নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাম ঘোষণা হতেই করতালির শব্দটা অস্বাভাবিক বেড়ে গেল। হবেই না কেন, তিনি যে বাঙালির কাছে পৌঁছেছিলেন সত্যজিৎ রায়ের হাত ধরে। সেটা গত শতকের ষাটের দশকে। সত্যজিতের অপু ত্রয়ীর শেষ ছবি অপুর সংসারের অপর্ণা তিনি। ভারতে একসময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী, সেই শর্মিলা ঠাকুর গতকাল শনিবার দ্যুতি ছড়ালেন রাজধানী ঢাকায়।
রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হলো গতকাল। জবুথবু শীতের রাজধানীতে উষ্ণতা ছড়াতে উৎসবে হাজির ছিলেন দেশি-বিদেশি সিনেমা আর সিনেমাওয়ালারা। সেখানেই হাজির ছিলেন শর্মিলা।
ঢাকায় বিদেশি অতিথি আসবেন আর তাঁর মুখে রাস্তার যানজটের কথা শোনা যাবে না, তা কি হয়! শর্মিলাও বক্তৃতার শুরুতে বললেন সে কথা। দুই মিনিটের হাঁটা পথ গাড়িতে বসে তাঁর লেগেছে পাক্কা আধা ঘণ্টা।
বাংলায় এসেছেন, সত্যজিতের কথা তো মনে করতেই হবে। অপুর সংসারের কথাও বললেন শর্মিলা। তবে ইংরেজিতে বলায় অনুরোধ এল, যেন বাংলা বলেন। বাংলায় তিনি বললেন বটে, তবে অল্পখানি। বোঝালেন তিনি বাংলা জানেন। তাঁর যুক্তি, আন্তর্জাতিক উৎসবে এমন ভাষায় কথা বলাই ভালো, যা সবাই বোঝেন।
চলচ্চিত্র নিয়ে বললেন অল্প। তাঁর কথায়, ‘এই উৎসবের স্লোগান বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। এটা অসাধারণ। ভালো ছবির মাধ্যমেই বিশ্বকে চেনা যায়। ইমেজ দিয়ে সবার সঙ্গে যোগাযোগ করা যায়। কারণ, ছবির কোনো নির্দিষ্ট ভাষা নেই। ছবির ভাষা সবাই বোঝে।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই সময়ের দর্শকেরা যে স্মার্ট, সেদিকে দৃষ্টি দিলেন তিনি। তাঁর ভাষ্য, ‘দেশের দর্শক এখন বেশ চৌকস। তাঁরা বিশ্বের সিনেমা সম্পর্কে খোঁজখবর রাখেন। বিভিন্ন চলচ্চিত্র উৎসব নিয়েও জানেন। আমি মনে করি, সিনেমার কোনো বাউন্ডারি নেই, এটা স্বপ্নকে বাস্তবে পরিণত করে।’
স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক আহমদ মুজতাবা জামাল। তিনি জানান, ভালো কিছু ছবি দেখানোর উদ্দেশ্যেই প্রতিবছর এই আয়োজন। প্রায় তিন দশক ধরে চলছে।
সমাপনী বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। আরও অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ঢাকায় চীনা দূতাবাসের উপদেষ্টা ইউ ইয়েন।
উৎসবের উদ্বোধনী ছবি ছিল ইরানি পরিচালক মুর্তাজা অতাশ জমজমের ‘ফেরেশতে’ এবং শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা নিয়ে শুরু হলো ৯ দিনব্যাপী এই জমজমাট আসর।
উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ছবিগুলো দেখা যাবে আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর অডিটরিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে। সব প্রদর্শনী সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
এবারের উৎসবের আকর্ষণীয় বিষয় মাস্টার ক্লাস। ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, নির্মাতা ও শিল্পী অঞ্জন দত্ত মাস্টার ক্লাস নেবেন। ২৭ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে এটি।
এ ছাড়া আরও নানা বিভাগে চলচ্চিত্র নিয়ে রয়েছে কর্মযজ্ঞ। থাকছে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’, মিথস্ক্রিয়ামূলক চার দিনব্যাপী সেমিনার ও কর্মশালা ‘ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা’।
নাম ঘোষণা হতেই করতালির শব্দটা অস্বাভাবিক বেড়ে গেল। হবেই না কেন, তিনি যে বাঙালির কাছে পৌঁছেছিলেন সত্যজিৎ রায়ের হাত ধরে। সেটা গত শতকের ষাটের দশকে। সত্যজিতের অপু ত্রয়ীর শেষ ছবি অপুর সংসারের অপর্ণা তিনি। ভারতে একসময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী, সেই শর্মিলা ঠাকুর গতকাল শনিবার দ্যুতি ছড়ালেন রাজধানী ঢাকায়।
রাজধানীর জাতীয় জাদুঘরের বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হলো গতকাল। জবুথবু শীতের রাজধানীতে উষ্ণতা ছড়াতে উৎসবে হাজির ছিলেন দেশি-বিদেশি সিনেমা আর সিনেমাওয়ালারা। সেখানেই হাজির ছিলেন শর্মিলা।
ঢাকায় বিদেশি অতিথি আসবেন আর তাঁর মুখে রাস্তার যানজটের কথা শোনা যাবে না, তা কি হয়! শর্মিলাও বক্তৃতার শুরুতে বললেন সে কথা। দুই মিনিটের হাঁটা পথ গাড়িতে বসে তাঁর লেগেছে পাক্কা আধা ঘণ্টা।
বাংলায় এসেছেন, সত্যজিতের কথা তো মনে করতেই হবে। অপুর সংসারের কথাও বললেন শর্মিলা। তবে ইংরেজিতে বলায় অনুরোধ এল, যেন বাংলা বলেন। বাংলায় তিনি বললেন বটে, তবে অল্পখানি। বোঝালেন তিনি বাংলা জানেন। তাঁর যুক্তি, আন্তর্জাতিক উৎসবে এমন ভাষায় কথা বলাই ভালো, যা সবাই বোঝেন।
চলচ্চিত্র নিয়ে বললেন অল্প। তাঁর কথায়, ‘এই উৎসবের স্লোগান বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স, বেটার সোসাইটি। এটা অসাধারণ। ভালো ছবির মাধ্যমেই বিশ্বকে চেনা যায়। ইমেজ দিয়ে সবার সঙ্গে যোগাযোগ করা যায়। কারণ, ছবির কোনো নির্দিষ্ট ভাষা নেই। ছবির ভাষা সবাই বোঝে।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এই সময়ের দর্শকেরা যে স্মার্ট, সেদিকে দৃষ্টি দিলেন তিনি। তাঁর ভাষ্য, ‘দেশের দর্শক এখন বেশ চৌকস। তাঁরা বিশ্বের সিনেমা সম্পর্কে খোঁজখবর রাখেন। বিভিন্ন চলচ্চিত্র উৎসব নিয়েও জানেন। আমি মনে করি, সিনেমার কোনো বাউন্ডারি নেই, এটা স্বপ্নকে বাস্তবে পরিণত করে।’
স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক আহমদ মুজতাবা জামাল। তিনি জানান, ভালো কিছু ছবি দেখানোর উদ্দেশ্যেই প্রতিবছর এই আয়োজন। প্রায় তিন দশক ধরে চলছে।
সমাপনী বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। আরও অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ঢাকায় চীনা দূতাবাসের উপদেষ্টা ইউ ইয়েন।
উৎসবের উদ্বোধনী ছবি ছিল ইরানি পরিচালক মুর্তাজা অতাশ জমজমের ‘ফেরেশতে’ এবং শ্যাম বেনেগালের ‘মুজিব: একটি জাতির রূপকার’। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫২টি সিনেমা নিয়ে শুরু হলো ৯ দিনব্যাপী এই জমজমাট আসর।
উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। ছবিগুলো দেখা যাবে আলিয়ঁস ফ্রঁসেজ ঢাকা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর অডিটরিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে। সব প্রদর্শনী সবাই বিনা মূল্যে উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
এবারের উৎসবের আকর্ষণীয় বিষয় মাস্টার ক্লাস। ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, নির্মাতা ও শিল্পী অঞ্জন দত্ত মাস্টার ক্লাস নেবেন। ২৭ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে এটি।
এ ছাড়া আরও নানা বিভাগে চলচ্চিত্র নিয়ে রয়েছে কর্মযজ্ঞ। থাকছে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’, মিথস্ক্রিয়ামূলক চার দিনব্যাপী সেমিনার ও কর্মশালা ‘ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা’।
মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১১ ঘণ্টা আগে৩০ জানুয়ারি লন্ডনে মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী ও অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৫ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগেনেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে...
১৬ ঘণ্টা আগে