Ajker Patrika

ব্রিটিশ র‍্যাপার ইয়াং ফিলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ২০: ৩৩
ব্রিটিশ র‍্যাপার ইয়াং ফিলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 

ব্রিটিশ র‍্যাপার ও অনলাইন ব্যক্তিত্ব ইয়াং ফিলির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৮ অক্টোবর) তাঁকে ব্রিসবেনে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার আদালতে শুনানির জন্য তাঁকে পার্থে হস্তান্তর করা হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

তাঁর আসল নাম আন্দ্রেস ফেলিপ ভ্যালেন্সিয়া ব্যারিয়েন্টোস। ইউটিউবে বিটা স্কোয়াডের সঙ্গে যৌথভাবে করা কাজের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। বিবিসি থ্রিতেও তিনি শো করেছেন। 

২৯ বছর বয়সী ব্যারিয়েন্টোসকে আজ বৃহস্পতিবার পার্থের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে ধর্ষণ মামলায় তাঁকে অভিযুক্ত করা হয় এবং একই সঙ্গে জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সিমাস রাফারটি এসসি তাঁর জামিন চান। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সম্মতি ছাড়া চারবার যৌন সম্পর্ক স্থাপন, আক্রমণ করে তিনটি ক্ষত সৃষ্টি এবং শ্বাসরোধের চেষ্টা করেছেন ব্যারিয়েন্টোস। 

গত ২৮ সেপ্টেম্বর পার্থের নাইটক্লাবের ১ নম্বর বারে পারফর্ম করার পরে তিনি ২০ বছর বয়সী এক তরুণীকে তাঁর হোটেল রুমে নেন। এরপর সম্মতি ছাড়াই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। 

অস্ট্রেলিয়ায় সংগীত সফরে ছিলেন ব্যারিয়েন্টোস। তিনি যুক্তরাজ্যের আইটিভিতে সকার এইড এবং চ্যানেল-৪-এ দ্য গ্রেট সেলিব্রিটি বেক অব ফর স্ট্যান্ড আপ টু ক্যানসারে পারফর্ম করেন। তিনি ২০২১ সালে সেরা মিডিয়া ব্যক্তিত্বের জন্য একটি MOBO পুরস্কারও জিতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

আফগানিস্তানের সেমিতে যাওয়ার ‘আকাশ-কুসুম’ সমীকরণ

রমজানের চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবার থেকে রোজা

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত