Ajker Patrika

আজ থেকে চার নারীর লড়াইয়ের গল্পে ‘অচিনপুর’

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘অচিনপুর’। নাটকের গল্পে দেখা যাবে, অচিনপুর গ্রামের প্রেমানন্দ কলেজের মেয়েদের ইভ টিজিং করে বখাটেরা। সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অচিনপুর গ্রামের চার মেয়ে চাঁদনি, নাজমা, কালসি ও লাইলি ফিমেল ফাইটার্স নামে একটি দল গঠন করে। চেয়ারম্যান তাদের প্রতি ক্ষুব্ধ হয়, বিভিন্ন চক্রান্ত করে।

আহমেদ শাহাবুদ্দিনের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আনিকা কবির শখ, আ খ ম হাসান, শাহেদ শাহারিয়ার, ইমিলা হক, স্বর্ণলতা, রেজমিন সেতু, সঞ্চিতা দত্ত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত