Ajker Patrika

বিয়ের আলোচনায় আপত্তি ফারিয়ার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রাম
নুসরাত ফারিয়া। ছবি: ইনস্টাগ্রাম

২০২০ সালের জুনে সোশ্যাল মিডিয়ায় রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদলের খবর দেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সে সময় নায়িকা জানিয়েছিলেন, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। তবে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। গত বছর ফারিয়া জানান, বিয়েটা আর হচ্ছে না, ভেঙে গেছে তাঁদের ৯ বছরের সম্পর্ক। এর পর থেকে একাই আছেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে ফারিয়া জানান, বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ তাঁর। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, বিয়ের জন্য পাত্র খুঁজছেন নুসরাত ফারিয়া। তবে বিয়ে নিয়ে এসব আলোচনায় আপত্তি আছে ফারিয়ার। জানালেন, এখন কাজ আর পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চান।

প্রেম-বিয়ে নিয়ে নুসরাত ফারিয়া জানান, ভবিষ্যতে এমন মানুষের সঙ্গে সম্পর্কে জড়াতে চান, যিনি হবেন শিক্ষিত, স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। নারীদের সম্মান করবেন। কিছু বলার আগেই তাঁর চোখের ইশারায় সবকিছু বুঝে নেবেন। এমন মানুষ খুঁজে পেলেই সম্পর্কে জড়াবেন। এবার আর দীর্ঘ সময় প্রেম নয়, বরং কিছুদিন প্রেম করেই নেবেন বিয়ের সিদ্ধান্ত।

এমন মন্তব্যের পর চর্চা শুরু হয় ফারিয়ার বিয়ে নিয়ে। বিষয়টি নজর এড়ায়নি নায়িকার। তারই পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে সরব হলেন ফারিয়া। জানালেন প্রতিক্রিয়া। ফেসবুকে ফারিয়া লিখেছেন, ‘জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হলে খুব ভালোই হতো। কিন্তু বাস্তবতা অন্য রকম। তাই আপাতত আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে। কয়েক দিন পর পর আমার বিয়ে নিয়ে মাতামাতি হয়, দেখতে মজাই লাগে। কিন্তু এখন কাজ আর একটু পড়াশোনা করতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত