রক ব্যান্ড লিনকিন পার্কের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সারা বিশ্বে ছড়িয়ে আছে এই ব্যান্ডের ভক্তরা। বাংলাদেশের অভিনেত্রী সাবিলা নূরও লিনকিন পার্কের অন্ধভক্ত। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল প্রিয় ব্যান্ডের লাইভ কনসার্ট দেখার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো সাবিলার। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত লিনকিন পার্কের লাইভ কনসার্ট উপভোগ করেছেন সাবিলা।
সময় সুযোগ পেলেই দেশের বাইরে বেড়াতে যান সাবিলা। সম্প্রতি যুক্তরাষ্ট্র গেছেন এই অভিনেত্রী। ৮ নভেম্বর ডালাসে ছিল লিনকিন পার্কের ‘ফ্রম জিরো’ ওয়ার্ল্ড ট্যুরের কনসার্ট। প্রিয় ব্যান্ডকে সামনাসামনি পারফর্ম করতে দেখার সুযোগটি তাই মিস করেননি তিনি। কনসার্ট স্থল থেকে একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সাবিলা লেখেন, ‘ছোটবেলার একটি স্বপ্ন পূরণ হলো। লিনকিন পার্কের কনসার্টে যোগ দিয়েছিলাম।’ লিনকিন পার্কের সাবেক ভোকাল চেস্টার বেনিংটনকে মিস করার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী।
সাত বছর বিরতির পর চলতি বছরেই নতুন করে ফিরেছে লিনকিন পার্ক। ২০১৭ সালে ব্যান্ডটির সবশেষ অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’ প্রকাশের দুই মাসের মাথায় আত্মহত্যা করেন চেস্টার বেনিংটন। এরপর বন্ধ ছিল ব্যান্ডের কার্যক্রম। সঙ্গী হারানোর শোক পেরিয়ে দীর্ঘ বছর পর আবার মঞ্চে দেখা দিলেন মাইক শিনোডা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেলরা। গত সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্যুর দিয়ে শুরু হয় লিনকিন পার্কের নতুন যাত্রা। সেই ট্যুরের সাক্ষী হয়ে রইলেন সাবিলা।
এদিকে শিগগিরই প্রকাশ পাবে সাবিলা অভিনীত নাটক ‘দূষিত এ শহরে’। এতে সাবিলাকে দেখা যাবে একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। সম্প্রতি প্রকাশিত নাটকের পোস্টারে সাবিলার লুক চমকে দিয়েছে নেটিজেনদের। একপাশে ডাস্টবিন, আরেক পাশে ময়লার স্তূপ। তার মাঝে ময়লা জামা-কাপড়ে আনমনে বসে আছেন সাবিলা। মুখাবয়বেও দেখা গেছে পরিবর্তন! মাথাভর্তি কাঁচা-পাকা এলোমেলো চুল, চোখমুখে বিষণ্নতা। সাবিলা জানান, চরিত্রটি ধারণ করা চ্যালেঞ্জিং ছিল।
পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে দুই দিন উত্তরার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন সাবিলা। তাঁদের জীবনের গল্প শুনেছেন। জেনেছেন তাঁদের জীবানাচার। শুটিংয়ের সময়ও কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন তাঁর সঙ্গে।
সাবিলা বলেন, ‘শহরে ক্রমে দূষণ বাড়ছে। আমাদের শহর কীভাবে আমরা দূষিত করছি, তা দেখানো হয়েছে নাটকে। একজন পরিচ্ছন্নতাকর্মীর ত্যাগ, তাঁর জীবনযাপন–আমরা চোখে যা দেখি, সেই দেখার উল্টো পিঠ উঠে এসেছে এতে।’ গত বছর শুটিং করেছিলেন সাবিলা। প্রচারে আসছে শিগগিরই। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।
রক ব্যান্ড লিনকিন পার্কের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। সারা বিশ্বে ছড়িয়ে আছে এই ব্যান্ডের ভক্তরা। বাংলাদেশের অভিনেত্রী সাবিলা নূরও লিনকিন পার্কের অন্ধভক্ত। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল প্রিয় ব্যান্ডের লাইভ কনসার্ট দেখার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো সাবিলার। ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত লিনকিন পার্কের লাইভ কনসার্ট উপভোগ করেছেন সাবিলা।
সময় সুযোগ পেলেই দেশের বাইরে বেড়াতে যান সাবিলা। সম্প্রতি যুক্তরাষ্ট্র গেছেন এই অভিনেত্রী। ৮ নভেম্বর ডালাসে ছিল লিনকিন পার্কের ‘ফ্রম জিরো’ ওয়ার্ল্ড ট্যুরের কনসার্ট। প্রিয় ব্যান্ডকে সামনাসামনি পারফর্ম করতে দেখার সুযোগটি তাই মিস করেননি তিনি। কনসার্ট স্থল থেকে একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সাবিলা লেখেন, ‘ছোটবেলার একটি স্বপ্ন পূরণ হলো। লিনকিন পার্কের কনসার্টে যোগ দিয়েছিলাম।’ লিনকিন পার্কের সাবেক ভোকাল চেস্টার বেনিংটনকে মিস করার কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী।
সাত বছর বিরতির পর চলতি বছরেই নতুন করে ফিরেছে লিনকিন পার্ক। ২০১৭ সালে ব্যান্ডটির সবশেষ অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’ প্রকাশের দুই মাসের মাথায় আত্মহত্যা করেন চেস্টার বেনিংটন। এরপর বন্ধ ছিল ব্যান্ডের কার্যক্রম। সঙ্গী হারানোর শোক পেরিয়ে দীর্ঘ বছর পর আবার মঞ্চে দেখা দিলেন মাইক শিনোডা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেলরা। গত সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্যুর দিয়ে শুরু হয় লিনকিন পার্কের নতুন যাত্রা। সেই ট্যুরের সাক্ষী হয়ে রইলেন সাবিলা।
এদিকে শিগগিরই প্রকাশ পাবে সাবিলা অভিনীত নাটক ‘দূষিত এ শহরে’। এতে সাবিলাকে দেখা যাবে একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। সম্প্রতি প্রকাশিত নাটকের পোস্টারে সাবিলার লুক চমকে দিয়েছে নেটিজেনদের। একপাশে ডাস্টবিন, আরেক পাশে ময়লার স্তূপ। তার মাঝে ময়লা জামা-কাপড়ে আনমনে বসে আছেন সাবিলা। মুখাবয়বেও দেখা গেছে পরিবর্তন! মাথাভর্তি কাঁচা-পাকা এলোমেলো চুল, চোখমুখে বিষণ্নতা। সাবিলা জানান, চরিত্রটি ধারণ করা চ্যালেঞ্জিং ছিল।
পর্দায় চরিত্রটি ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে দুই দিন উত্তরার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন সাবিলা। তাঁদের জীবনের গল্প শুনেছেন। জেনেছেন তাঁদের জীবানাচার। শুটিংয়ের সময়ও কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী উপস্থিত ছিলেন তাঁর সঙ্গে।
সাবিলা বলেন, ‘শহরে ক্রমে দূষণ বাড়ছে। আমাদের শহর কীভাবে আমরা দূষিত করছি, তা দেখানো হয়েছে নাটকে। একজন পরিচ্ছন্নতাকর্মীর ত্যাগ, তাঁর জীবনযাপন–আমরা চোখে যা দেখি, সেই দেখার উল্টো পিঠ উঠে এসেছে এতে।’ গত বছর শুটিং করেছিলেন সাবিলা। প্রচারে আসছে শিগগিরই। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অনন্য ইমন।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
২০ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
২০ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
২০ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
২০ ঘণ্টা আগে