অনলাইন ডেস্ক
ঢাকা: টেসলার সিইও ইলন মাস্ককে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আগামী ৮ মে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'স্যাটার ডে নাইট লাইভ'–এ তিনি উপস্থাপনা করবেন। তার অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস। মাইলি ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম 'প্লাস্টিক হার্ট'।
স্যাটার ডে নাইট লাইভে ব্যবসায়ীদের খুব একটা দেখা যায় না। মাস্কের জনপ্রিয়তা বেশি বলেই তাকে উপস্থাপক হিসেবে ডাকা হয়েছে।
এর আগে আয়রন ম্যান ২ সিনেমাতে মাস্ককে অতিথি চরিত্রে দেখা গেছে। ‘থ্যাংক্যু ফর স্মোকিং’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। ইলন মাস্কের বোন টোসকা মাস্ক দক্ষিণ আফ্রিকার একজন চলচ্চিত্র নির্মাতা। ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যাশনফ্লিক্সেরও প্রতিষ্ঠাতা তিনি। আর মাস্কের মা ছিলেন মডেল। অবশ্য ইলন মাস্কের সঙ্গে এখন হলিউডের কোনো সম্পর্ক নেই।
এদিকে স্যাটার ডে নাইট লাইভের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এক বিলিয়নেয়ার বিজনেস মোগল, এটি অনেকে মেনে নিতে পারছেন না।
যদিও স্যাটার ডে নাইট লাইভে হলিউড তারকা না হয়ে ব্যবসায়ীকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মাস্ক অবশ্য এই দায়িত্ব পেয়ে বেশ খুশিই হয়েছিলেন। টুইট করে নিজেই উপস্থাপনার কথা জানিয়েছিলেন। টুইটে তিনি লেখেন, স্যাটার ডে নাইট লাইভ আসলে কেমন হয় তা এবার জানা যাবে।
এনবিসি চ্যানেলের কমেডি শো স্যাটার ডে নাইট লাইভ। অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ১৯৭৫ সালের অক্টোবরে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো টিভি শো। নামি প্রায় সব মার্কিন তারকা এতে অংশ নিয়েছেন।
ঢাকা: টেসলার সিইও ইলন মাস্ককে এবার উপস্থাপক হিসেবে দেখা যাবে। আগামী ৮ মে জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'স্যাটার ডে নাইট লাইভ'–এ তিনি উপস্থাপনা করবেন। তার অতিথি হিসেবে থাকবেন সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস। মাইলি ষষ্ঠবারের মতো এই অনুষ্ঠানে আসছেন। গত নভেম্বরে মুক্তি পেয়েছে তার নতুন অ্যালবাম 'প্লাস্টিক হার্ট'।
স্যাটার ডে নাইট লাইভে ব্যবসায়ীদের খুব একটা দেখা যায় না। মাস্কের জনপ্রিয়তা বেশি বলেই তাকে উপস্থাপক হিসেবে ডাকা হয়েছে।
এর আগে আয়রন ম্যান ২ সিনেমাতে মাস্ককে অতিথি চরিত্রে দেখা গেছে। ‘থ্যাংক্যু ফর স্মোকিং’ সিনেমার প্রযোজক ছিলেন তিনি। ইলন মাস্কের বোন টোসকা মাস্ক দক্ষিণ আফ্রিকার একজন চলচ্চিত্র নির্মাতা। ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যাশনফ্লিক্সেরও প্রতিষ্ঠাতা তিনি। আর মাস্কের মা ছিলেন মডেল। অবশ্য ইলন মাস্কের সঙ্গে এখন হলিউডের কোনো সম্পর্ক নেই।
এদিকে স্যাটার ডে নাইট লাইভের মতো একটি অনুষ্ঠান উপস্থাপনা করবেন এক বিলিয়নেয়ার বিজনেস মোগল, এটি অনেকে মেনে নিতে পারছেন না।
যদিও স্যাটার ডে নাইট লাইভে হলিউড তারকা না হয়ে ব্যবসায়ীকে উপস্থাপনার দায়িত্ব দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৫ সালে অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
মাস্ক অবশ্য এই দায়িত্ব পেয়ে বেশ খুশিই হয়েছিলেন। টুইট করে নিজেই উপস্থাপনার কথা জানিয়েছিলেন। টুইটে তিনি লেখেন, স্যাটার ডে নাইট লাইভ আসলে কেমন হয় তা এবার জানা যাবে।
এনবিসি চ্যানেলের কমেডি শো স্যাটার ডে নাইট লাইভ। অনুষ্ঠানটির প্রচার শুরু হয় ১৯৭৫ সালের অক্টোবরে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো টিভি শো। নামি প্রায় সব মার্কিন তারকা এতে অংশ নিয়েছেন।
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি।
১২ ঘণ্টা আগে২০২১ সালে দেহদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। সে বছর ২২ সেপ্টেম্বর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর করার সময়ের ছবি শেয়ার করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছিলেন কবীর সুমন।
১২ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান।
১২ ঘণ্টা আগেডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান...
১২ ঘণ্টা আগে