অনলাইন ডেস্ক
ব্রিটিশ র্যাপার ও অনলাইন ব্যক্তিত্ব ইয়াং ফিলির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৮ অক্টোবর) তাঁকে ব্রিসবেনে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার আদালতে শুনানির জন্য তাঁকে পার্থে হস্তান্তর করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাঁর আসল নাম আন্দ্রেস ফেলিপ ভ্যালেন্সিয়া ব্যারিয়েন্টোস। ইউটিউবে বিটা স্কোয়াডের সঙ্গে যৌথভাবে করা কাজের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। বিবিসি থ্রিতেও তিনি শো করেছেন।
২৯ বছর বয়সী ব্যারিয়েন্টোসকে আজ বৃহস্পতিবার পার্থের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে ধর্ষণ মামলায় তাঁকে অভিযুক্ত করা হয় এবং একই সঙ্গে জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সিমাস রাফারটি এসসি তাঁর জামিন চান।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সম্মতি ছাড়া চারবার যৌন সম্পর্ক স্থাপন, আক্রমণ করে তিনটি ক্ষত সৃষ্টি এবং শ্বাসরোধের চেষ্টা করেছেন ব্যারিয়েন্টোস।
গত ২৮ সেপ্টেম্বর পার্থের নাইটক্লাবের ১ নম্বর বারে পারফর্ম করার পরে তিনি ২০ বছর বয়সী এক তরুণীকে তাঁর হোটেল রুমে নেন। এরপর সম্মতি ছাড়াই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অস্ট্রেলিয়ায় সংগীত সফরে ছিলেন ব্যারিয়েন্টোস। তিনি যুক্তরাজ্যের আইটিভিতে সকার এইড এবং চ্যানেল-৪-এ দ্য গ্রেট সেলিব্রিটি বেক অব ফর স্ট্যান্ড আপ টু ক্যানসারে পারফর্ম করেন। তিনি ২০২১ সালে সেরা মিডিয়া ব্যক্তিত্বের জন্য একটি MOBO পুরস্কারও জিতেন।
ব্রিটিশ র্যাপার ও অনলাইন ব্যক্তিত্ব ইয়াং ফিলির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৮ অক্টোবর) তাঁকে ব্রিসবেনে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন বুধবার আদালতে শুনানির জন্য তাঁকে পার্থে হস্তান্তর করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাঁর আসল নাম আন্দ্রেস ফেলিপ ভ্যালেন্সিয়া ব্যারিয়েন্টোস। ইউটিউবে বিটা স্কোয়াডের সঙ্গে যৌথভাবে করা কাজের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। বিবিসি থ্রিতেও তিনি শো করেছেন।
২৯ বছর বয়সী ব্যারিয়েন্টোসকে আজ বৃহস্পতিবার পার্থের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সেখানে ধর্ষণ মামলায় তাঁকে অভিযুক্ত করা হয় এবং একই সঙ্গে জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সিমাস রাফারটি এসসি তাঁর জামিন চান।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সম্মতি ছাড়া চারবার যৌন সম্পর্ক স্থাপন, আক্রমণ করে তিনটি ক্ষত সৃষ্টি এবং শ্বাসরোধের চেষ্টা করেছেন ব্যারিয়েন্টোস।
গত ২৮ সেপ্টেম্বর পার্থের নাইটক্লাবের ১ নম্বর বারে পারফর্ম করার পরে তিনি ২০ বছর বয়সী এক তরুণীকে তাঁর হোটেল রুমে নেন। এরপর সম্মতি ছাড়াই তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
অস্ট্রেলিয়ায় সংগীত সফরে ছিলেন ব্যারিয়েন্টোস। তিনি যুক্তরাজ্যের আইটিভিতে সকার এইড এবং চ্যানেল-৪-এ দ্য গ্রেট সেলিব্রিটি বেক অব ফর স্ট্যান্ড আপ টু ক্যানসারে পারফর্ম করেন। তিনি ২০২১ সালে সেরা মিডিয়া ব্যক্তিত্বের জন্য একটি MOBO পুরস্কারও জিতেন।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
১৬ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
১৬ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
১৬ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
১৭ ঘণ্টা আগে