Ajker Patrika

অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবার প্রয়াণ

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১০: ২১
অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবার প্রয়াণ

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা আর নেই। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চঞ্চল চৌধুরী রাত ১০টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বাবা...’ লিখে পোস্ট করেছেন।

চঞ্চল চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি রাত ১০টার দিকে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭:৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহজগতের মায়া ত্যাগ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য তাঁর নিজ গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন হবে।’

শাহনাজ খুশি আজকের পত্রিকাকে বলেন, ‘চঞ্চল চৌধুরীর বাবার বয়স হয়েছিল ৯২ বছরের বেশি। গত ১২ ডিসেম্বর তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর তাঁকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।’

শাহনাজ খুশি জানান, হাসপাতাল থেকে মরদেহ আগে ঢাকায় চঞ্চল চৌধুরীর বাসায় নিয়ে আসা হবে। আজ রাতেই গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার কামারহাটের উদ্দেশে নিয়ে যাওয়া হবে মরদেহ। আগামীকাল বুধবার সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। 

দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তাঁর। আজ সন্ধ্যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে। 

চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী এলাকায় দুলাল মাস্টার বলে পরিচিত। বার্ধক্যের কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত