বিনোদন প্রতিবেদক, ঢাকা
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা আর নেই। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চঞ্চল চৌধুরী রাত ১০টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বাবা...’ লিখে পোস্ট করেছেন।
চঞ্চল চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি রাত ১০টার দিকে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭:৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহজগতের মায়া ত্যাগ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য তাঁর নিজ গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন হবে।’
শাহনাজ খুশি আজকের পত্রিকাকে বলেন, ‘চঞ্চল চৌধুরীর বাবার বয়স হয়েছিল ৯২ বছরের বেশি। গত ১২ ডিসেম্বর তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর তাঁকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।’
শাহনাজ খুশি জানান, হাসপাতাল থেকে মরদেহ আগে ঢাকায় চঞ্চল চৌধুরীর বাসায় নিয়ে আসা হবে। আজ রাতেই গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার কামারহাটের উদ্দেশে নিয়ে যাওয়া হবে মরদেহ। আগামীকাল বুধবার সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তাঁর। আজ সন্ধ্যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে।
চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী এলাকায় দুলাল মাস্টার বলে পরিচিত। বার্ধক্যের কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা আর নেই। আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চঞ্চল চৌধুরী রাত ১০টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বাবা...’ লিখে পোস্ট করেছেন।
চঞ্চল চৌধুরীর ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী শাহনাজ খুশি রাত ১০টার দিকে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় বন্ধু চঞ্চল চৌধুরীর বাবা সন্ধ্যা ৭:৫০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইহজগতের মায়া ত্যাগ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। চঞ্চল এবং তার পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য প্রার্থনা করি। চঞ্চলের বাবার শেষকৃত্য তাঁর নিজ গ্রামের বাড়ি পাবনার কামারহাটে সম্পন্ন হবে।’
শাহনাজ খুশি আজকের পত্রিকাকে বলেন, ‘চঞ্চল চৌধুরীর বাবার বয়স হয়েছিল ৯২ বছরের বেশি। গত ১২ ডিসেম্বর তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। এরপর তাঁকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি।’
শাহনাজ খুশি জানান, হাসপাতাল থেকে মরদেহ আগে ঢাকায় চঞ্চল চৌধুরীর বাসায় নিয়ে আসা হবে। আজ রাতেই গ্রামের বাড়ি পাবনার সুজানগর উপজেলার কামারহাটের উদ্দেশে নিয়ে যাওয়া হবে মরদেহ। আগামীকাল বুধবার সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
দুই সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তাঁর। আজ সন্ধ্যায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে।
চঞ্চল চৌধুরীর বাবা রাধাগোবিন্দ চৌধুরী এলাকায় দুলাল মাস্টার বলে পরিচিত। বার্ধক্যের কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
১ দিন আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
১ দিন আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
১ দিন আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
২ দিন আগে