হেলমেট ছাড়া বাইকে চড়ে মুম্বাই পুলিশের নোটিশের পেয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এবার নিজের ব্লগে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। তিনি লিখেছেন, ‘আহ! বিষয়বস্তুর কী অক্ষমতা! এক বাইকের ছবি থেকে কত কিছুই না হয়ে গেল!’
অমিতাভ বচ্চন জানান, ‘আসলে ছবিটি শুটিংয়ের। গত রোববার মুম্বাইয়ের রাস্তায় শুটিং হচ্ছিল। এর জন্য কর্তৃপক্ষ থেকে যথাযথ অনুমতিও নেওয়া হয়েছিল। সাপ্তাহিক ছুটির দিনে এলাকা খালি থাকার কারণেই শুটিংয়ের জন্য ওই দিনটি বাছা হয়েছিল। আর পুলিশের সাহায্যে রাস্তা ব্লকও করে রাখা হয়েছিল।’
অমিতাভ আরও জানান, তিনি যে বাইকে চড়েছিলেন, তা চলছিল না। আর সামনের মানুষটি শুটিং সেটেরই সদস্য ছিলেন। শুটিংয়ের জন্য বিষয়টি করা হয়েছিল। নিছক মজা করেই ছবিটি পোস্ট করেছিলেন।
ঘটনার সূত্রপাত গত সোমবার। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছিলেন, ‘ধন্যবাদ ভাই। যদিও তোমাকে আমি চিনি না। কিন্তু আমাকে সাহায্য করে লোকেশনে পৌঁছে দিলে। এই নাছোড়বান্দা জ্যাম এড়িয়ে এতটা তাড়াতাড়ি নিয়ে আমাকে এলে। হলুদ টি-শার্ট, টুপি ও হাফ প্যান্ট পরা ভাই ধন্যবাদ।’
এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় তোলপাড়। অনেকেই অমিতাভকে নিয়ে কটাক্ষ বিদ্রূপ করেছেন।
বিদ্রুপের জবাব দিয়ে নিজের ব্লগের শেষে অমিতাভ লিখেছেন, ‘আপনাদের চিন্তা, পরোয়া, ভালোবাসা, সমালোচনা, ট্রলের জন্য ধন্যবাদ! আবার দেরি হয়ে গেল। জরুরি কিছু মিটিং ছিল আর তাতে বেশ খানিকটা সময় চলে গেল। তাই একটু বিশ্রাম নিয়ে আবার কাজে ফিরে এসেছি। চেষ্টা করব আর যেন ব্লগ আসতে দেরি না হয়। আর সরি এভাবে সবাইকে চিন্তায় ফেলার জন্য, আর ট্রাফিক আইন ভাঙা নিয়ে ভুল ভাবনা দেওয়ার জন্য। আমি কোনো আইন ভাঙিনি। সবার জন্য ভালোবাসা রইল।’
হেলমেট ছাড়া বাইকে চড়ে মুম্বাই পুলিশের নোটিশের পেয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এবার নিজের ব্লগে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। তিনি লিখেছেন, ‘আহ! বিষয়বস্তুর কী অক্ষমতা! এক বাইকের ছবি থেকে কত কিছুই না হয়ে গেল!’
অমিতাভ বচ্চন জানান, ‘আসলে ছবিটি শুটিংয়ের। গত রোববার মুম্বাইয়ের রাস্তায় শুটিং হচ্ছিল। এর জন্য কর্তৃপক্ষ থেকে যথাযথ অনুমতিও নেওয়া হয়েছিল। সাপ্তাহিক ছুটির দিনে এলাকা খালি থাকার কারণেই শুটিংয়ের জন্য ওই দিনটি বাছা হয়েছিল। আর পুলিশের সাহায্যে রাস্তা ব্লকও করে রাখা হয়েছিল।’
অমিতাভ আরও জানান, তিনি যে বাইকে চড়েছিলেন, তা চলছিল না। আর সামনের মানুষটি শুটিং সেটেরই সদস্য ছিলেন। শুটিংয়ের জন্য বিষয়টি করা হয়েছিল। নিছক মজা করেই ছবিটি পোস্ট করেছিলেন।
ঘটনার সূত্রপাত গত সোমবার। নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অমিতাভ লিখেছিলেন, ‘ধন্যবাদ ভাই। যদিও তোমাকে আমি চিনি না। কিন্তু আমাকে সাহায্য করে লোকেশনে পৌঁছে দিলে। এই নাছোড়বান্দা জ্যাম এড়িয়ে এতটা তাড়াতাড়ি নিয়ে আমাকে এলে। হলুদ টি-শার্ট, টুপি ও হাফ প্যান্ট পরা ভাই ধন্যবাদ।’
এর পরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শুরু হয় তোলপাড়। অনেকেই অমিতাভকে নিয়ে কটাক্ষ বিদ্রূপ করেছেন।
বিদ্রুপের জবাব দিয়ে নিজের ব্লগের শেষে অমিতাভ লিখেছেন, ‘আপনাদের চিন্তা, পরোয়া, ভালোবাসা, সমালোচনা, ট্রলের জন্য ধন্যবাদ! আবার দেরি হয়ে গেল। জরুরি কিছু মিটিং ছিল আর তাতে বেশ খানিকটা সময় চলে গেল। তাই একটু বিশ্রাম নিয়ে আবার কাজে ফিরে এসেছি। চেষ্টা করব আর যেন ব্লগ আসতে দেরি না হয়। আর সরি এভাবে সবাইকে চিন্তায় ফেলার জন্য, আর ট্রাফিক আইন ভাঙা নিয়ে ভুল ভাবনা দেওয়ার জন্য। আমি কোনো আইন ভাঙিনি। সবার জন্য ভালোবাসা রইল।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৮ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১২ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১৭ মিনিট আগে