Ajker Patrika

২৬ বছর বয়সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগীর প্রাণ কেড়ে নিল ক্যানসার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৩: ২২
২৬ বছর বয়সে মিস ওয়ার্ল্ড প্রতিযোগীর প্রাণ কেড়ে নিল ক্যানসার

মাত্র ২৬ বছরে মারা গেছেন সাবেক মিস ওয়ার্ল্ড প্রতিযোগী শেরিকা দে আর্মাস। ২০১৫ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিশ্বমঞ্চে উরুগুয়ের প্রতিনিধিত্বকারী ছিলেন তিনি। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত শুক্রবার (১৩ অক্টোবর) ক্যানসারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

সংবাদমাধ্যমটি প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ দুই বছর ধরে জরায়ু ক্যানসারে ভুগছিলেন শেরিকা। সম্প্রতি তাঁকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দিতে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষমেশ আর বাঁচানো যায়নি, পরপারে পাড়ি জমান এই সুন্দরী।

শেরিকার অকাল মৃত্যুতে উরুগুয়ের শোবিজ অঙ্গনে নেমেছে শোকের ছায়া। মিস উরুগুয়ে মুকুটজয়ী লোলা দে লস সান্তোস বলেন, ‘আমি সারা জীবন আপনাকে মনে রাখব। শুধু আমাকে সাহস জোগানো কিংবা আমার বিকাশে সহায়তা করার জন্য নয়, তার চেয়ে বরং আমি আপনার স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ সান্নিধ্যের জন্যই বেশি মনে রাখব।’

শেরিকা দে আর্মাসপ্রসঙ্গত, ২০১৫ সালে চীনে আয়োজিত মিস ওয়ার্ল্ড আসরে সেরা ৩০-এর মধ্যে ছিলেন না শেরিকা দে আর্মাস। তবে রেকর্ড গড়েছিলেন ওই আসরে কনিষ্ঠদের একজন হয়ে। কারণ, ১৮ বছর বয়সে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সুন্দরী ছিলেন মাত্র ছয়জন, তাঁদের একজন ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত