বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবারের কান উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়েছে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’। ২২ মে প্রকাশ করা হয় সিনেমার ট্রেলার। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টা পরই তা সরিয়ে নেওয়া হয়। কারণ হিসেবে নির্মাতা জানান, ট্রেলার প্রকাশের পর অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। সে কারণে বাধ্য হয়ে তিনি ট্রেলারটি সরিয়ে নেন। তবে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন ফারহানা হামিদ।
নির্মাতা এবাদুর রহমান বলেন, ‘ট্রেলার রিলিজের পর সিনেমার অভিনয়শিল্পী ফারহানা হামিদ বলেন, তাঁর ওপর বিভিন্ন ধরনের চাপ তৈরি হচ্ছে। একজন শিল্পীকে তো আমি বিপন্নে ফেলতে পারি না। আমার নৈতিক দায়িত্ব তাঁকে রক্ষা করা। এ কারণে ট্রেলার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে জানতে ফারহানা হামিদের সঙ্গে যোগাযোগ করলে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। ফারহানা হামিদ বলেন, ‘ব্যাপারটি আসলে হুমকি নয়। কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন ট্রেলার আমার জন্য বিপজ্জনক হতে পারে। কনসার্নের জায়গা থেকে পরিচালককে আমি সেটাই বলেছি।’
ফারহানা আরও বলেন, ‘আমি পরিচালককে বলেছি, ট্রেলারটা যেভাবে সাজানো হয়েছে, তাতে আমি কিছুটা আতঙ্কগ্রস্ত। প্লিজ সেভ মি! যদি সত্যি সত্যি হুমকি দেওয়া শুরু হয়! তার আগেই পরিচিত অনেকে বলেছে, আপাতত এভাবে না হলে ভালো হয়। তার মানে এটা নয় যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে মানুষকে উত্তেজিত না করাটাই বেটার। সত্যি বলতে, আমি কোনো রকম বিতর্কে জড়াতে চাই না।’
অভিনেত্রী অস্বীকার করলেও নির্মাতা তাঁর কথায় অটল। এবাদুর রহমান বলেন, ‘ফারহানা হামিদ আমাকে সরাসরি বলেছেন, ‘‘এবাদ ভাই আমি দেশে থাকতে পারব না, প্লিজ সেভ মি।” আমার কাছে আছে সেই টেক্সট। কনসার্নের জায়গা থেকে তিনি যদি বলে থাকেন, তাহলে আমাকে সেভ মি বলার কারণ কী? যেটা হয় আরকি, যাঁরা দেশে থাকেন বা দেশে কাজকর্ম করতে হয়, তাঁদের মনে হয় সত্যি কথা বলা খুব মুশকিল। প্রতি মুহূর্তে চাপের মধ্যে তাদের গল্প পরিবর্তন হয়ে যায়। আর আমাদের পড়তে হয় অস্বস্তির মধ্যে।’
এবারের কান উৎসবের বাণিজ্যিক শাখায় প্রদর্শিত হয়েছে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’। ২২ মে প্রকাশ করা হয় সিনেমার ট্রেলার। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টা পরই তা সরিয়ে নেওয়া হয়। কারণ হিসেবে নির্মাতা জানান, ট্রেলার প্রকাশের পর অভিনেত্রী ফারহানা হামিদকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। সে কারণে বাধ্য হয়ে তিনি ট্রেলারটি সরিয়ে নেন। তবে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন ফারহানা হামিদ।
নির্মাতা এবাদুর রহমান বলেন, ‘ট্রেলার রিলিজের পর সিনেমার অভিনয়শিল্পী ফারহানা হামিদ বলেন, তাঁর ওপর বিভিন্ন ধরনের চাপ তৈরি হচ্ছে। একজন শিল্পীকে তো আমি বিপন্নে ফেলতে পারি না। আমার নৈতিক দায়িত্ব তাঁকে রক্ষা করা। এ কারণে ট্রেলার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি।’
এ বিষয়ে জানতে ফারহানা হামিদের সঙ্গে যোগাযোগ করলে হুমকি পাওয়ার কথা অস্বীকার করেছেন তিনি। ফারহানা হামিদ বলেন, ‘ব্যাপারটি আসলে হুমকি নয়। কয়েকজন শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এমন ট্রেলার আমার জন্য বিপজ্জনক হতে পারে। কনসার্নের জায়গা থেকে পরিচালককে আমি সেটাই বলেছি।’
ফারহানা আরও বলেন, ‘আমি পরিচালককে বলেছি, ট্রেলারটা যেভাবে সাজানো হয়েছে, তাতে আমি কিছুটা আতঙ্কগ্রস্ত। প্লিজ সেভ মি! যদি সত্যি সত্যি হুমকি দেওয়া শুরু হয়! তার আগেই পরিচিত অনেকে বলেছে, আপাতত এভাবে না হলে ভালো হয়। তার মানে এটা নয় যে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে মানুষকে উত্তেজিত না করাটাই বেটার। সত্যি বলতে, আমি কোনো রকম বিতর্কে জড়াতে চাই না।’
অভিনেত্রী অস্বীকার করলেও নির্মাতা তাঁর কথায় অটল। এবাদুর রহমান বলেন, ‘ফারহানা হামিদ আমাকে সরাসরি বলেছেন, ‘‘এবাদ ভাই আমি দেশে থাকতে পারব না, প্লিজ সেভ মি।” আমার কাছে আছে সেই টেক্সট। কনসার্নের জায়গা থেকে তিনি যদি বলে থাকেন, তাহলে আমাকে সেভ মি বলার কারণ কী? যেটা হয় আরকি, যাঁরা দেশে থাকেন বা দেশে কাজকর্ম করতে হয়, তাঁদের মনে হয় সত্যি কথা বলা খুব মুশকিল। প্রতি মুহূর্তে চাপের মধ্যে তাদের গল্প পরিবর্তন হয়ে যায়। আর আমাদের পড়তে হয় অস্বস্তির মধ্যে।’
অনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৮ মিনিট আগেসংগীত ক্যারিয়ারে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা ইয়াসমীন ও রুনা লায়লার পর কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর অনেক গান শ্রোতাদের মুখে মুখে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। এ ছাড়া কনকচাঁপার একক অ্যালবাম
২৭ মিনিট আগেফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদ এবার আরও কঠোর হলো। আরও শক্ত অবস্থান নিলেন শিল্পীরা। হলিউডসহ সারা বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রির ১২ শর বেশি শিল্পী ঘোষণা দিয়েছেন, এখন থেকে ইসরায়েলি কোনো ইনস্টিটিউশন কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে
৩২ মিনিট আগে১ থেকে ৫ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে ‘ডক প্রোডিউসিং সাউথ’ শীর্ষক আয়োজন। স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে তথ্যচিত্র নির্মাণের বাজেট, ডিস্ট্রিবিউশন পরিকল্পনা, চিত্রনাট্য রচনাসহ নানা বিষয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের নির্মাতা ও প্রযোজকেরা।
১ দিন আগে