Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

বিনোদন ডেস্ক
‘ফেউ’ সিরিজে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত
‘ফেউ’ সিরিজে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

ফেউ (বাংলা সিরিজ)

অভিনয়: তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজ নূর

মুক্তি: ৩০ জানুয়ারি, চরকি

গল্পসংক্ষেপ: দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে হিন্দুধর্মাবলম্বীদের একটা অংশ আশ্রয় নেয় পশ্চিমবঙ্গের মরিচঝাঁপিতে। একসময় শরণার্থীদের উচ্ছেদ করতে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হয়। ঘরে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া, নির্বিচার মানুষ হত্যার ঘটনাও ঘটে। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ করতে চায় ফটোগ্রাফার সুনীল। তার পথে আসতে থাকে নানা বাধা।

পুষ্পা ২—দ্য রুল (হিন্দি সিনেমা)

অভিনয়: আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, ফাহাদ ফাসিল

মুক্তি: ৩০ জানুয়ারি, নেটফ্লিক্স

গল্পসংক্ষেপ: পুষ্পা দ্য রাইজ পর্বে ‘পুষ্পা’র উত্থান দেখানো হয়েছিল। চন্দন কাঠ চোরাচালানে যে কোন্ডা রেড্ডির প্রিয় হয়ে ওঠে। মঙ্গলম শ্রীনুর মতো ঘাগু লোককে হারিয়ে হয়ে ওঠে সিন্ডিকেটের নেতা। সামান্য এক দিনমজুর থেকে নিজের বুদ্ধি ও শ্রম দিয়ে শীর্ষ স্থান দখল করে নেয়। হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী। এবার পুষ্পার লড়াই যেন নিজের সঙ্গে নিজের। নিজেকে ছাড়িয়ে যাওয়াই তার লক্ষ্য। ক্ষমতার এ খেলা পুষ্পা খেলে যায় নিজের ছকে। তার সামনে কোনো বাধাই বাধা হয়ে উঠতে পারে না।

দ্য স্নোগার্ল: সিজন ২ (স্প্যানিশ সিরিজ)

অভিনয়: মিলেনা স্মিথ, মিকি এসপারবি

মুক্তি: ৩১ জনুয়ারি, নেটফ্লিক্স

গল্পসংক্ষেপ: স্কুলপড়ুয়া এক মেয়ে খুন হয়েছে। কেউ একজন সেই খুনের বিষয়ে রহস্যময় একটি নোট দিয়ে যায় সাংবাদিক মিরেন রোজোকে। খুনের রহস্য উদ্‌ঘাটনে মাঠে নামার সিদ্ধান্ত নেয় মিরেন। বিপজ্জনক এক পরিকল্পনা সাজায় সে। যেকোনো মূল্যে এই রহস্য উদ্‌ঘাটনের প্রতিজ্ঞা করে মিরেন। তার সঙ্গী হয় নতুন সহকর্মী জেমি।

স্টোরি টেলার (হিন্দি সিনেমা)

অভিনয়: পরেশ রাওয়াল, আদিল হুসেন, অনিন্দিতা বসু, রেবতী, তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়

মুক্তি: ২৮ জানুয়ারি, ডিজনি হটস্টার

গল্পসংক্ষেপ: সত্যজিৎ রায়ের ‘গল্প বলিয়ে তারিণী খুড়ো’ অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। মুম্বাইয়ের ফ্রি প্রেস জার্নাল কাগজের এডিটর তারিণী বন্দ্যোপাধ্যায়। একদিন এক চাকরির বিজ্ঞাপন নজর কাড়ে তার। আহমেদাবাদের বলবন্দ পারেখ নামের একজন কাপড়ের ব্যবসায়ী এমন একজন গল্প বলিয়ের সন্ধান করছে, যে প্রতি রাতে তাকে একটি করে মৌলিক গল্প শোনাবে। তারিণী চাকরিটি নেয়। ছেলেকে নিয়ে আহমেদাবাদে চলে আসে। প্রতি রাতে একটি করে মৌলিক গল্প শোনায় পারেখকে। একসময় সেই গল্প ছাপিয়ে বিখ্যাত হয়ে ওঠে পারেখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত