প্রতি ঈদের বিশেষ আয়োজন হিসেবে বাংলাদেশ টেলিভিশন প্রচার করে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারের আনন্দ মেলায়ও থাকছে তারকাদের বর্ণিল পরিবেশনা। ‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে তৈরি হয়েছে এবারের আনন্দ মেলা। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা—সবই থাকছে অনুষ্ঠানে।
আনন্দ মেলার একটি বিশেষ পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি চিত্রনায়ক প্রয়াত ফারুককে উৎসর্গ করে। তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’ ও ‘তুমি ডুব দিয়ো না জলে কন্যা’—গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাঁদের।
‘আমার নাম মিস বুবলী’ ও ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন মুক্তিপ্রতীক্ষিত ঈদের সিনেমা ‘প্রহেলিকা’র অভিনেতা মাহফুজ আহমেদ ও বুবলী। ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স। আড্ডা-পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন ও রোশান এবং চিত্রনায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করবে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ ও সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তাঁর কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।
মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
প্রতি ঈদের বিশেষ আয়োজন হিসেবে বাংলাদেশ টেলিভিশন প্রচার করে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’। এবারের আনন্দ মেলায়ও থাকছে তারকাদের বর্ণিল পরিবেশনা। ‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ’ থিমকে উপজীব্য করে তৈরি হয়েছে এবারের আনন্দ মেলা। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। নাচ, গান, আড্ডা, নাটিকা—সবই থাকছে অনুষ্ঠানে।
আনন্দ মেলার একটি বিশেষ পর্ব সাজানো হয়েছে কিংবদন্তি চিত্রনায়ক প্রয়াত ফারুককে উৎসর্গ করে। তাঁর অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’ ও ‘তুমি ডুব দিয়ো না জলে কন্যা’—গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাঁদের।
‘আমার নাম মিস বুবলী’ ও ‘মেঘের নৌকা তুমি’ গানের কোলাজের সঙ্গে নাচবেন মুক্তিপ্রতীক্ষিত ঈদের সিনেমা ‘প্রহেলিকা’র অভিনেতা মাহফুজ আহমেদ ও বুবলী। ওয়ার্দা রিহাব ও তাঁর দলের পরিবেশনায় থাকছে মডার্ন মিউজিক্যাল ড্যান্স। আড্ডা-পর্ব ‘একালের নায়ক সেকালের নায়িকা’য় অংশ নিয়েছেন চিত্রনায়ক ইমন ও রোশান এবং চিত্রনায়িকা অঞ্জনা ও নূতন। কণ্ঠশিল্পী ইসলাম উদ্দিন পালাকারের কণ্ঠে থাকছে লোকসংগীত। ব্যান্ড ওয়ারফেজ পরিবেশন করবে ‘রক্তিম আকাশ স্তব্ধ সেখানে’ শিরোনামের নতুন একটি গান। এ ছাড়া ‘এই পথ চলা দূর বহুদূর’ শিরোনামে মৌলিক গান গেয়েছেন সাব্বির, মিলন মাহমুদ, লিজা ও নিশিতা বড়ুয়া। তিনটি নাটিকায় অংশ নিয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাহমুদুজ্জামান মিঠু, আনন্দ খালেদ ও সুজাত শিমুল। থাকছে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠায় অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের ত্যাগ ও তাঁর কর্মময় জীবনের ওপর বিশেষ প্রামাণ্যচিত্র।
মো. মাহফুজার রহমান, মো. লুৎফর রহমান ও ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আনন্দ মেলা প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
২ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি ও মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেসঞ্জয় লীলা বনসালীর আগের ছবি ‘হাম দিল দে চুকে সনমের’ শুটিংয়ের সময় সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের মধ্যে শুরু হয় তুমুল প্রেম। বলিউডের সবচেয়ে আলোচিত সেই প্রেমকাহিনিতে ছিল উত্তেজনা, অধিকারবোধ আর দ্বন্দ্বের ছায়া। ‘দেবদাস’-এর শুটিং যখন শুরু হয়, তখন তাদের সম্পর্ক পৌঁছেছে ভাঙনের কিনারায়।
৬ ঘণ্টা আগেবলিউডে টক শোর রাজত্ব এত দিন ছিল করণ জোহরের হাতে। এবার সেই মঞ্চ কেঁপে উঠবে দুই সাহসী আর ঠোঁটকাটা অভিনেত্রীর দাপটে। প্রাইম ভিডিও আনছে নতুন টক শো। সেটির উপস্থাপনায় থাকবেন কাজল ও টুইঙ্কেল খান্না।
৬ ঘণ্টা আগে