দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা হাইসুর লাশ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে নিজ বাসা থেকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, ২৯ বছর বয়সী এ গায়িকার সুইসাইড নোট এটি।
দক্ষিণ কোরিয়ার অনলাইন নিউজ পোর্টাল নাভের এই খবর প্রকাশ করেছে।
হাইসুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে তাঁর গানের দল, গতকাল ১৫ মে। ব্যান্ডের বিবৃতিতে বলা হয়, হাইসু গত ১২ মে মারা গেছেন। খুবই ছোট করে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। গায়িকাকে নিয়ে ভুয়া সংবাদ ছড়ানো থেকে সবাইকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে ব্যান্ড দলটি।
পুলিশ বলছে, ১২ মে একটি বাসভবনে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে নিশ্চিত হওয়া গেছে যে মৃত ব্যক্তি গায়িকা হাইসু, যার প্রকৃত নাম কিম আরা।
দক্ষিণ কোরিয়ার নিউজ চ্যানেল ওয়াইটিএনের তথ্য অনুসারে, হাইসু তাঁর গানের ক্যারিয়ার শুরু করেন ২০১৯ সালের নভেম্বরে।
গত মাসে কে-পপ তারকা মুনবিনকেও নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। বয় ব্যান্ড অ্যাস্ট্রোর সদস্য ছিলেন মুনবিন (২৫)।
উল্লেখ্য, হাইসু ছিলেন দক্ষিণ কোরিয়ার ট্রট ঘরানার গানের শিল্পী। ট্রট মিউজিক কোরিয়ার অন্যতম জনপ্রিয় মিউজিক ঘরানা। কেউ কেউ এটিকে কে-পপ সংগীতের প্রাচীনতম রূপ (জাপানি ঔপনিবেশিক শাসনকালের) বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে কে-পপের একটি উপ-ধারা হিসেবেও দেখেন।
ট্রট মিউজিক প্রায়শই পুরোনো প্রজন্মের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। তবে এই ধারাটি ক্রমাগত বিকশিত হয়ে কোরিয়ার সংগীতশিল্পে জায়গা করে নিয়েছে। হাইসু এই ধারার অন্যতম জনপ্রিয় মুখ।
প্রায় এক মাস পর আবারও দেখা যাবে নাটকটি। রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী ২ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে কাদামাটি নাটকের দ্বিতীয় প্রদর্শনী।
২৬ মিনিট আগেচোখের নিমেষে যেন কেটে গেল একটি বছর। মনে হচ্ছে, এই তো সেদিন আমরা দুই ভাই হাসতে হাসতে কী দারুণ আড্ডা দিলাম। হ্যাঁ, জুয়েল ভাই তো আমার নিজেরই ভাই। তাঁর সঙ্গে আমার প্রথম দেখা ১৯৯২ সালে, শাহবাগের আজিজ সুপার মার্কেটে। তাঁর অফিস ছিল সেখানে। ওখানেই তাঁর সঙ্গে আমার প্রথম আলাপ, পরিচয় ও সখ্য। একটা সময় নিয়মিত য
৪ ঘণ্টা আগেঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’।
১৪ ঘণ্টা আগে২৫০ পর্বের মাইলফলক স্পর্শ করছে বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। আগামীকাল বুধবার (৩০ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিকটির ২৫০তম পর্ব।
১৪ ঘণ্টা আগে