Ajker Patrika

১৯ বছরের ছোট যুবকের সঙ্গে ৫০ ছুঁই ছুঁই আমিশার প্রেম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৫: ৪১
ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম

একসময় বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন আমিশা প্যাটেল। ‘কাহনা পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান এই অভিনেত্রী। শুরুটা চমৎকার হলেও অভিনয় জগতে খুব একটা সুবিধা করতে পারেননি। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও বসেননি বিয়ের পিঁড়িতে। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী তাঁর চেয়ে ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে উষ্ণ ছবি শেয়ার করেছেন।

‘গাদ্দার’ খ্যাত এই অভিনেত্রী তাঁর ইনস্টা হ্যান্ডেলে দুবাইয়ে ব্যবসায়ী নির্বাণ বিরলার সঙ্গে ফ্রেমবন্দী হন। ছবিতে দেখা যায় আমিশাকে নির্বাণ তাঁর বাহুতে জড়িয়ে রেখেছেন। দুজনেই কালো রঙের জামা পরা, ক্যামেরায় হেসে পোজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দুবাইয়ে আমার প্রিয় নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।’ এদিকে মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।

ইন্টারনেটে এই জুটি বয়সের পার্থক্য নিয়েও হচ্ছে আলোচনা। আমিশার বয়স ৪৯ এবং নির্বাণের ৩০। আমিশা আরও একটি ছবি শেয়ার দেন, সেখানে নির্বাণ ও এক বন্ধুর সঙ্গে দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘দুবাইয়ে আমার বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সন্ধ্যা।’

নির্বাণ বিরলা একজন ব্যবসায়ী ও সংগীতশিল্পী। তিনি যশোবর্ধন ও অবন্তি বিরলার ছেলে। তাঁর উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বিরলা ব্রেইনিয়াকস এবং বিরলা ওপেন মাইন্ডস। তিনি যশোভর্ধন এবং আভান্তি বিরলার ছেলে।

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম

আমিশা ‘প্যাটেল গাদ্দার: এক প্রেম কথা’, ‘ভুলভুলাইয়া’, ‘থোরা পেয়ার থোরা ম্যাজিক,’ সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেত্রীকে গত বছর পর্দায় দেখা গিয়েছিল সখিনা চরিত্রে গাদ্দার টু সিনেমায়। মিস্ট্রি অফ দ্য ট্যাটু শিরোনামের ছবিতেও তিনি অভিনয় করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত