বিনোদন ডেস্ক
রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকেই সালমানের সঙ্গে পরিচয় অভিনেত্রী শেহনাজ গিলের। সেই সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে বলতেই হয়। শেহনাজকে পাঞ্জাবের ক্যাটরিনা বলেও ডাকেন সল্লু। গতকাল মঙ্গলবার অভিনেতার বোন অর্পিতার ঈদ পার্টিতে অন্য অনেক তারকার সঙ্গে গিয়েছিলেন শেহনাজও। আর পার্টি শেষে সালমান-শেহনাজের রোমাঞ্চ এখন টক অব দ্য টাউন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, পার্টি শেষে শেহনাজকে বাড়ির বাইরে ছাড়তে আসেন সালমান। এতে আনন্দে আত্মহারা হয়ে যান অভিনেত্রী। প্রকাশ্যে বলিউডের সুলতানকে জড়িয়ে ধরে চুমু খান। আর তাতেই লজ্জায় লাল সল্লু। এর পর শেহনাজ সালমানকে অনুরোধ করেন গাড়ি পর্যন্ত তাঁকে পৌঁছে দিতে। হাত ধরে টানতে থাকেন। শেষমেশ গাড়ি পর্যন্তই ছেড়ে আসেন ভাইজান। খুশি হয়ে চেঁচিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘দেখো সালমান খান আমাকে পৌঁছে দিতে এসেছেন।’
মুহূর্তেই এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সালমান ভক্তদের দাবি, এমন কাজ আগে করেননি ভাইজান। তবে কি সত্যিই রোমাঞ্চ করছেন সালমান-শেহনাজ! ‘বিগ বস’ থেকেই সালমান খানের বেশ পছন্দের শেহনাজ গিল। বলিপাড়ায় জোর গুঞ্জন, ভাইজানের পরবর্তী ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে অভিনয় করতে চলেছেন শেহনাজ। এমনকি সালমান নাকি স্পষ্ট জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য শেহনাজ যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারেন!
এবার ঈদে বেশ খোশমেজাজে ছিলেন সালমান। প্রতিবছর নিয়ম করে বান্দ্রায় তাঁর ‘গ্যালাক্সি’ আবাসনের ফ্ল্যাটের বারান্দায় এসে অপেক্ষারত ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান। গত দুই বছর করোনার কারণে তা সম্ভব হয়নি। এবার ভাইজান নিজের বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। হাজারো মানুষ ভিড় করেন গ্যালাক্সির সামনে। সালমান ভক্তদের সামাল দিতে পুলিশকে রীতিমতো লাঠিপেটা করতে হয়।
রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকেই সালমানের সঙ্গে পরিচয় অভিনেত্রী শেহনাজ গিলের। সেই সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে বলতেই হয়। শেহনাজকে পাঞ্জাবের ক্যাটরিনা বলেও ডাকেন সল্লু। গতকাল মঙ্গলবার অভিনেতার বোন অর্পিতার ঈদ পার্টিতে অন্য অনেক তারকার সঙ্গে গিয়েছিলেন শেহনাজও। আর পার্টি শেষে সালমান-শেহনাজের রোমাঞ্চ এখন টক অব দ্য টাউন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, পার্টি শেষে শেহনাজকে বাড়ির বাইরে ছাড়তে আসেন সালমান। এতে আনন্দে আত্মহারা হয়ে যান অভিনেত্রী। প্রকাশ্যে বলিউডের সুলতানকে জড়িয়ে ধরে চুমু খান। আর তাতেই লজ্জায় লাল সল্লু। এর পর শেহনাজ সালমানকে অনুরোধ করেন গাড়ি পর্যন্ত তাঁকে পৌঁছে দিতে। হাত ধরে টানতে থাকেন। শেষমেশ গাড়ি পর্যন্তই ছেড়ে আসেন ভাইজান। খুশি হয়ে চেঁচিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘দেখো সালমান খান আমাকে পৌঁছে দিতে এসেছেন।’
মুহূর্তেই এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সালমান ভক্তদের দাবি, এমন কাজ আগে করেননি ভাইজান। তবে কি সত্যিই রোমাঞ্চ করছেন সালমান-শেহনাজ! ‘বিগ বস’ থেকেই সালমান খানের বেশ পছন্দের শেহনাজ গিল। বলিপাড়ায় জোর গুঞ্জন, ভাইজানের পরবর্তী ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে অভিনয় করতে চলেছেন শেহনাজ। এমনকি সালমান নাকি স্পষ্ট জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য শেহনাজ যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারেন!
এবার ঈদে বেশ খোশমেজাজে ছিলেন সালমান। প্রতিবছর নিয়ম করে বান্দ্রায় তাঁর ‘গ্যালাক্সি’ আবাসনের ফ্ল্যাটের বারান্দায় এসে অপেক্ষারত ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান। গত দুই বছর করোনার কারণে তা সম্ভব হয়নি। এবার ভাইজান নিজের বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। হাজারো মানুষ ভিড় করেন গ্যালাক্সির সামনে। সালমান ভক্তদের সামাল দিতে পুলিশকে রীতিমতো লাঠিপেটা করতে হয়।
বাংলা পপগানের পথিকৃৎ আজম খান। বাংলাদেশের পপসংগীতের ‘গুরু’ বলা হয় তাঁকে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আজম খান। এমন খবরে খুশি তাঁর পরিবারের সদস্যরা। তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়
১৩ ঘণ্টা আগেশিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এই সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এবার রোজার ঈদ উপলক্ষেও নির্মিত হয়েছে ছোটকাকু। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতারা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মাণ হলেও প্রচার হতে পারে সিরিজ আকারেও।
১৩ ঘণ্টা আগেবলিউডের বহুল প্রতীক্ষিত সিকুয়েল সিনেমাগুলোর অন্যতম ‘ডন থ্রি’। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর এবার ডন চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। গত বছরের শুরুতে জানা গিয়েছিল, সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। এক বছর পর শোনা যাচ্ছে, ডন থ্রি করবেন না কিয়ারা। ইতিমধ্যে এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন
১৪ ঘণ্টা আগেআজ মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে কুকিং রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। সারা দেশ থেকে রান্নার প্রতিভা খুঁজে আনতে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেছে স্কয়ার গ্রুপের মসলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।
১৪ ঘণ্টা আগে