Ajker Patrika

অভিনেত্রী প্রসূন আজাদের বাবা নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ২১: ৩৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগের বাসা থেকে গতকাল শুক্রবার বিকেলে বের হয়ে এখনো ফেরেননি লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। এরই মধ্যে ঘটনাটি পুলিশকে জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাবা নিখোঁজ হওয়ার বিষয়টি আজ শনিবার সকাল ১০টার দিকে ফেসবুকে প্রথম জানান প্রসূন আজাদ। এক পোস্টে তিনি বলেন, ‘আমার আব্বুকে কোথাও পাওয়া যাচ্ছে না।’

এর দেড় ঘণ্টা পর অভিনেত্রী ফেসবুকে আবার বলেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গতকাল বিকেল ৪টা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।’

বাবা নিখোঁজ হওয়ার বিষয়ে প্রসূন আজকের পত্রিকাকে বলেন, ‘বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি মালিবাগের বাসা থেকে লুঙ্গি আর পাঞ্জাবি পরে বের হন গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে। মা ভেবেছেন এলাকায় ঘোরাঘুরি করে বাসায়ই তো ফিরবে। তবে তিনি এখনো বাসায় আসেননি। মোবাইলও বাসায় রেখে যাওয়ায় তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।’

এ ঘটনায় ডিএমপির শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজাদ হোসেনের স্ত্রী শাহানা বেগম এই ঘটনায় জিডি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

প্রসূন আজাদের বাবা আজাদ হোসেন এবং মা শাহানা বেগম দুজনেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন। এরপর একাধিক নাটকে ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। পরে হঠাৎ অভিনয় জগৎ থেকে দূরে চলে যান প্রসূন।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে তাঁকে আবার দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা–ভাঙচুর

শিবরাত্রিতে মাংস খাওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করল দিল্লির সার্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত