আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
পরিত্যক্ত পুরোনো এক বাড়িতে থাকতে আসেন ব্রাহ্মণ। ক্রমে বাড়িতে থাকা অশরীরী আত্মাগুলোর সঙ্গে পরিচয় ঘটতে থাকে তাঁর। কিন্তু না, নৃশংস কোনো ব্যাপার ঘটে না। শুরুতে অস্বস্তি বোধ হলেও ক্রমে সেই অশরীরীদের কার্যকলাপের সঙ্গে মানিয়ে নেন তিনি। সঙ্গে আছে প্রেম, রোমাঞ্চকর নানা অলৌকিক ঘটনা। এখানেও ভুতুড়ে ভীতির চেয়ে মানুষের মাঝে থাকা ‘মায়া’ই বড় হয়ে ওঠে।
জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘মায়া’ অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে ওয়েব সিনেমা। সান প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। ওটিটি প্ল্যাটফর্মে দীপ্ত প্লেতে মুক্তি পাবে মায়া।
ভুতুড়ে বাড়ি এবং অগণিত ভূতের আনাগোনার দৃশ্য ধারণ করতেই দলবল নিয়ে অনিমেষ আইচ এসেছেন মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নের প্রয়াত কাইয়ুম আনসারীর মালিকানাধীন প্রাচীন জজবাড়িতে। গতকাল বুধবার শুটিং স্পটে কথা হয় এ সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে।
বিশাল জায়গাজুড়ে এক বাড়ি। বড় বড় গাছের ছায়াতলে প্রাচীন ইমারত, দুটি পুরোনো গভীর কুয়া, শ্যাওলাধরা রাস্তা ধরে কিছু দূর এগোলেই চোখে পড়ল শিউলি ফুলে ছেয়ে আছে পথটা। চারপাশে লতা-গুল্মে ভরা। এর পাশে গভীর বিশালাকৃতির পুকুর। দেখতে একেবারে ভৌতিক বাড়ি।
এই জজবাড়ি ২০০ বছরের পুরোনো। পরিচালক অনিমেষ আইচ বললেন, ‘কাহিনির প্রয়োজনে দরকার ছিল ঠিক এমনই একটা বাড়ি। আর সঙ্গে জনাদশেক ভূত। গল্পের সঙ্গে মিলে গেছে শতভাগ, ভূত জোগাড় করা গেছে, স্থানীয় শিল্পীদের অবয়বে মেকআপ মাখিয়ে।’
নির্মাতা জানান, এই সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, বৃন্দাবন দাস, তানভীর হোসেন প্রবাল, দিব্য, সৌম্য, টাপুর, টুপুর, গোলাম ফরিদা ছন্দা, দীপা, জহির, আলমগীর, এ কে এম আজিজুল ইসলাম, গিনি প্রমুখ।
নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস বলেন, ‘লোকেশনটা খুব ভালো। একেবারে গল্পের উপযোগী। ভিন্নমাত্রার গল্প আর নির্মাণশৈলী মিলিয়ে দর্শকদের ভালো লাগবে আশা করছি।’ সহকারী পরিচালক আল শাহরিয়ার ফাহিম জানালেন, শুটিং প্রায় শেষের দিকে। বেশির ভাগ শুটিং হয়েছে বানিয়াজুরীর এই বাড়িতে। আগামী বছরের শুরুর দিকেই মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। তরুণ অভিনেতা দিব্য জ্যোতি বলেন, ‘অনিমেষ আঙ্কেলের সঙ্গে আমার এটি প্রথম কাজ। ভালো গল্প। লোকেশনও চমৎকার। কমসংখ্যক চরিত্র নিয়ে নির্মিত। তবে দর্শক নতুন এবং ভালো কিছু দেখতে পাবেন।’
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘প্রাচীন কাহিনি, অলৌকিক, ভুতুড়ে কিন্তু রোমাঞ্চময়। দর্শকদের ভালো লাগার মতো সব উপকরণই আছে এতে। চমৎকার একটি ওয়েব ফিল্ম হবে মায়া।’ পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘এটি একটি ভৌতিক গল্পের সিনেমা। বলতে পারেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক নম্বর দেশি ভূতের গল্প। মানিকগঞ্জের বানিয়াজুরীর এই লোকেশনটায় প্রথম শুটিং করলাম। টানা সাত দিন শুটিং করেছি আমরা। স্থানীয় অনেক শিল্পী ও বাসিন্দার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে পারব।’
পরিত্যক্ত পুরোনো এক বাড়িতে থাকতে আসেন ব্রাহ্মণ। ক্রমে বাড়িতে থাকা অশরীরী আত্মাগুলোর সঙ্গে পরিচয় ঘটতে থাকে তাঁর। কিন্তু না, নৃশংস কোনো ব্যাপার ঘটে না। শুরুতে অস্বস্তি বোধ হলেও ক্রমে সেই অশরীরীদের কার্যকলাপের সঙ্গে মানিয়ে নেন তিনি। সঙ্গে আছে প্রেম, রোমাঞ্চকর নানা অলৌকিক ঘটনা। এখানেও ভুতুড়ে ভীতির চেয়ে মানুষের মাঝে থাকা ‘মায়া’ই বড় হয়ে ওঠে।
জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘মায়া’ অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে ওয়েব সিনেমা। সান প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। ওটিটি প্ল্যাটফর্মে দীপ্ত প্লেতে মুক্তি পাবে মায়া।
ভুতুড়ে বাড়ি এবং অগণিত ভূতের আনাগোনার দৃশ্য ধারণ করতেই দলবল নিয়ে অনিমেষ আইচ এসেছেন মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নের প্রয়াত কাইয়ুম আনসারীর মালিকানাধীন প্রাচীন জজবাড়িতে। গতকাল বুধবার শুটিং স্পটে কথা হয় এ সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে।
বিশাল জায়গাজুড়ে এক বাড়ি। বড় বড় গাছের ছায়াতলে প্রাচীন ইমারত, দুটি পুরোনো গভীর কুয়া, শ্যাওলাধরা রাস্তা ধরে কিছু দূর এগোলেই চোখে পড়ল শিউলি ফুলে ছেয়ে আছে পথটা। চারপাশে লতা-গুল্মে ভরা। এর পাশে গভীর বিশালাকৃতির পুকুর। দেখতে একেবারে ভৌতিক বাড়ি।
এই জজবাড়ি ২০০ বছরের পুরোনো। পরিচালক অনিমেষ আইচ বললেন, ‘কাহিনির প্রয়োজনে দরকার ছিল ঠিক এমনই একটা বাড়ি। আর সঙ্গে জনাদশেক ভূত। গল্পের সঙ্গে মিলে গেছে শতভাগ, ভূত জোগাড় করা গেছে, স্থানীয় শিল্পীদের অবয়বে মেকআপ মাখিয়ে।’
নির্মাতা জানান, এই সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, বৃন্দাবন দাস, তানভীর হোসেন প্রবাল, দিব্য, সৌম্য, টাপুর, টুপুর, গোলাম ফরিদা ছন্দা, দীপা, জহির, আলমগীর, এ কে এম আজিজুল ইসলাম, গিনি প্রমুখ।
নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস বলেন, ‘লোকেশনটা খুব ভালো। একেবারে গল্পের উপযোগী। ভিন্নমাত্রার গল্প আর নির্মাণশৈলী মিলিয়ে দর্শকদের ভালো লাগবে আশা করছি।’ সহকারী পরিচালক আল শাহরিয়ার ফাহিম জানালেন, শুটিং প্রায় শেষের দিকে। বেশির ভাগ শুটিং হয়েছে বানিয়াজুরীর এই বাড়িতে। আগামী বছরের শুরুর দিকেই মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। তরুণ অভিনেতা দিব্য জ্যোতি বলেন, ‘অনিমেষ আঙ্কেলের সঙ্গে আমার এটি প্রথম কাজ। ভালো গল্প। লোকেশনও চমৎকার। কমসংখ্যক চরিত্র নিয়ে নির্মিত। তবে দর্শক নতুন এবং ভালো কিছু দেখতে পাবেন।’
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘প্রাচীন কাহিনি, অলৌকিক, ভুতুড়ে কিন্তু রোমাঞ্চময়। দর্শকদের ভালো লাগার মতো সব উপকরণই আছে এতে। চমৎকার একটি ওয়েব ফিল্ম হবে মায়া।’ পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘এটি একটি ভৌতিক গল্পের সিনেমা। বলতে পারেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক নম্বর দেশি ভূতের গল্প। মানিকগঞ্জের বানিয়াজুরীর এই লোকেশনটায় প্রথম শুটিং করলাম। টানা সাত দিন শুটিং করেছি আমরা। স্থানীয় অনেক শিল্পী ও বাসিন্দার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে পারব।’
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে