অনলাইন ডেস্ক
বিচ্ছেদ মানে ‘তিক্ততা’ সেটি আবারও ভুল প্রমাণ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক, সুরকার, শিল্পী এ আর রাহমান। তাঁর প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু নিজেই। সম্প্রতি সায়রা বানুর জটিল এক অস্ত্রোপচারের সময় পাশে ছিলেন এ আর রাহমান। ২৯ বছরের দাম্পত্যে ইতি টানলেও একে অপরের প্রতি সম্মান ও বিশ্বস্ততার নজির রাখলেন এ সাবেক দম্পতি। এ নিয়ে সায়রা বানুর পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।
বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই হাজারো রটনা, গুঞ্জন তাঁদের বিচলিত করেছিল। বিচ্ছেদ ঘোষণার পাঁচ দিন পরই গুঞ্জন-সমালোচনার প্রতিবাদ করে এ আর রাহমানের পাশে দাঁড়িয়েছিলেন সায়রা বানু।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি জটিল অস্ত্রোপচার হয়েছে সায়রার। সেই সময়ে সাবেক স্বামী রাহমানকে পাশে পেয়েছেন তিনি। আর এ নিয়ে এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সায়রা-রাহমানের বিচ্ছেদ মামলা লড়ছেন যে আইনজীবী, সেই বন্দনা শাহ এই সায়রা বানুর পক্ষে বিবৃতিটি দিয়েছেন।
এতে বলা হয়েছে— ‘শ্রীমতী সায়রা রহমানকে সম্প্রতি গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তাঁর। আর এই কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। পাশাপাশি যে বা যাঁরা এই সময়ে পাশে থেকেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সায়রা।’
অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তাঁর স্ত্রী শাহিদার সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সায়রা বানুর। তাঁদের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এ আর রাহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য। ওদের উৎসাহ-অনুপ্রেরণা জোগানোর জন্য আমি কৃতজ্ঞ।’
মাস তিনেক আগে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এ আর রাহমান। নেপথ্যে পরকীয়া সম্পর্কের আন্দাজ টেনে নানারকম আলোচনা-সমালোচনা শুরু করেন নেটিজেনরা। একপর্যায়ে তাঁদের মুখ বন্ধ করতে আইনি নোটিশও দিয়েছেন জনপ্রিয় এ সংগীত ব্যক্তিত্ব।
এ ছাড়া রাহমান-সায়রার সন্তানেরাও নেটিজেনদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন। শুধু তা-ই নয়, সায়রাবানু নিজেই পোস্ট দিয়েছিলেন, ‘আমি আর রাহমান এখনো একে-অপরকে ভালোবাসি। আর এই বিচ্ছেদের সিদ্ধান্তটা এক শ শতাংশ মিউচুয়াল। তাই সকলের কাছে আমার অনুরোধ- রাহমান যেমন আছে, ওকে তেমনটাই থাকতে দিন। আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি। এতটাই ভালোবাসি আমি ওকে, রাহমানও তাই। তাই সবার কাছে একটাই অনুরোধ, রটনা রটানো বন্ধ করুন। আমাদের একটু একা থাকতে দিন।’
তিনি আরও লেখেন, ‘আমরা তো অফিশিয়ালি কারণ নিয়ে কিছু বলিনি এখনো। তাই ওর নামে কুৎসা রটাবেন না।
১৯৯৫ সালে রাহমান ও সায়রা বানুর বিয়ে হয়। দীর্ঘ ২৯ বছরের সেই সম্পর্কে গত বছর নভেম্বর মাসে ভাঙন ধরে। তবে বিবাহবিচ্ছেদ হলেও সুসম্পর্ক বজায় রেখেছেন তাঁরা।
বিচ্ছেদ মানে ‘তিক্ততা’ সেটি আবারও ভুল প্রমাণ করলেন অস্কারজয়ী সংগীত পরিচালক, সুরকার, শিল্পী এ আর রাহমান। তাঁর প্রতি সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য সাবেক স্ত্রী সায়রা বানু নিজেই। সম্প্রতি সায়রা বানুর জটিল এক অস্ত্রোপচারের সময় পাশে ছিলেন এ আর রাহমান। ২৯ বছরের দাম্পত্যে ইতি টানলেও একে অপরের প্রতি সম্মান ও বিশ্বস্ততার নজির রাখলেন এ সাবেক দম্পতি। এ নিয়ে সায়রা বানুর পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।
বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই হাজারো রটনা, গুঞ্জন তাঁদের বিচলিত করেছিল। বিচ্ছেদ ঘোষণার পাঁচ দিন পরই গুঞ্জন-সমালোচনার প্রতিবাদ করে এ আর রাহমানের পাশে দাঁড়িয়েছিলেন সায়রা বানু।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি জটিল অস্ত্রোপচার হয়েছে সায়রার। সেই সময়ে সাবেক স্বামী রাহমানকে পাশে পেয়েছেন তিনি। আর এ নিয়ে এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সায়রা-রাহমানের বিচ্ছেদ মামলা লড়ছেন যে আইনজীবী, সেই বন্দনা শাহ এই সায়রা বানুর পক্ষে বিবৃতিটি দিয়েছেন।
এতে বলা হয়েছে— ‘শ্রীমতী সায়রা রহমানকে সম্প্রতি গুরুতর অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তাঁর। আর এই কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তাঁর একমাত্র ধ্যানজ্ঞান। পাশাপাশি যে বা যাঁরা এই সময়ে পাশে থেকেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সায়রা।’
অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তাঁর স্ত্রী শাহিদার সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সায়রা বানুর। তাঁদের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এ আর রাহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য। ওদের উৎসাহ-অনুপ্রেরণা জোগানোর জন্য আমি কৃতজ্ঞ।’
মাস তিনেক আগে হঠাৎই সামাজিক যোগাযোগমাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এ আর রাহমান। নেপথ্যে পরকীয়া সম্পর্কের আন্দাজ টেনে নানারকম আলোচনা-সমালোচনা শুরু করেন নেটিজেনরা। একপর্যায়ে তাঁদের মুখ বন্ধ করতে আইনি নোটিশও দিয়েছেন জনপ্রিয় এ সংগীত ব্যক্তিত্ব।
এ ছাড়া রাহমান-সায়রার সন্তানেরাও নেটিজেনদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন। শুধু তা-ই নয়, সায়রাবানু নিজেই পোস্ট দিয়েছিলেন, ‘আমি আর রাহমান এখনো একে-অপরকে ভালোবাসি। আর এই বিচ্ছেদের সিদ্ধান্তটা এক শ শতাংশ মিউচুয়াল। তাই সকলের কাছে আমার অনুরোধ- রাহমান যেমন আছে, ওকে তেমনটাই থাকতে দিন। আমার নিজের জীবন দিয়ে ওকে বিশ্বাস করি। এতটাই ভালোবাসি আমি ওকে, রাহমানও তাই। তাই সবার কাছে একটাই অনুরোধ, রটনা রটানো বন্ধ করুন। আমাদের একটু একা থাকতে দিন।’
তিনি আরও লেখেন, ‘আমরা তো অফিশিয়ালি কারণ নিয়ে কিছু বলিনি এখনো। তাই ওর নামে কুৎসা রটাবেন না।
১৯৯৫ সালে রাহমান ও সায়রা বানুর বিয়ে হয়। দীর্ঘ ২৯ বছরের সেই সম্পর্কে গত বছর নভেম্বর মাসে ভাঙন ধরে। তবে বিবাহবিচ্ছেদ হলেও সুসম্পর্ক বজায় রেখেছেন তাঁরা।
কনসার্টপ্রেমীদের জন্য গত কয়েক মাস ভালো যায়নি। নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কটি কনসার্ট স্থগিত করা হয়েছে। তবে আজ কনসার্টপ্রেমীদের জন্য রয়েছে আনন্দের সংবাদ। কেননা আজ ঢাকার দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দু্ইটি কনসার্ট।
১৭ ঘণ্টা আগেপর্দায় শাকিব খানের সঙ্গে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্তকে। গুঞ্জনটা প্রায় এক বছরের। রায়হান রাফীর ‘তুফান’ সিনেমার শুটিং শুরুর পর এ নিয়ে প্রথম চর্চা শুরু হয়। শেষ পর্যন্ত তুফানে দেখা যায়নি যিশুকে। সেই রেশ কাটতে না-কাটতে গত বছরের শেষ দিকে আবার শুরু হয় একই গুঞ্জন। এবার খবর ছড়িয়ে পড়ে মেহেদী
১৭ ঘণ্টা আগে২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ২৯ বছরে পা রাখে নাট্যদল প্রাচ্যনাট। এ উপলক্ষে ফেব্রুয়ারি মাসব্যাপী নানা আয়োজন করে দলটি। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে বর্ষপূর্তির সমাপনী অনুষ্ঠান দিয়ে শেষ হচ্ছে মাসব্যাপী এই আয়োজন।
১৭ ঘণ্টা আগেবলিউড বাদশা শাহরুখ খানের যারা ভক্ত তাদের কাছে তাঁর বাড়ি ‘মান্নাত’ যেন এক তীর্থস্থান। জন্মদিন, সিনেমার মুক্তি, ঈদে মান্নাতের বারান্দায় শুধু ভক্তদের জন্য দেখা দেন কিং খান। বান্দ্রার এই বাড়িটির সামনে বিশেষ দিনগুলোতে নামে অগণিত মানুষের ঢল। কিন্তু এই এই হেরিটেজ ছেড়ে স্ত্রী গৌরী ও সন্তানদের নিয়ে ভাড়া...
১ দিন আগে