Ajker Patrika

দেখা হওয়ার এক বছরে, একই সঙ্গে একই ঘরে

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৪: ১২
দেখা হওয়ার এক বছরে, একই সঙ্গে একই ঘরে

গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। গতকাল কলকাতার এক ফার্মহাউসে অনেকটা আয়োজনহীন বসেছিল সোহিনী-শোভনের বিয়ের আসর। এদিন সকালে অনুষ্ঠিত হয় তাদের হলুদের অনুষ্ঠান।

বিয়ে নিয়ে একেবারে চুপচাপ ছিলেন সোহিনী ও শোভন। সংবাদমাধ্যমে তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়লেও টুঁ-শব্দটি করেননি নবদম্পতি। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। সোহিনীর কাছের বন্ধুরাও ছিলেন সেই অনুষ্ঠানে।

এদিন মেরুন রঙের বেনারসি শাড়ি পরেন সোহিনী। সঙ্গে সাদা রঙের সোনালি পাড়ের ব্লাউজ। সোহিনীর সঙ্গে ম্যাচিং করে সাদা পাঞ্জাবি পরেছিলেন শোভন, সঙ্গে ছিল মেরুন রঙের ধুতি। এদিন আইনি কাগজে সই করে বিয়েটা হলেও মালাবদল থেকে শুরু করে সিঁদুরদান সবটাই করেন তাঁরা।

বিয়ের অনুষ্ঠানে শোভন ও সোহিনী। ছবি: ফেসবুক থেকেবিয়ে হওয়ার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন সোহিনী-শোভন। বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ‘দেখা হওয়ার এক বছরে, একই সঙ্গে একই ঘরে।’ বিয়ের ছবির মন্তব্যের ঘরে নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা। অনেক টালিউড তারাকাও শুভেচ্ছা জানাচ্ছেন সোহিনী ও শোভনকে।

বিয়ের অনুষ্ঠানে শোভন ও সোহিনী। ছবি: ফেসবুক থেকেগত বছর যিশু সেনগুপ্তর আয়োজনে রবীন্দ্রজয়ন্তীতে আলাপ হয় সোহিনী-শোভনের। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। ঠিক তার আগেই অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছিলেন সোহিনী। অন্যদিকে স্বস্তিকা দত্তের সঙ্গে শোভনের সম্পর্কও তত দিনে শেষ হয়ে গেছে। ফলে নিজেদের সম্পর্কের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন সোহিনী ও শোভন। তবে মাঝেমধ্যে ভুলবশত দুজনের একসঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যদিও কিছুক্ষণ পরই সেগুলো মুছেও ফেলা হয়।

বিয়ের অনুষ্ঠানে শোভন ও সোহিনী। ছবি: ফেসবুক থেকেসোহিনী আর শোভনের প্রেমের খবর ছড়িয়ে পড়লেও তাঁদের সম্পর্ক বিয়ে অবধি গড়াবে কি না, তা নিয়ে টলিপাড়ায় জল্পনা ছিল। শোভন ও সোহিনী দুজনেই এর আগে ছিলেন অন্য সম্পর্কে। রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন সোহিনী। অন্যদিকে শোভনের সঙ্গে প্রেম ছিল গায়িকা ইমন চক্রবর্তীর। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোভনের জীবনে এসেছিলেন স্বস্তিকা দত্ত।বিয়ের অনুষ্ঠানে শোভন ও সোহিনী। ছবি: ফেসবুক থেকে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত