অনলাইন ডেস্ক
একসময় বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন আমিশা প্যাটেল। ‘কাহনা পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান এই অভিনেত্রী। শুরুটা চমৎকার হলেও অভিনয় জগতে খুব একটা সুবিধা করতে পারেননি। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও বসেননি বিয়ের পিঁড়িতে। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী তাঁর চেয়ে ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে উষ্ণ ছবি শেয়ার করেছেন।
‘গাদ্দার’ খ্যাত এই অভিনেত্রী তাঁর ইনস্টা হ্যান্ডেলে দুবাইয়ে ব্যবসায়ী নির্বাণ বিরলার সঙ্গে ফ্রেমবন্দী হন। ছবিতে দেখা যায় আমিশাকে নির্বাণ তাঁর বাহুতে জড়িয়ে রেখেছেন। দুজনেই কালো রঙের জামা পরা, ক্যামেরায় হেসে পোজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দুবাইয়ে আমার প্রিয় নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।’ এদিকে মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।
ইন্টারনেটে এই জুটি বয়সের পার্থক্য নিয়েও হচ্ছে আলোচনা। আমিশার বয়স ৪৯ এবং নির্বাণের ৩০। আমিশা আরও একটি ছবি শেয়ার দেন, সেখানে নির্বাণ ও এক বন্ধুর সঙ্গে দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘দুবাইয়ে আমার বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সন্ধ্যা।’
নির্বাণ বিরলা একজন ব্যবসায়ী ও সংগীতশিল্পী। তিনি যশোবর্ধন ও অবন্তি বিরলার ছেলে। তাঁর উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বিরলা ব্রেইনিয়াকস এবং বিরলা ওপেন মাইন্ডস। তিনি যশোভর্ধন এবং আভান্তি বিরলার ছেলে।
আমিশা ‘প্যাটেল গাদ্দার: এক প্রেম কথা’, ‘ভুলভুলাইয়া’, ‘থোরা পেয়ার থোরা ম্যাজিক,’ সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেত্রীকে গত বছর পর্দায় দেখা গিয়েছিল সখিনা চরিত্রে গাদ্দার টু সিনেমায়। মিস্ট্রি অফ দ্য ট্যাটু শিরোনামের ছবিতেও তিনি অভিনয় করেছেন।
একসময় বলিউডে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন আমিশা প্যাটেল। ‘কাহনা পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান এই অভিনেত্রী। শুরুটা চমৎকার হলেও অভিনয় জগতে খুব একটা সুবিধা করতে পারেননি। বয়স ৫০ ছুঁই ছুঁই হলেও বসেননি বিয়ের পিঁড়িতে। সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী তাঁর চেয়ে ১৯ বছরের ছোট প্রেমিকের সঙ্গে উষ্ণ ছবি শেয়ার করেছেন।
‘গাদ্দার’ খ্যাত এই অভিনেত্রী তাঁর ইনস্টা হ্যান্ডেলে দুবাইয়ে ব্যবসায়ী নির্বাণ বিরলার সঙ্গে ফ্রেমবন্দী হন। ছবিতে দেখা যায় আমিশাকে নির্বাণ তাঁর বাহুতে জড়িয়ে রেখেছেন। দুজনেই কালো রঙের জামা পরা, ক্যামেরায় হেসে পোজ দিচ্ছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘দুবাইয়ে আমার প্রিয় নির্বাণের সঙ্গে সুন্দর সন্ধ্যা।’ এদিকে মন্তব্যের ঘরে ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।
ইন্টারনেটে এই জুটি বয়সের পার্থক্য নিয়েও হচ্ছে আলোচনা। আমিশার বয়স ৪৯ এবং নির্বাণের ৩০। আমিশা আরও একটি ছবি শেয়ার দেন, সেখানে নির্বাণ ও এক বন্ধুর সঙ্গে দেখা যায়। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘দুবাইয়ে আমার বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক সন্ধ্যা।’
নির্বাণ বিরলা একজন ব্যবসায়ী ও সংগীতশিল্পী। তিনি যশোবর্ধন ও অবন্তি বিরলার ছেলে। তাঁর উদ্যোগগুলোর মধ্যে রয়েছে বিরলা ব্রেইনিয়াকস এবং বিরলা ওপেন মাইন্ডস। তিনি যশোভর্ধন এবং আভান্তি বিরলার ছেলে।
আমিশা ‘প্যাটেল গাদ্দার: এক প্রেম কথা’, ‘ভুলভুলাইয়া’, ‘থোরা পেয়ার থোরা ম্যাজিক,’ সিনেমায় অভিনয় করেছেন। এই অভিনেত্রীকে গত বছর পর্দায় দেখা গিয়েছিল সখিনা চরিত্রে গাদ্দার টু সিনেমায়। মিস্ট্রি অফ দ্য ট্যাটু শিরোনামের ছবিতেও তিনি অভিনয় করেছেন।
ফিলিস্তিনি এক অধিকারকর্মীর সঙ্গে ইসরায়েলের এক সাংবাদিকের বন্ধুত্বের গল্প ডকুমেন্টারির অন্যতম উপজীব্য। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর ধরে সংগ্রহ করা হয়েছে এই ডকুমেন্টারির তথ্য। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারি, সেনাবাহিনীর নির্যাতন, দখলদারদের অত্যাচার সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে ডকুমেন্টারিটিতে।
৬ ঘণ্টা আগেদ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রুডি। এমিলিয়া প্যারেজ–এর জন্য জো সালডানা এবং অ্যা রিয়েল পেইন–এর জন্য কিয়েরা কালকিন পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার।
৮ ঘণ্টা আগেছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ব্যতিক্রম জাহিদ হাসান। মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরা ওটিটি দাপিয়ে বেড়ালেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা। সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাঁকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা য
১১ ঘণ্টা আগেআন্দোলনে গত জুলাইয়ে সারা দেশ যখন উত্তাল, সে সময় ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান বাঁধেন পারশা মাহজাবীন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গানটি। আলোচনায় চলে আসেন পারশা। সেই পারশা প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে গাইলেন।
১১ ঘণ্টা আগে