ব্রিটিশ র্যাপার ও অনলাইন ব্যক্তিত্ব ইয়াং ফিলির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৮ অক্টোবর) তাঁকে ব্রিসবেনে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার আদালতে শুনানির জন্য তাঁকে পার্থে হস্তান্তর করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাঁর আসল নাম আন্দ্রেস ফেলিপ ভ্যালেন্সিয়া ব্যারিয়েন্টোস। ইউটিউবে বিটা স্কোয়াডের সঙ্গে যৌথভাবে করা কাজের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। বিবিসি থ্রিতেও তিনি শো করেছেন।
২৯ বছর বয়সী ব্যারিয়েন্টোসকে আজ বৃহস্পতিবার পার্থের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে ধর্ষণ মামলায় তাঁকে অভিযুক্ত করা হয় এবং একই সঙ্গে জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সিমাস রাফারটি এসসি তাঁর জামিন চান।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সম্মতি ছাড়া চারবার যৌন সম্পর্ক স্থাপন, আক্রমণ করে তিনটি ক্ষত সৃষ্টি এবং শ্বাসরোধের চেষ্টা করেছেন ব্যারিয়েন্টোস।
গত ২৮ সেপ্টেম্বর পার্থের নাইটক্লাবের ১ নম্বর বারে পারফর্ম করার পরে তিনি ২০ বছর বয়সী এক তরুণীকে তাঁর হোটেল রুমে নেন। এরপর সম্মতি ছাড়াই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অস্ট্রেলিয়ায় সংগীত সফরে ছিলেন ব্যারিয়েন্টোস। তিনি যুক্তরাজ্যের আইটিভিতে সকার এইড এবং চ্যানেল-৪-এ দ্য গ্রেট সেলিব্রিটি বেক অব ফর স্ট্যান্ড আপ টু ক্যানসারে পারফর্ম করেন। তিনি ২০২১ সালে সেরা মিডিয়া ব্যক্তিত্বের জন্য একটি MOBO পুরস্কারও জিতেন।
ব্রিটিশ র্যাপার ও অনলাইন ব্যক্তিত্ব ইয়াং ফিলির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৮ অক্টোবর) তাঁকে ব্রিসবেনে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার আদালতে শুনানির জন্য তাঁকে পার্থে হস্তান্তর করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাঁর আসল নাম আন্দ্রেস ফেলিপ ভ্যালেন্সিয়া ব্যারিয়েন্টোস। ইউটিউবে বিটা স্কোয়াডের সঙ্গে যৌথভাবে করা কাজের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। বিবিসি থ্রিতেও তিনি শো করেছেন।
২৯ বছর বয়সী ব্যারিয়েন্টোসকে আজ বৃহস্পতিবার পার্থের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে ধর্ষণ মামলায় তাঁকে অভিযুক্ত করা হয় এবং একই সঙ্গে জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সিমাস রাফারটি এসসি তাঁর জামিন চান।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সম্মতি ছাড়া চারবার যৌন সম্পর্ক স্থাপন, আক্রমণ করে তিনটি ক্ষত সৃষ্টি এবং শ্বাসরোধের চেষ্টা করেছেন ব্যারিয়েন্টোস।
গত ২৮ সেপ্টেম্বর পার্থের নাইটক্লাবের ১ নম্বর বারে পারফর্ম করার পরে তিনি ২০ বছর বয়সী এক তরুণীকে তাঁর হোটেল রুমে নেন। এরপর সম্মতি ছাড়াই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অস্ট্রেলিয়ায় সংগীত সফরে ছিলেন ব্যারিয়েন্টোস। তিনি যুক্তরাজ্যের আইটিভিতে সকার এইড এবং চ্যানেল-৪-এ দ্য গ্রেট সেলিব্রিটি বেক অব ফর স্ট্যান্ড আপ টু ক্যানসারে পারফর্ম করেন। তিনি ২০২১ সালে সেরা মিডিয়া ব্যক্তিত্বের জন্য একটি MOBO পুরস্কারও জিতেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে