Ajker Patrika

স্কুইড গেমের শেষ খেলাটি আরও ভয়ংকর

বিনোদন ডেস্ক
‘স্কুইড গেম সিজন থ্রি’-এর দৃশ্য। ছবি: সংগৃহীত
‘স্কুইড গেম সিজন থ্রি’-এর দৃশ্য। ছবি: সংগৃহীত

আলোচিত কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন শেষ হয়েছিল কৌতূহল জিইয়ে রেখে। একটি ব্যর্থ বিদ্রোহ, এক বন্ধুর মৃত্যু ও গোপন বিশ্বাসঘাতকতা ছিল এর গল্পের কেন্দ্রে। গত বছরের ডিসেম্বরে স্কুইড গেমের দ্বিতীয় সিজন প্রচারের পর থেকেই অপেক্ষা ছিল পরের সিজনের। অবশেষে গতকাল সিজন থ্রির টিজার প্রকাশ করল নেটফ্লিক্স। আগামী ২৭ জুন এ প্ল্যাটফর্মে আসবে নতুন মৌসুম। এর মধ্য দিয়েই শেষ হবে স্কুইড গেম সিরিজটি।

টিজারের শুরুতেই দেখা যায়, একটি কফিন বয়ে নিয়ে আসে গোলাপি পোশাকধারী কয়েকজন লোক। কৌতূহলী হয়ে সবাই এগিয়ে এল, কফিন খুলতেই ভেতরে আবিষ্কৃত হয় মূল চরিত্র সং গি হুন। মাথায় তার আঘাতের চিহ্ন। সবাই তাজ্জব হয়ে যায় ৪৫৬ নম্বর খেলোয়াড়টিকে এখনো জীবিত দেখে। এরপর শুরু হয় নতুন খেলা। স্কুইড গেমের শেষ খেলা। এই খেলাটি আরও ভয়ংকর।

সং গি হুনসহ প্রত্যেককে আনা হয় একটি মেশিনের সামনে, যে মেশিন থেকে লটারির মাধ্যমে প্রত্যেকের হাতে দেওয়া হয় একটি করে বল। কেউ পায় লাল বল, কেউ নীল; যা নির্ধারণ করবে পরবর্তী খেলায় তাদের ভাগ্য। টিজারে ব্যাকগ্রাউন্ডে শিশুর কান্নার আওয়াজ পুরো আবহকে করে তুলেছে আরও রহস্যময়।

নেটফ্লিক্স জানিয়েছে, স্কুইড গেম কারও জন্য থেমে থাকে না। তাই আহত অবস্থায়ও সং গি হুনকে খেলা চালিয়ে যেতে হবে। তাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করা হবে। তাকেসহ এখনো যেসব খেলোয়াড় বেঁচে আছে, তাদের ঠেলে দেওয়া হবে ভয়ংকর এক খেলায়; যা নিয়ে যাবে করুণ পরিণতির দিকে। ফ্রন্টম্যান হিসেবে হোয়াং ইন হো আবার ফিরে আসে। অন্যদিকে হোয়াং জুন হো দলবল নিয়ে এক দ্বীপে তার ভাইকে খুঁজতে থাকে। সে জানে না তাদের মধ্যে আছে এক বিশ্বাসঘাতক।

সং গি হুন চরিত্রে এবারও আছেন অভিনেতা লি জং জ্যা, ফ্রন্টম্যান হোয়াং ইন হো চরিত্রে লি বিয়োং হন আর হোয়াং জুন হো চরিত্রে অভিনয় করেছেন উই হা জুন। উল্লেখ্য, এখনো নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজের অবস্থান ধরে রেখেছে স্কুইড গেমের প্রথম সিজন। আর দ্বিতীয় সিজনটি এ প্ল্যাটফর্মের তৃতীয় সর্বোচ্চ জনপ্রিয় সিরিজ। দ্বিতীয় অবস্থানে আছে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ওয়েডনেসডে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত