Ajker Patrika

মৃণাল রূপে চঞ্চলকে নিয়ে উচ্ছ্বসিত শাহনাজ খুশি

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৩৮
মৃণাল রূপে চঞ্চলকে নিয়ে উচ্ছ্বসিত শাহনাজ খুশি

বেচু চ্যাটার্জি স্ট্রিট থেকে দেশপ্রিয় পার্ক, কলকাতা জুড়ে ‘পদাতিক’ সিনেমার শুটিং চলছে মহাসমারোহে। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ তাঁর ভূমিকায় অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। কয়েক দিন আগেই সিনেমায় মৃণাল সেন রূপে চঞ্চলের কিছু লুক প্রকাশ পেয়েছিল। এবার বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল চৌধুরীর আরও কিছু নতুন লুক। সেখানে যেন মৃণাল সেন রূপেই ধরা দিলেন বাংলাদেশের গুণী এই অভিনেতা।

ছবিগুলো পোস্ট করে শাহনাজ খুশি লেখেন, ‘তুই আর কি কি অনবদ্য অভিনয়ে/গেট-আপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু? তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালোবাসা! অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখব তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’ 

গত মাস থেকে কলকাতায় শুরু হয়েছে ‘পদাতিক’ এর শুটিং। মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনবেন পরিচালক সৃজিত মুখার্জি। 

 চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে। 

মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। 

মৃণাল সেন রূপে চঞ্চল চৌধুরীএই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন। কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন। 

মৃণাল সেন রূপে চঞ্চল চৌধুরীগত মাসে চলচ্চিত্রটির পোস্টার শেয়ার করে শুভকামনা জানিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত