একসময় বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন আমিশা প্যাটেল। ‘কাহনা পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান এই অভিনেত্রী। শুরুটা চমৎকার হলেও অভিনয় জগতে খুব একটা সুবিধা করতে পারেননি। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও বসেননি বিয়ের পিঁড়িতে। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী তাঁর চেয়ে ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে উষ্ণ ছবি শেয়ার করেছেন।
‘গাদ্দার’ খ্যাত এই অভিনেত্রী তাঁর ইনস্টা হ্যান্ডেলে দুবাইয়ে ব্যবসায়ী নির্বাণ বিরলার সঙ্গে ফ্রেমবন্দী হন। ছবিতে দেখা যায় আমিশাকে নির্বাণ তাঁর বাহুতে জড়িয়ে রেখেছেন। দুজনেই কালো রঙের জামা পরা, ক্যামেরায় হেসে পোজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দুবাইয়ে আমার প্রিয় নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।’ এদিকে মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।
ইন্টারনেটে এই জুটি বয়সের পার্থক্য নিয়েও হচ্ছে আলোচনা। আমিশার বয়স ৪৯ এবং নির্বাণের ৩০। আমিশা আরও একটি ছবি শেয়ার দেন, সেখানে নির্বাণ ও এক বন্ধুর সঙ্গে দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘দুবাইয়ে আমার বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সন্ধ্যা।’
নির্বাণ বিরলা একজন ব্যবসায়ী ও সংগীতশিল্পী। তিনি যশোবর্ধন ও অবন্তি বিরলার ছেলে। তাঁর উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বিরলা ব্রেইনিয়াকস এবং বিরলা ওপেন মাইন্ডস। তিনি যশোভর্ধন এবং আভান্তি বিরলার ছেলে।
আমিশা ‘প্যাটেল গাদ্দার: এক প্রেম কথা’, ‘ভুলভুলাইয়া’, ‘থোরা পেয়ার থোরা ম্যাজিক,’ সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেত্রীকে গত বছর পর্দায় দেখা গিয়েছিল সখিনা চরিত্রে গাদ্দার টু সিনেমায়। মিস্ট্রি অফ দ্য ট্যাটু শিরোনামের ছবিতেও তিনি অভিনয় করেছেন।
একসময় বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন আমিশা প্যাটেল। ‘কাহনা পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান এই অভিনেত্রী। শুরুটা চমৎকার হলেও অভিনয় জগতে খুব একটা সুবিধা করতে পারেননি। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও বসেননি বিয়ের পিঁড়িতে। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী তাঁর চেয়ে ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে উষ্ণ ছবি শেয়ার করেছেন।
‘গাদ্দার’ খ্যাত এই অভিনেত্রী তাঁর ইনস্টা হ্যান্ডেলে দুবাইয়ে ব্যবসায়ী নির্বাণ বিরলার সঙ্গে ফ্রেমবন্দী হন। ছবিতে দেখা যায় আমিশাকে নির্বাণ তাঁর বাহুতে জড়িয়ে রেখেছেন। দুজনেই কালো রঙের জামা পরা, ক্যামেরায় হেসে পোজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দুবাইয়ে আমার প্রিয় নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।’ এদিকে মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।
ইন্টারনেটে এই জুটি বয়সের পার্থক্য নিয়েও হচ্ছে আলোচনা। আমিশার বয়স ৪৯ এবং নির্বাণের ৩০। আমিশা আরও একটি ছবি শেয়ার দেন, সেখানে নির্বাণ ও এক বন্ধুর সঙ্গে দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘দুবাইয়ে আমার বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সন্ধ্যা।’
নির্বাণ বিরলা একজন ব্যবসায়ী ও সংগীতশিল্পী। তিনি যশোবর্ধন ও অবন্তি বিরলার ছেলে। তাঁর উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বিরলা ব্রেইনিয়াকস এবং বিরলা ওপেন মাইন্ডস। তিনি যশোভর্ধন এবং আভান্তি বিরলার ছেলে।
আমিশা ‘প্যাটেল গাদ্দার: এক প্রেম কথা’, ‘ভুলভুলাইয়া’, ‘থোরা পেয়ার থোরা ম্যাজিক,’ সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেত্রীকে গত বছর পর্দায় দেখা গিয়েছিল সখিনা চরিত্রে গাদ্দার টু সিনেমায়। মিস্ট্রি অফ দ্য ট্যাটু শিরোনামের ছবিতেও তিনি অভিনয় করেছেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
২ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
২ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
২ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
২ ঘণ্টা আগে