা বলবেন, কিছুতেই ঠিক করতে পারছিলেন না। শেষপর্যন্ত অবশ্য ৭ ঘণ্টা গল্প করেছিলেন শহীদ–মীরা।
২০১৫–এর ৭ জুলাই ১৩ বছরের ছোট মীরার সঙ্গে বিয়েটা সেরেই ফেলেন শহীদ। দিল্লির একটি গুরুদুয়ারায় হয়েছিল তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান।
বিয়ের দেড় বছর পর শহীদ–মীরার জীবনে আসে তাঁদের প্রথম সন্তান মিশা। ২০১৮ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান জায়ান। তবে এখন এই দম্পতি মিডিয়ার ক্যামেরা থেকে পরিবারকে দূরে রাখার চেষ্টা করেন।
পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১ ঘণ্টা আগে‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগান নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক লালন উৎসব ২০২৫’। ১৯ অক্টোবর রোববার স্থানীয় সময় বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই উৎসব। অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে। উদ্বোধন করবেন বাউল শফি মণ্ডল।
২ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্রের অনেক শিল্পী এখন যুক্তরাষ্ট্রে। কেউ স্থায়ীভাবে বসবাস করছেন, কেউ কাজের প্রয়োজনে গিয়েছেন। সম্প্রতি নিউইয়র্কে আড্ডায় মেতে উঠেছিলেন আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, আমিন খান, জায়েদ খান ও মামনুন ইমন। সেখানে ভিলেনকে কাছে পেয়ে সিনেমার শেষ দৃশ্যের মতো পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা।
১০ ঘণ্টা আগে