বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রতি ঈদের বিশেষ আয়োজন হিসেবে বাংলাদেশ টেলিভিশন প্রচার করে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারের আনন্দ মেলায়ও থাকছে তারকাদের বর্ণিল পরিবেশনা। ‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে তৈরি হয়েছে এবারের আনন্দ মেলা। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা—সবই থাকছে অনুষ্ঠানে।
আনন্দ মেলার একটি বিশেষ পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি চিত্রনায়ক প্রয়াত ফারুককে উৎসর্গ করে। তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’ ও ‘তুমি ডুব দিয়ো না জলে কন্যা’—গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাঁদের।
‘আমার নাম মিস বুবলী’ ও ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন মুক্তিপ্রতীক্ষিত ঈদের সিনেমা ‘প্রহেলিকা’র অভিনেতা মাহফুজ আহমেদ ও বুবলী। ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স। আড্ডা-পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন ও রোশান এবং চিত্রনায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করবে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ ও সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তাঁর কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।
মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
প্রতি ঈদের বিশেষ আয়োজন হিসেবে বাংলাদেশ টেলিভিশন প্রচার করে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারের আনন্দ মেলায়ও থাকছে তারকাদের বর্ণিল পরিবেশনা। ‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে তৈরি হয়েছে এবারের আনন্দ মেলা। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা—সবই থাকছে অনুষ্ঠানে।
আনন্দ মেলার একটি বিশেষ পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি চিত্রনায়ক প্রয়াত ফারুককে উৎসর্গ করে। তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’ ও ‘তুমি ডুব দিয়ো না জলে কন্যা’—গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাঁদের।
‘আমার নাম মিস বুবলী’ ও ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন মুক্তিপ্রতীক্ষিত ঈদের সিনেমা ‘প্রহেলিকা’র অভিনেতা মাহফুজ আহমেদ ও বুবলী। ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স। আড্ডা-পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন ও রোশান এবং চিত্রনায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করবে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ ও সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তাঁর কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।
মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি...
২ ঘণ্টা আগেবিশ্বের সর্বোচ্চ আয়কারী অভিনেতা-অভিনেত্রীদের তালিকা প্রকাশ করেছে প্রখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস। আর ২০২৪ সালের জন্য প্রকাশিত এই তালিকায় ডোয়াইন জনসন চার বছর পর আবারও শীর্ষে ফিরেছেন। গত বছরে তিনি বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে রায়ান রেনল্ডস ও জেরি সাইনফেল্ডের মতো তারকাদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল...
৪ ঘণ্টা আগেভারতের জনপ্রিয় সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তাঁর অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। অবশেষে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এ কণ্ঠশিল্পী। তাঁর এক্স হ্যান্ডেল...
৬ ঘণ্টা আগেঅভিনেতা নিলয় আলমগীরের পশুপ্রেমের কথা তাঁর কাছের মানুষ কমবেশি সবাই জানেন। মাঝেমধ্যেই তিনি পথপশুদের জন্য খাবারের ব্যবস্থা করেন। কয়েক দিন আগেও সেন্ট মার্টিনের কুকুরগুলোর জন্য খাবার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন নিলয়। কারণ ওই সময়টায় দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ বন্ধ ছিল। এবার নাটকেও দেখা মিলবে নিলয়ের...
৭ ঘণ্টা আগে