চলচ্চিত্র থেকে রাজনীতি—সব বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার নতুন করে আলোচনায় তিনি। ওটিটি প্ল্যাটফর্মে ‘লক আপ’ নামের একটি রিয়ালিটি শো আসছে; যার সঞ্চালক হিসেবে দেখা যাবে কঙ্গনাকে। শুক্রবার প্রকাশ পেয়েছে লক আপ-এর টিজার। এতে জেলারের অবতারে দেখা দিয়েছেন বলিউডের কুইনখ্যাত কঙ্গনা। আপকামিং রিয়ালিটি শোতেও যে তিনি তাঁর অদম্য স্বভাব ধরে রাখবেন, তা বলা বাহুল্য।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এরই মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শো নিয়ে আলোচনার ঝড় উঠেছে। টিজারে কঙ্গনা বলছেন, ‘পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল আমাকে পছন্দ করে, আর অপর দলে রয়েছে বি গ্রেড স্ট্রাগলাররা, যারা আমার নিন্দা করে শিরোনামে থাকতে চায়। যারা আমাকে অপছন্দ করে, তারা আমার কণ্ঠরোধ করার জন্য এফআইআর পর্যন্ত করেছিল। নেপোটিজমের ফর্মুলা কাজে লাগানোর চেষ্টা করেছে তারা। আমার জীবনকে রিয়ালিটি শোতে বদলে দেওয়া হয়েছে। কিন্তু এবার আমার পালা!’
জানা গেছে, অনেকটা সালমান খানের ‘বিগ বস’-এর আদলে করা হয়েছে লক আপ। তবে চমক থাকছে অনেক। টিজারে কঙ্গনা জানিয়েছেন, ১৬ জন বিতর্কিত সেলিব্রিটিকে শোতে দেখা যাবে।
কারা এই শোতে অংশ নিতে চলেছেন, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কানাঘুষায় শোনা যাচ্ছে, শেহনাজ গিল, আদিত্য সিং রাজপুত, আনুস্কা সেন, উরফি জাভেদ, মল্লিকা শেরাওয়াত, পুনম পান্ডে ও চেতন ভগতের মতো আলোচিত-সমালোচিত সেলিব্রিটিকে দেখা যাবে শোতে।
লক আপ প্রযোজনা করছেন একতা কাপুর। ২৭ ফেব্রুয়ারি থেকে অল্টবালাজি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হবে এই শো।
চলচ্চিত্র থেকে রাজনীতি—সব বিষয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার নতুন করে আলোচনায় তিনি। ওটিটি প্ল্যাটফর্মে ‘লক আপ’ নামের একটি রিয়ালিটি শো আসছে; যার সঞ্চালক হিসেবে দেখা যাবে কঙ্গনাকে। শুক্রবার প্রকাশ পেয়েছে লক আপ-এর টিজার। এতে জেলারের অবতারে দেখা দিয়েছেন বলিউডের কুইনখ্যাত কঙ্গনা। আপকামিং রিয়ালিটি শোতেও যে তিনি তাঁর অদম্য স্বভাব ধরে রাখবেন, তা বলা বাহুল্য।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এরই মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ওই শো নিয়ে আলোচনার ঝড় উঠেছে। টিজারে কঙ্গনা বলছেন, ‘পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল আমাকে পছন্দ করে, আর অপর দলে রয়েছে বি গ্রেড স্ট্রাগলাররা, যারা আমার নিন্দা করে শিরোনামে থাকতে চায়। যারা আমাকে অপছন্দ করে, তারা আমার কণ্ঠরোধ করার জন্য এফআইআর পর্যন্ত করেছিল। নেপোটিজমের ফর্মুলা কাজে লাগানোর চেষ্টা করেছে তারা। আমার জীবনকে রিয়ালিটি শোতে বদলে দেওয়া হয়েছে। কিন্তু এবার আমার পালা!’
জানা গেছে, অনেকটা সালমান খানের ‘বিগ বস’-এর আদলে করা হয়েছে লক আপ। তবে চমক থাকছে অনেক। টিজারে কঙ্গনা জানিয়েছেন, ১৬ জন বিতর্কিত সেলিব্রিটিকে শোতে দেখা যাবে।
কারা এই শোতে অংশ নিতে চলেছেন, তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কানাঘুষায় শোনা যাচ্ছে, শেহনাজ গিল, আদিত্য সিং রাজপুত, আনুস্কা সেন, উরফি জাভেদ, মল্লিকা শেরাওয়াত, পুনম পান্ডে ও চেতন ভগতের মতো আলোচিত-সমালোচিত সেলিব্রিটিকে দেখা যাবে শোতে।
লক আপ প্রযোজনা করছেন একতা কাপুর। ২৭ ফেব্রুয়ারি থেকে অল্টবালাজি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত হবে এই শো।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৫ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১১ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১১ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১১ ঘণ্টা আগে